🐻 রাত পোহালেই ভ্যালেন্টাইন্স ডে। চলছে প্রেমের সপ্তাহে। আর সেই সময়ই বলিউডের অন্যতম চর্চিত আর পাওয়ার কাপল সোনাক্ষী সিনহা এবং জাহির ইকবাল তাঁদের প্রেমের নানা গোপন কথা ফাঁস করলেন। সোনাক্ষী সিনহা এবং জাহির ইকবাল কিছু বছর চুটিয়ে প্রেম করার পর ২০২৪ সালে সাতপাকে বাঁধা পড়েন তাঁরা। জাহির ইকবাল ভ্যালেন্টাইন্স ডের আগে জানালেন তাঁরা এখনও পর্যন্ত ৩৫৭ বার প্রেম করেছেন। আর কী বললেন?
কী জানালেন সোনাক্ষী ইবনে জাহির?
♒এদিন HT City Showstoppers এ এসে জাহির ইকবাল জানান তাঁরা প্রথমবার মুম্বইয়ের পালি ভবনে দেখা করেছিলেন। সেটা শুনেই সোনাক্ষী বলেন, 'ওটা ডেট ছিল সেই হিসেব মতো। আরও দুজন ছিল সেখানে।' জবাবে জাহির বলেন, 'ও চেয়েছিল ওটা ডেট হোক। কিন্তু আবার বন্ধুদেরও ডেকে নিয়েছিল যেহেতু আমার সঙ্গে প্রথমবার দেখা করতে এসেছিল। আমি ভেবেছিলাম ওটা ডেট।'
꧅সাফাইয়ে শত্রুঘ্ন কন্যা বলেন, 'আমি চেয়েছিলাম আমার বন্ধুগুলো ওকে যাচাই করে দেখুক।' জাহির তাই এদিন মজা করে বলেন, 'ফলে ওর জন্যও ওটা ডেট ছিল, কিন্তু ওর বন্ধুরা আমায় যাচাই করে দেখে নিচ্ছিল। কিন্তু আমি ওখানে গিয়ে যখন দেখলাম আরও দুজন আছে তখন বুঝলাম ওটা ডেট নয়। তাই আমাদের প্রথম ডেট একে অন্যের সঙ্গে ছিল না।'
♎পরিশেষে জাহির জানান তাঁদের দুজনের ডেট ছিল বান্দ্রার সল্ট ওয়াটার ক্যাফেতে। শুধু তাই নয়, তিনি এদিন বলেন তাঁরা এখনও পর্যন্ত ৩৫৭ বার ডেট করেছেন আর সব ওখানেই।
আরও পড়ুন: ✅ছাবার প্রচারের মাঝেই মহাকুম্ভে ভিকি কৌশল! লঞ্চে করে পৌঁছলেন ত্রিবেণী, স্নান করলেন কি?
💮২০২৪ সালের ২৩ জুন পরিবারের উপস্থিতিতে আইনি বিয়ে করেন সোনাক্ষী সিনহা এবং জাহির ইকবাল। অভিনেত্রীর বিয়েতে ছিলেন না তাঁর ভাইরা। তবে মা বাবা উপস্থিত ছিলেন। বিয়ের পর জমাটি একটি রিসেপশনও অনুষ্ঠিত হয়েছিল তাঁদের।