𓆉 সকলেই জানেন এড শিরান অরিজিৎ সিংয়ের ঠিক কত বড় গুণমুগ্ধ। তাঁরা এর আগে একসঙ্গে মঞ্চে পারফর্মও করেছেন। কিন্তু এদিন তিনি শিলং যাওয়ার পথে যে কাণ্ড ঘটালেন তাতে চমকিত তাঁদের অনুরাগীরা। কলকাতায় পা রেখেই সোজা মুর্শিদাবাদ চলে আসেন শিরান অরিজিতের সঙ্গে দেখা করবেন বলে।
কী ঘটেছে?
🐻এড শিরান বর্তমানে ভারতে আছেন। গত ৯ ফেব্রুয়ারি থেকে তাঁর ভারত সফর শুরু হয়েছে বেঙ্গালুরু কনসার্ট দিয়ে। এরপর তাঁর আগামী কনসার্ট শিলংয়ে। আর সেটার জন্যই তিনি এদিন বেঙ্গালুরু থেকে শিলং যাওয়ার জন্য যখন কলকাতায় নামেন তখন তিনি সোজা সেখান থেকে মুর্শিদাবাদের জিয়াগঞ্জে চলে আসেন অরিজিৎ সিংয়ের বাড়িতে তাঁর সঙ্গে দেখা করবেন বলে। গায়কের বাড়িতে বেশ কিছুক্ষণ বাড়িতে ছিলেন এই ব্রিটিশ পপস্টার।
🐈এরপরই তাঁদের গঙ্গাবক্ষে নৌকাবিহার করতে দেখা যায়। হ্যাঁ, এড শিরানের ইচ্ছা মতো তাঁকে নিয়ে এদিন সূর্যাস্তের সময় গঙ্গাবক্ষে নৌকাবিহার করেন অরিজিৎ। ৩০ মিনিট ধরে নৌকা চড়েন তাঁরা। তোলেন ছবিও। এদিন অরিজিৎ এবং শিরানকে দেখতে গঙ্গার ধারে ভিড় জমিয়েছিলেন অনেকে। তারপর সেখান থেকে আবার গায়কের বাড়ি ফিরে আসেন দুজনে।
অরিজিতের স্কুটিতে এড শিরান
🧔শুধুই কি তাই? স্ত্রীকে নিয়ে, বা একাই যেমন স্কুটি চেপে নিজের শহর ঘুরে বেড়ান, ঠিক তেমন ভাবেই এদিন অরিজিৎ সিং তাঁর স্কুটির পিছনে এড শিরানকে বসিয়ে জিয়াগঞ্জ ঘুরে বেড়ান। ঘুরিয়ে দেখান নিজের শহর। আর তাঁদের বন্ধুত্বের এই দিন যাপনের নানা টুকরো ছবি এদিন ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। জানা গিয়েছে তাঁরা এদিন একটি মিউজিক ভিডিয়ো শ্যুট করেছেন।
আরও পড়ুন: 𓄧টলিউডে কাস্টিং কাউচের বাড়বাড়ন্ত! নামী ফটোগ্রাফারের নাম করে অর্ধনগ্ন শ্যুট করে ব্ল্যাকমেল তরুণীদের
𝓰এই বিষয়ে জানিয়ে রাখা ভালো এড শিরান বারবার নিজেকে অরিজিৎ সিংয়ের একনিষ্ঠ ভক্ত বলে পরিচয় দিয়েছেন। গত সেপ্টেম্বরে লন্ডনের স্পেশাল কনসার্টে এক মঞ্চে তাঁদের দেখা গিয়েছিল।