নারকেলডাঙার বস্তি এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় এবার 🔯আরও বিপাকে পড়লেন স্থানীয় কাউন্সিলর তথা তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতা সচিন সিং। এর আগেই এই ঘটনায় তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছিল। আর, এবার তাঁর হাতে ধরানো হল শোকজ নোটিশ! সূত্রের দাবি, তাঁকে কলকাতা পুরনিগমের পক্ষ থেকে শোকজ করা হয়েছে। সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, সেই শোকজ পাওয়ার কথা স্বীকারও করেছেন সচিন।
সূত্রের খবর, কলকাতা পুরনিগমের শাসক✤দল তৃণমূল কংগ্রেসের মুখ্য সচেতক বাপ্পাদিত্য দাশগুপ্ত বুধবার সচিন সিংকে এই শোকজ নোটিশ বা কারণ দর্শানোর চিঠি পাঠিয়েছেন। সূত্রের আরও দাবি, এই নোটিশ পাঠানো হয়েছে কলকাতার মেয়র ফিরহাদ (ববি) হাকিমের নির্দেশে।
প্রতিবেদনে প্রকাশ, সচিন সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তিনি ওই চিঠি পেয়েছেন। এবং সেই শোকজের প্রেক♎্ষিতে যা জানানোর, তা তিনি তাঁর দলকেই জানাবেন।
উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি কলকাতা পুরনিগমের ৩৮ নম্বর ওয়ার্ডের অন্তর্গত নারকেলডাঙা বস্🥃তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে♓র ঘটনা ঘটে। খাল পাড় সংলগ্ন ওই বস্তির ৩০টিরও বেশি ঝুপড়ি পুড়ে খাক হয়ে যায়। সর্বস্ব হারিয়ে নিঃস হয়ে যায় বহু পরিবার। এমনকী, এক ব্যক্তির মৃত্যু পর্যন্ত হয়।
স্থানীয় বাসিন্দা এবং আক্রান্তরা এই ঘটনার জন্য সরাসরি স্থানীয় কাউন্সিলর সচিন সিংকেই দায়ী করেন। তাঁরা অভিযোগ করেন, ꧅কাউন্সিলর এলাকায় তোলাবাজি করেন।🎐 এবং তোলা আদায়ের জন্যই নাকি তিনি খাল পাড়ে একটি গুদাম ঘর তৈরির অনুমতি দিয়েছিলেন। সেই গুদাম থেকে আগুন লাগে ও ছড়িয়ে পড়ে বলে অভিযোগ তোলা হয় বাসিন্দাদের পক্ষ থেকে।
এমনকী, আগুন লাগার পর মেয়র ববি হাকিম যখন এলাকা পরিদর্শনে যান, তখন তাঁর সামনেই আক্রান্তরা ক্ষোভ✤ে ফেটে পড়েন। এমনকী, মেয়রের সাম🌱নেই কাউন্সিলরকে উদ্দেশ করে 'চোর চোর' স্লোগান পর্যন্ত দেওয়া হয়। পালটা কাউন্সিলরের অনুগামীরাও স্লোগান তোলেন।
মেয়র ঘটনাস্থল ছাড়ার পর উত্তেজনা আরও বাড়ে। একদিকে স্থানীয় বাসিন্দা ও আক্রান্ত পরিবারের সদস্যরা এবং উলটোদিকে কাউন্সিলরের অনুগামীদের মধ্যে কার্যত সংঘর্ষ বেধে যায়। পরবর্তীতে এই ঘটনায় যুযুধান দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করে। তাত♕ে শ্লীলতাহানি থেকে শুরু করে অস্ত্র নিয়ে হামলা - এমন একাধিক বিষয় নিয়েই পরস্পরকে কাঠগড়ায় তোলা হয়।
আর এবার সেই ঘটনাতেই স্থানীয় কাউন্সিলরকে পুর কর্তৃপক্ষের তরফে শোকজ নোটিশ পাঠানো হল। যদিও তাতে ঠিক কী কী বিষয় জানতে চাওয়া হয়েছে, সেই সম্পর্কে এখনও ♍পর্যন্ত ন🥃ির্দিষ্ট করে নির্ভরযোগ্য কোনও তথ্য পাওয়া যায়নি।