আইএসএলে দুরন্ত জয় পেয়েছে মোহনবাগান। বুধবার পঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-০ গোলে জিতে আইএসএল শিল্ড জয়ের দিকে একধাপ এগিয়ে বাগান।꧃ যা পরিস্থিতি তাতে বাগানকে এই মূহূর্তে হারাতে পারে একমাত্র মোহনবাগানই। কারণ যে ফুটবল মোহনবাগান ফুটবলাররা খেলছেন, সেটা যে তাঁদের ১০০ শতাংশ নয় সেকথা নিজেরাও তাঁরা জানেন। কিন্তু আধা ফিট স্টুয়ার্ট বা অফ ফর্মে থাকা ম্যাকলারেনও যা খেলছেন সেটাও আইএসএলের মান অনুযায়ী যথেষ্টই ভালো, সেই কারণে এক ঝাঁক তারকাকে মাঠের বাইরে রেখেও মোহনবাগান জিতছে।
রিজার্ভ বেঞ্চের শক্তিতেই জিতছে মোহনবাগান
পঞ্জাব ম্যাচে সাহাল উঠে গেছিলেন চোট পেয়ে। ছিলেন না আ♏পুইয়া। এমনিতেই চোটের জন্য নেই অনিরুদ্ধ থাপা। টম আলদ্রেডও খেলতে পারেননি কার্ড সমস্যায়। কিন্তু তাতেও মোহনবাগানের জয় থেমে থাকেনি। প্রথমার্ধে একবারও গোলের মুখ খুলতে না পারলেও দ্বিতীয়ার্ধে তিন গোল করে ফেলে সবুজ মেরুন শিবির। আর এরপরই প্রꦿতিবেশি ক্লাব ইস্টবেঙ্গলকে একহাত নিতে ছাড়লেন না মোহনবাগানের সচিন দেবাশিস দত্ত।
ম্যাচ বাকি থাকতেই চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ
কয়েক সপ্তাহ আগেই ইস্টবেঙ্গলের ম্যাচের সময় এক টিফো নিয়ে হাজির হয়েছিলেন লালহলুদ সমর🌟্থকরা। যেখানে বোঝানো হয়েছিল মোহনবাগান আইএসএলের ম্যাচে জিতছে রেফারিদের দয়ায়। এবার তাঁরই পাল্টা দিয়ে খোঁচা দিলেন দেবাশিস দত্ত। মোহনবাগানের আরা বাকি রয়েছে লিগ স্টেজে চার ম্যাচ, এর মধ্যে ৭ পয়েন্ট এলেই সরাসরি চ্যাম্পিয়ন হবে বাগান, আর যদি গোয়া বা জামশেদপুর এর মধ্যে পয়েন্ট নষ্ট করে তাহলে ১-২ ম্যাচ বাকি থাকতেই চ্যাম্পিয়ন হয়ে যাওয়ার সুযোগ থাকবে বাগানের।
ইস্টবেঙ্গলকে খোঁচা মোহনবাগান সচিবের
লিগ টেবিলে সেখানে ইস্টবেঙ্গলের স্থান ১০ নম্বরে, ১৮ ম্যাচে ১৮ পয়েন্ট। তাই লালহলুদ সমর্থকদের একপ্রকার খোঁচা দিয়েই মোহনবাগান সচিন দেবাশিস দত্ত বলছেন, ‘আজকে আমরা চরম ব্যর্থ কারণ আজকে আমরা রেফারি কিনতে পারিনি। তাই আমাদের জেনুইন পেনাল্টি পায়নি। তবে রেফারꦰি না কিনেও যে তিন গোলে জেতা যায় সেটাই আজ বোঝা গেল। আর সেই কারণেই আমরা এক নম্বরে রয়েছি। ৯-১০ নম্বর দল আমাদের বিপক্ষ হয় নাকি। পরের ম্যাচে একটা নেগেটিভ পয়েন্ট আছে। আজকে খেলা হল ৫ তারিখ, এরপরের হোম ম্যাচ আবার ২৩ তারিখ। ফলে টেম্পো নষ্ট হবে। আশা করি আমরা পরের ম্যাচ বের করতে পারব ’।
দীপেন্দুর প্রশংসায় বাগান সচিব
এরপর মোহনবাগানের ডিফেন্সের নায়ক দীপেন্দু বিশ্বাসেরও প𒆙্রশংসা করেন বাগান সচিব। তিনি বলেন, ‘আমি আগেরদিনও বলেছি দীপেন্দু অসাধারণ খেলেছে। সা🍌তটা ম্যাচে দীপেন্দু খেলেছে এর মধ্যে পাঁচটা ক্লিনশিট রেখেছে। আমাদের সেকন্ড লাইন আপ কতটা ভালো, সেটাই প্রমাণ হল। অনেকে বলে বাংলার প্লেয়ার মোহনবাগানে নেই, কিন্তু ছটফট করলে হবে না। আমরা তো বাংলার প্লেয়ার তুলে আনছি। আমরা ঠিক ভালো ভালো বাংলার প্লেয়ার তুলে নিয়ে আসব ’।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।