আর কয়েক দিনের অপেক্ඣষা, তারপরই শুরু হয়ে যাচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। পাকিস্তানের মাটিতে নিজেরাই ম্যাচ খেলবে বা🐻বর আজম, মহম্মদ রিজওয়ানরা। বাকি বেশ কয়েকটি দলের ম্যাচ হবে দুবাইতে, কারণ এবারের প্রতিযোগিতা হচ্ছে হাইব্রিড মডেলে। এদিকে পাকিস্তান বনাম ভারতের গ্রুপ স্টেজের ম্যাচও হবে দুবাইতেই।
আরও পড𒈔়ুন-ফর্ম্যাট বদলের সঙ্গে সঙ্গেই ফর্মে ফিরবেন রোহ🅘িত-বিরাট! আশায় প্রাক্তন ব্যাটিং কোচ
আইসিসি চ্যꦚাম্পিয়ন্স ট𒉰্রফি শুরুর আগেই পাকিস্তান ক্রিকেট দল ধাক্কা খেয়েছে। তাঁদের দলের অন্যতম প্রতিভাবান ব্যাটার সাইম আয়ুব চোট পেয়ে ছিটকে গেছেন প্রতিযোগিতা থেকে। তাঁর জন্যই অপেক্ষা করেছিল পিসিবি, কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে তিনি ফিট হয়ে উঠতে পারবেন না বোঝার পরই পাকিস্তান বোর্ডের তরফে তাঁকে বাদ রেখেই চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড ঘোষণা করা হয়।
আরও পড়ুন-‘ব্যালন ডি অরের কোনও বিশ্বাসযোগ্যতা নেই! আমিই সবথে𓄧কে…’ মেসিকে খোঁচা রোনাল্ড𓆏োর?
আয়ুব না থাকায় ওপেনার বাবর
গতবারের চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন পাকিস্তান। সেবার অধিনায়ক ছিলেন সরফরাজ আহমেদ। এরপর বাবর আজম ঘুরে এখন পাকিস্তানের ব্যাটন মহম্মদ রিজওয়ানের হাতে। চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে রিজওয়ান অবশ্য বেশ আশাবাদী দলের পারফরমেন্স নিয়ে, 𒐪সাইম আয়ুবের চোট থাকলেও তাতে সমস্যা হবে না বলে♋ই মনে করছেন রিজওয়ান।
আরও পড়ুন-‘আজকে আমরা রেফারি ক⛄িনতে পারিনি’, বাগান সচিবের খোঁচা ল🥀ালহলুদকে! ISLর সূচিতেও অখুশি
বাবর আজমের ওপর ভরসা রাখছেন অধিনায়ক
মজার ছলেই পাক🦂িস্তান দলের অধিনায়ক মহম্মদ রিজওয়ান অগাধ আস্থা দেখালেন দলের প্র✨াক্তন অধিনায়ক বাবর আজমের ওপর। ত্রিদেশীয় সিরিজ শুরুর আগে সাংবাদিক সম্মেলনে পাকিস্তানের ওপেনিং অর্ডারে সাইম আয়ুবের না থাকা নিয়ে প্রশ্ন করা হয়, আর তাতেই রিজওয়ান বলেন, ‘ইসকা জবাব মে হাসান নে এক বাত কি থি না, কিং কর লেগা ’।
বাবর আজমকে কিং বলছেন মহম্মদ রিজওয়ান
প্রসঙ্গত এই কথার মধ্যে দিয়েই বাবর আজমকে কিং বলে সম্বোধন করেছেন রিজওয়ান, এবং তাঁর দক্ষতার ওপরও ভরসা রাখার কথা বুঝিয়েছেন তিনি। ২০২৪ সালে টি২০ বিশ্বকাপের পর বাবর আজমের ব্যাটে রানের খরায় যখন অনেক সমালোচনা হচ্ছে তখন তাঁর পাশে দাঁড়িয়েই প্রথম ‘কিং কর লেগা ’ মন্তব্যটি করেছিলেন পাকিস্তানের পেসার 💎হাসান আলি।
আজ থেকে শুরু ত্রিদেশীয় সিরিজ-
ফেব্রুয়ারির ৮ তারিখ অর্থাৎ শনিবার থেকে গদ♈্দাফি স্টেডিয়ামে শুরু হচ্ছে পাকিস্তান, নিউজিল্যান্ড এবং সাউথ আফ্রিকাকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ। প্রথম দিনে অর্থাৎ আজ দুপুর ২.৩০টায় নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে পাকিস্তান। আয়ুবের পরিবর্তে ওপেনিং কম্বিনেশন সেট করে নেওয়াই তাই প্রধান কাজ হতে চলেছে মহম্মদ রিজওয়ানের কা🙈ছে।
দঃ আফ্রিকায় জোড়া শতরান আয়ুবের-
দঃ আফ্রিকায় খেলতে গিয়ে বাঁহাতি ব্যাটার সাইম আয়ুব ব্যাক টু ব্যাক শতরান করেছিলেন। এছাড়াও ২২ বছর বয়সী এই ব্যাটারের জিম্বাবোয়েতেও রয়েছে শতরান। টি২০ এবং ওডিআইতে তিনি ধারাবাহিকভাবে ভালো পারফরমেন্স করায় তাঁকে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে রাখতে চেয়েছিল পিসিবি, কিন্তু জানুয়ারির শুর🐷ু গোড়ালিতে চোটের পর এখন তিনি ইংল্যান্ডে রিহ্যাব করছেন।