💮 টেস্ট ক্রিকেটে ১৬০ রানের ইনিংস খেলা অত্যন্ত কৃতিত্বের হিসেবেই বিবেচিত হয়। ওয়ান ডে ক্রিকেটে কেউ ১৬০ রানের ইনিংস খেললে তাকে অসাধারণ বলতেই হয়। তবে টি-২০'র থেকেও ছোট ১৫ ওভারের ক্রিকেট ম্যাচে কোনও ব্যাটার ১৬০ রানের ইনিংস খেললে তাকে অবিশ্বাস্য হলা ছাড়া উপায় নেই। সোমবার ঠিক তেমনই অবিশ্বাস্য কাণ্ড ঘটালেন মার্টিন গাপ্তিল।
🐎সোমবার রায়পুরে লেজেন্ড ৯০ লিগের ম্যাচে সম্মুখসমরে নামে ছত্তিশগড় ওয়ারিয়র্স ও বিগ বয়েজ ইউনিকারি। ম্যাচে ছত্তিশগড়ের হয়ে মাঠে নামেন মার্টিন গাপ্তিল। টস জিতে শুরুতে ব্যাট করতে নামে ছত্তিশগড়। তারা নির্ধারিত ১৫ ওভারে কোনও উইকেট না হারিয়ে ২৪০ রানের বিশাল ইনিংস গড়ে তোলে। সৌজন্যে, মার্টিন গাপ্তিলের ধুমধাড়াক্কা ব্যাটিং।
বিধ্বংসী শতরান মার্টিন গাপ্তিলের
ඣঋষি ধাওয়ানকে নিয়ে ওপেন করতে নামেন গাপ্তিল। কিউয়ি তারকা মাত্র ১৯ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন। তিনি শতরানের গণ্ডি টপকান মাত্র ৩৪ বলে। শেষমেশ ৪৯ বলে ১৬০ রানের বিধ্বংসী ইনিংস খেলে অপরাজিত থাকেন গাপ্তিল। এমন ধুমধাড়াক্কা ইনিংস খেলার পথে গাপ্তিল মোট ১২টি চার ও ১৬টি ছক্কা মারেন।
🍃পিছিয়ে থাকেননি অপর ওপেনার ঋষি ধাওয়ানও। তিনি ৩২ বলে ব্যক্তিগত অর্ধশতরান পূর্ণ করেন। শেষ পর্যন্ত ৪২ বলে ৭৬ রানের আগ্রাসী ইনিংস খেলে নট-আউট থাকেন ধাওয়ান। তিনি ৭টি চার ও ৪টি ছক্কা হাঁকান। সুতরাং, ছত্তিশগড় ওয়ারিয়র্সের দুই ওপেনার সাকুল্যে ১৯টি চার ও ২০টি ছক্কা মারেন।
🍌বিগ বয়েজের ইশান মালহোত্রা ১ ওভার বল করে ২৯ রান খরচ করেন। তাঁর ওভারে ৪টি ছক্কা ও ১টি চার মারেন গাপ্তিল। সঙ্গত কারণেই বিস্তর রান খরচ করেও উইকেট পাননি বিগ বয়েজের কোনও বোলার।
বিরাট জয় ছত্তিশগড় ওয়ারিয়র্সের
💝পালটা ব্যাট করতে নেমে বিগ বয়েজ নির্ধারিত ১৫ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১৫১ রানে আটকে যায়। ৮৯ রানের বিশাল ব্যবধানে ম্যাচ জেতে ছত্তিশগড় ওয়ারিয়র্স। বিগ বয়েজের রবিন বিস্ট লড়াকু হাফ-সেঞ্চুরি করেন। তিনি ৭টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৩৩ বলে ৫৫ রান করে নট-আউট থাকেন।
ꦗসৌরভ তিওয়ারি করেন ২১ বলে ৩৭ রান। তিনি ৪টি চার ও ২টি ছক্কা মারেন। ৩টি বাউন্ডারির সাহায্যে ১৫ বলে ২২ রান করেন আসেলা গুণরত্নে। ছত্তিশগড়ের হয়ে ১৯ রানের বিনিময়ে ২টি উইকেট নেন মনন শর্মা। ১টি করে উইকেট নেন অভিমন্যু মিঠুন ও কালিম খান। স্বাভাবিকভাবেই ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন মার্টিন গাপ্তিল।