কিছুদিন আগে রণবীর আল্লাহবাড়িয়া বাবা মায়ের সঙ্গম নিয়ে যে ব🅷েফাঁস মন্তব্য করে বিপাকে পড়েছেন সেটা তিনি 🌟সময় রায়নার শো ইন্ডিয়াস গট লেটেন্টে গিয়েই বলেছেন। আর সেই ঘটনার জেরেই ইতিমধ্যেই জাতীয় মহিলা কমিশনের তরফে তাঁদের তলব করা হয়েছে। এবার মহারাষ্ট্র সাইবার সেলের তরফে ডাক পাঠানো হল সময় রায়নাকে। জবাবে কী বললেন তিনি?
কী ঘটেছে?
ইন্ডিয়াস গট লেটেন্ট শোতে রণবীর আল্লাহবাড়িয়ཧার করা মন্তব্যের জেরে এই নিয়ে দ্বিতীয়বার একই সপ্তাহের মধ্যে সময় রায়নাকে ডেকে পাঠাল মহারাষ্ট্র সাইবার সেল। কিন্তু এদিন স্ট্যান্ড আপ কমেডিয়ান জানিয়ে দেন যে তিনি বর্তমানে আমেরিকায় আছেন। আগামী ১৭ মার্চ তিনি ফিরবেন দেশে। তাই শমনের জবাব দিতে কিছু দ🔥িন চেয়েছেন তিনি।
জানা গিয়েছে এখনও পর্যন্ত এই কেসে মুম্বই পুলিশ ৭ জন ব্যক্তির বয়ান রেকর্ড করেছে, এঁদের মধ্যে আছেন ইউটিউবার অপূর্বা মাখিজা, প্রমুখ। দুই একদিনের মধ্যে রণবীর আল্লাহবাড়িয়াও পুলিশের মুখোমুখি হবেন বলেই জানা গিয়েছে। এই তথ্য PTI কে পুলিশের তরফে জানা🔴নো হয়েছে।
মহারাষ্ট্র সাইবার বি👍ভাগের তরফে এই কেসে ৪০ জনকে ডেকে পাঠানো হয়েছে। এঁদের মধ্যে যেমন বি😼চারকরা আছেন, তেমনি আছেন প্রতিযোগীরাও।
খালি মুဣম্বই পুলিশ যে এই কেসের তদন্ত করছে সেটা নয়, গুয়াহাটি পুলিশের তরফে Beerbiceps সহ মোট ৪ জনের নামে কেস ফাইল করা হয়েছে। তাঁদের একটি টিম মুম্বইতে এসেছে তদন্ত করতে।
অন্যদিকে জাতীয় মহিলা কমিশনের তরফে ইউটিউবাররা ইন্ডিয়াস গট লেটেন্ট শোতে যে অবমাননাকর মন্তব্য করেছে সেটার তীব্র বিরোধিতা করেছে। রণবীর আল্লাহবাড়িয়ার বলা নোংরা এবং আপত্তিকর মন্তব্যগুলোকে কড়া ভাবে দেখছেন বলেও জানিয়েছেন। কেবল রণবীর নন, সময় রায়না, অপূর্বা মাখিজা, জসপ্রীত সিং, আশিষ চঞ্চলানির বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করেছেন। জাতীয় মহিলা কমিশনের তরফে জানানো হয়েছে, 'এই মন্তব্যগুলো জনসাধারণের মধ্যে খুব তৈরি করেছে, সম্মান নষ্ট করেছে।' আর সেই কারণেই জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন শ্রীমতী বিজয়া✱ রাহাতকর তাঁদের তলব করেছেন। আগামী ১৭ ফেব্রুয়ারি রণবীর আল্লাহবাড়িয়া, সময় রায়না, অপূর্বা মাখ🅺িজা, জসপ্রীত সিং, আশিষ চঞ্চলানি, তুষার পূজারী এবং সৌরভ বোথরাকে ডেকে পাঠানো হয়েছে। সেদিন দুপুর ১২ টায় তাঁদের জাতীয় মহিলা কমিশনের নিউ দিল্লির অফিসে যেতে বলা হয়েছে।
আরও পড়ুন: ছাবার প্রচারের মাঝেই মহাকুম্ভে ভিকি কৌশল! লঞ্চে করেꦯ পৌঁছলেন ত্রিবেণী, স্নান করলেন কি?
শুধু তাই নয়, ব্যাপারটা গড়িয়েছে মুম্বই কমিশনার, মহারাষ্ট্র ওমেন্স কমিশনের কাছ পর্যন্ত। শুধু তাই নয়, এদিন জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের বাড়িতে পুলিশ পর্যন্ত আসে। ক্ষমা চাওয়ার পরও ভেজেনি চিঁড়ে, উল্টে ঘটনার তীব্র বিরোধিতা করেছেন অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীস সহ🃏 কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শ্রীনাথ, প্রমুখ।