𓃲 এদিন একটি ভিডিয়ো দারুণ ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে এক যুবতী মঞ্চে নাচ করছেন। না চমক সেটা নয়। চমক এটা যে তিনি গর্ভবতী। এবং তাঁর শেষ ট্রাইমেস্টার চলছে। সেই অবস্থায় তিনি গোটা মঞ্চ দাপিয়ে পারফর্ম করছেন।
আরও পড়ুন: 💦টলিউডে কাস্টিং কাউচের বাড়বাড়ন্ত! নামী ফটোগ্রাফারের নাম করে অর্ধনগ্ন শ্যুট করে ব্ল্যাকমেল তরুণীদের
কী ঘটেছে?
🌌এদিন যে ভিডিয়োটি ভাইরাল হয়েছে সেটা মৃত্তিকা দত্ত কর্মকার নামক এক মহিলার প্রোফাইলের তরফে পোস্ট করা হয়েছে। সেখানে তাঁকে ভুল ভুলাইয়া ছবিটি থেকে মেরে ঢোলনা গানটিতে নাচতে দেখা যাচ্ছে। তাঁর পরনে স্কার্ট, ব্লাউজ। আর মাঝে উন্মুক্ত বেবি বাম্প। হ্যাঁ, ৭ মাসের গর্ভাবস্থায় তিনি পারফর্ম করছেন। গোটা মঞ্চ দাপিয়ে তালে তালে নাচ করছেন।
🐽এই ভিডিয়োটি তিনি পোস্ট করে লেখেন, 'এই পারফরমেন্স টা আমার কাছে খুব স্পেশাল কারণ এটা আমাদের (তাঁর এবং তাঁর সন্তান) প্রথম ডুয়েট, রানি আর আমার। ও তখন আমার গর্ভে, ৭ মাসের। কত্থক, বেলি ড্যান্সের ফিউশন পারফর্ম করছি। আমি এতদিন একাই এই মুহূর্তটা দারুণ উপভোগ করেছি। আজ সবার সঙ্গে ভাগ করে নিলাম।'
𝕴পোস্ট করতে দেরি আছে, ভাইরাল হতে দেরি হয়নি এই পোস্টের। বহু মানুষ শেয়ার করেছেন এটি। এক ব্যক্তি লেখেন, 'এই পদক্ষেপ নেওয়ার সাহস দেখানোর জন্যই আপনাকে কুর্নিশ।' দ্বিতীয় ব্যক্তি লেখে, 'অনবদ্য। মহিলা হিসেবে তুমি আবার প্রমাণ করলে যে মেয়েরা চাইলে সব কিছু করতে পারে। আপনাকে আর আপনার স্বামী দুজনকেই কুর্নিশ।' তৃতীয় ব্যক্তি লেখেন, 'দুর্ধর্ষ। চোখ ফেরাতে পারলাম না।' চতুর্থ ব্যক্তি লেখেন, 'দুঃসাহস! মুগ্ধ হলাম।' কেউ আবার বিপদের প্রশ্ন তুলেছেন। লিখেছেন, 'এটা করতে গিয়ে যদি নিজের বা বাচ্চাটির ক্ষতি হতো তখন?'
আরও পড়ুন: 🌄ছাত্র আন্দোলনে দিয়েছিলেন যোগ, সেই বাঁধনকেই 'অমাবস্যার চাঁদ' বলে খোঁচা তসলিমার! কেন?