ꦑ নতুন বছরটা ভালো যাচ্ছে না সঞ্জু স্যামসনের। ভারতীয় দলের এই ক্রিকেটার গত বছরে বাংলাদেশ, সাউথ আফ্রিকার বিরুদ্ধে ছিলেন দুরন্ত ছন্দে। টি২০তে দেশের মাটিতে এবং বিদেশের মাটিতে গিয়েও ভালোই পারফরমেন্স ছিল সঞ্জুর। কিন্তু নতুন বছরের শুরু থেকেই পরপর ধাক্কা খেয়েছেন কেরলের এই ক্রিকেটার। এবার তাঁর হাতে অস্ত্রোপচার হল।
𓂃আরও পড়ুন-শততম টেস্টে ক্রিকেটকে বিদায়! শেষ ইনিংসে করুণারত্নে করলেন ১৪, দুই ইনিংস মিলিয়ে ৫০
আঙুলে অস্ত্রোপচার সঞ্জু স্যামসনের
🐲ভারতীয় দলের এই ওপেনারের কদিন আগেই ইংল্যান্ডের বিপক্ষে টি২০ সিরিজের পঞ্চম ম্যাচের সময় আঙুলে চোট লেগেছিল জোফ্রা আর্চারের বোলিংয়ে। সেই সময় না বুঝলেও পরে ড্রেসিংরুমে ফিরতেই আঙুলে ব্যাথা এবং ফোলা অনুভব করেন তিনি। তখনই তাঁর কাছে চিত্রটা পরিষ্কার হয়ে যায়। এরপর চিকিৎসকদের পরামর্শ মতো আঙুলে অস্ত্রোপচার করা হয় সঞ্জু স্যামসের।
সঞ্জুর চোটে চিন্তায় ম্যানেজমেন্ট
๊এর জেরে সব থেকে চিন্তায় পড়ে গেছে রাজস্থান রয়্যালস টিম ম্যানেজমেন্ট। কারণ তাঁদের অধিনায়ক আইপিএল শুরুর মাত্র ৩৮দিন আগেই আঙুলে অস্ত্রোপচার করানোয় তাঁর পক্ষে কত দ্রুত মাঠে ফেরা সম্ভব হবে, সেই নিয়ে একটা জল্পনা তৈরি হয়েছে। ২ ফেব্রুয়ারি তাঁর আঙুুলে চোট লেগেছিল। এরপর ধ্রুব জুরেল এসে তাঁর উইকেটকিপিংয়ের দায়িত্ব পালন করেছিলেন।
𝔍আরও পড়ুন-আয়ুবের চোট, ICC চ্যাম্পিয়ন্স ট্রফিতে ওপেনার কে? রিজওয়ান বলছেন, ‘কিং কর লেগা’,
রাজস্থানকে প্লে অফে তোলেন স্যামসন
𒁃রাজস্থান রয়্যালস দলকে সাম্প্রতিককালে চ্যাম্পিয়ন করতে না পারলেও গতবার সঞ্জু স্যামসন দলকে নেতৃত্ব দিয়ে প্লে অফে নিয়ে গেছিলেন। তিনি নিজেও ছিলেন দুরন্ত ছন্দেই, ফার্স্ট ডাউনে নেমে দলকে নির্ভরতা দেন। এবারে দলে অনেক পরিবর্তন হয়েছে। ট্রেন্ট বোল্ট আর নেই। এই অবস্থায় সঞ্জুর ফুল ফিট হয়ে মাঠে নামা খুবই দরকার তাঁদের।
হাতে সময় কম সঞ্জুর
🥀৩০ বছর বয়সী এই ক্রিকেটারের হাতে সুস্থ হয়ে ওঠার জন্য রয়েছে ওই ৩৮ দিন মতো। কারণ ২১ মার্চ থেকে আইপিএল শুরু কথা। এই অস্ত্রোপচারের ফলে দলের প্রি সিজন ক্যাম্পে তাঁর যোগ দেওয়া হয়ে উঠছে না। গতবার রিয়ান পরাগের পরই রাজস্থান রয়্যালস দলের রানের তালিকায় নাম ছিল সঞ্জুর। আইপিএলে ৫০০র বেশি রানও করেছিলেন। এর জেরেই তিনি ভারতের টি২০ বিশ্বকাপের স্কোয়াডে সুযোগ পেয়েছিলেন।