🔥 তিন ফরম্যাটের ক্রিকেটেই অভিষেক ম্যাচে তিনটি করে উইকেট নেওয়ার বিরল নজির গড়েছেন হর্ষিত রানা। ওডিআইতে বৃহস্পতিবারই অভিষেক হয়েছিল দিল্লির এই পেসারের। আর্শদীপ সিংয়ের পরিবর্তে তাঁকে সুযোগ দিয়ে দেখে নেন গৌতম গম্ভীর-রোহিত শর্মা। জসপ্রীত বুমরাহ খেলতে না পারলে চ্যাম্পিয়ন্স ট্রফির কম্বিনেশন কেমন হবে, তা স্থির করতে চাইছে টিম ম্যানেজমেন্ট।
🤪আরও পড়ুন-ফর্ম্যাট বদলের সঙ্গে সঙ্গেই ফর্মে ফিরবেন রোহিত-বিরাট! আশায় প্রাক্তন ব্যাটিং কোচ
তিন তারকাকে আউট করেন হর্ষিত
💝ইংল্যান্ডের বিরুদ্ধে নিজের ওডিআই কেরিয়ারের দ্বিতীয় ওভারেই মেডেন উইকেট নিয়ে তিনি বুঝিয়ে দিয়েছিলেন, তাঁর মধ্যে দম রয়েছে। তবে নাইটদের প্রাক্তনদের সতীর্থ ফিল সল্ট হঠাৎই রুদ্রমূর্তি ধারণ করে তাঁর এক ওভারে ২৬ রান তুলে আত্মবিশ্বাসে বড় ধাক্কা দিয়েছিলেন। তবে অধিনায়ক রোহিত শর্মাই সেই সময় এগিয়ে দিয়ে হর্ষিতকে দেন টোটকা, যা কাজে লাগাতেই ফল আসে হাতে নাতে। ডাকেট, ব্রুক, লিভিংস্টোনকে আউট করেন তিনি।
🍌আরও পড়ুন-‘ব্যালন ডি অরের কোনও বিশ্বাসযোগ্যতা নেই! আমিই সবথেকে…’ মেসিকে খোঁচা রোনাল্ডোর?
কোন মন্ত্রে ইংল্যান্ডের বিরুদ্ধে ৩ উইকেট রানার-
꧙হর্ষিত রানা বলছেন, ‘ইংল্যান্ডের ক্রিকেটাররা রুম পাওয়ার চেষ্টা করছিল, মানে হাত খুলে শট খেলার জন্য জায়গা চাইছিল। কিন্তু রোহিতভাই আমায় বলেছিল একদম টাইট বোলিং করতে, যাতে ওরা হাত খোলার সুযোগ না পায়। আমি সেটাই করার চেষ্টা করেছি, আর তাতেই ফল এসেছে ’।
🍒আরও পড়ুন-‘আজকে আমরা রেফারি কিনতে পারিনি’, বাগান সচিবের খোঁচা লালহলুদকে! ISLর সূচিতেও অখুশি
৩ মাসের মধ্যে তিন ফরম্যাটে অভিষেক
♓কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে দুরন্ত পারফরমেন্সের পর জাতীয় দলে সুযোগ পান তিনি। ঘরোয়া ক্রিকেটে তেমন ম্যাচ খেলেননি দিল্লির এই পেসার। তবে ভারতীয় দলের হয়ে শেষ তিন মাসে তিন ফরম্যাটেই অভিষেক হয়েছে নাইট পেসারের। ইংল্যান্ডের বিরুদ্ধে দলের জয়ে অবদান রাখার পর রানা বলছেন, ‘এটা আমার কাছে স্বপ্নের মতো। কিন্তু আমি অনেক অনেক পরিশ্রম করেছি এই দিনটার জন্য। তাই আমার মনে হয় সেদিনে পরিশ্রমের ফসলও আমি এখন পাচ্ছি ’।
🤪এক ওভারে সল্টের বিরুদ্ধে ২৬ রান দেওয়ার পর তিনি এক বাজে রেকর্ডও গড়েন। কারণ অভিষেক ম্যাচে কোনও এক ওভারে সব থেকে বেশি রান দেওয়া বোলারদের মধ্যে সবার ওপরেই তাঁর নাম থাকবে। কিন্তু এত কিছুর পরেও রোহিত শর্মা রাখেন তাঁর ওপর। পাওয়ারপ্লেতে ফের তাঁর হাতে বল তুলে দিতেই চার বলের ব্যবধানে জোড়া উইকেট নেন তিনি। ডাকেটের দুরন্ত ক্যাচ নিয়ে ফেরান যশস্বী এরপর ব্রুকের ক্যাচ নেন রাহুল।