🙈 নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে ঘটলো অদ্ভুত ঘটনা। অবশ্য অদ্ভুত বললে ভুল বলা হবে, বিরল ঘটনা বলাই যায়। দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল সেই ম্যাচ হেরে গেল নিউজিল্যান্ডের বিরুদ্ধে। কিউয়িদের তারকা ব্যাটার কেন উইলিয়ামসন অসাধারণ শতরান করলেন। ওপেনিং করতে নেমে ডেভন কনওয়ে করলেন ৯৭ রান। তবে টুইস্ট এখানে নেই।
💛ম্যাচে টুইস্ট লাগে যখন নিউজিল্যান্ড দল ব্যাটিং করছিল তখন দক্ষিণ আফ্রিকার কোচকে কিনা মাঠে নামতে হলো ফিল্ডিং করতে। হ্যাঁ এমনই বিরল ঘটনা ঘটলো পাকিস্তানের লাহোরে দক্ষিণ আফ্রিকা বনাম নিউজিল্যান্ডের ওডিআই ম্যাচে। চ্যাম্পিয়ন্স ট্রফির স্টেজ রিহার্সাল হিসেবে এই ম্যাচকে বেছে নিয়েছে পাকিস্তান, সাউথ আফ্রিকা এবং নিউজিল্যান্ড। কিন্তু সেখানে দক্ষিণ আফ্রিকা দলের সাবস্টিটিউট ক্রিকেটারের সংখ্যা কম থাকায় ফিল্ডিং কোচ ওয়ান্ডিল ওয়াভুকে নামতে হলো মাঠে।
ꦗআরও পড়ুন-শততম টেস্টে ক্রিকেটকে বিদায়! শেষ ইনিংসে করুণারত্নে করলেন ১৪, দুই ইনিংস মিলিয়ে ৫০
১ ওভারের জন্য ফিল্ডিং কোচের-
♓দক্ষিণ আফ্রিকা দলের ফিল্ডিং কোচ ওয়ান্ডিল ওয়াভু এক ওভারের জন্য নিউজিল্যান্ডের ব্যাটিং চলাকালীন ফিল্ডিং কাটলেন। আসলে নিয়ম রয়েছে কোন দলের যদি পরিবর্ত ক্রিকেটার হিসেবে অতিরিক্ত কেউ না থাকে সেক্ষেত্রে দলের কোচিং স্টাফরা সেই কাজ করতে পারেন, অর্থাৎ ফিল্ডিং করতে পারেন। যেমন এর আগে দক্ষিণ আফ্রিকা দলের এমনই এক পরিস্থিতিতে প্রাক্তন ক্রিকেটার জে পি ডুমিনিকেও দেখা গেছিল ফিল্ডিং কাটতে। এক ওভার ফিল্ডিং করার পর দক্ষিণ আফ্রিকার ফিল্ডিং কোচ উঠে যান।
পল কলিংউড-জর্জ বেলিরাও করেন ফিল্ডিং-
✃কিছুদিন আগে ভারতেও দেখা গেছিল ইংল্যান্ডের মার্কাস ট্রেসকোথিক এবং পল কলিংউড এসে ফিল্ডিং করেছিলেন। এছাড়াও অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক জর্জ বেলিকেও দেখা গেছিল অস্ট্রেলিয়ার একটি ম্যাচের সময় ফিল্ডিং করতে। তাই বিরল ঘটনা হলেও নজিরবিহীনও নয় দক্ষিণ আফ্রিকার ফিল্ডিং কোচের এই ফিল্ডিং কাটা। ম্যাচে ৬ উইকেট হাতে রেখেই ২ ওভার বাকি থাকতেই সহজ জয় তুলে নেয় নিউজিল্যান্ড।
♛আরও পড়ুন-আয়ুবের চোট, ICC চ্যাম্পিয়ন্স ট্রফিতে ওপেনার কে? রিজওয়ান বলছেন, ‘কিং কর লেগা’,
চার নতুন ক্রিকেটারের অভিষেক
൩অবশ্য দক্ষিণ আফ্রিকার এই পরিস্থিতির কারণ তাদের প্রথম একাদশের তেমন নাম করা ক্রিকেটাররা কেউই সেভাবে এই সিরিজে আসেননি। অধিকাংশ ক্ষেত্রেই এই সিরিজে নতুন ক্রিকেটারদের সুযোগ দিয়ে অভিষেক করানো হয়েছে। যেমন এই ম্যাচেই চারজন নবাগত ক্রিকেটারকে অভিষেক করানো হয়। ফলে সেই দিক থেকে দাঁড়িয়ে দক্ষিণ আফ্রিকার ৩০৪ রান তোলা এবং প্রায় ৪৯ ওভার পর্যন্ত ম্যাচ আটকে রাখাকে কৃতিত্ব হিসেবেই দেখছে ক্রিকেটমহল।