অবশেষে বর্ণময় কেরিয়ারে ইতি ঘটল শ্রীলঙ্কার তারকা ক্রিকেটার ডিমুথ করুনারত্নের। লঙ্কানদের এই ব্যাটার আগেই ঘোষণা করেছিলেন দেশের জার্সিতে আর টেস্টে খেলবেন না তিনি। অস্ট্রেলিয়ার বির𒁃ুদ্ধে গল টেস্টই ছিল তাঁর কেরিয়ারের শেষ ম্যাচ। আর সেখানে মাথা উঁচু করেই মাঠ ছাড়লেন লঙ্কানদের এই প্রাক্তন অধিনায়ক।
আরও পড়ুন-ফর্ম্যাট বদলের সঙ্গে সঙ্গেই 🎶ফর্মে ফিরবেন রোহিত-বিরাট! আশায় প্রাক্তন ব্যাটিং কোচ
লঙ্কান ক্রিকেটের অন্যতম সেরা হিসেবেই বিদায় নেবেন-
শ্রীলঙ্কার ৩৬ বছর বয়সী এই ক্রিকেটার নিজের কেরিয়ারে খেলেছেন ১০০টি টেস্ট ম্যাচ। আর রান সংখ্যা ৭০০০ হাজারের বেশি। এই পরিসংখ্যানই যথেষ্ট টেস্ট ক্রিকেটে তাঁর পারদর্শিতা বোঝানোর জন্য। নিজের শেষ টেস্ট ম্যাচেও দুই ইনিংস মিলিয়ে করুনারত্নে করে গেলেন ৫০ রান। জায়গা করে নিলেন লঙ্কান ক্রিকেটের সেরাদে✤র মধ্যে। দেশকে ৩০ টেস্টে অধিনায়কত্ব করেছেন তিনি। এর মধ্যে সাউথ আফ্রিকার মাটিতে ২-০ সিরিজ জয় তাঁর অধিনায়কত্বের অন্যতম সেরা কীর্তি।
আরও পড়ুন-‘ব্যালন ডি অরের কোনও বিশ্✃বাসযোগ্যতা নেই! আমিই সবথেকে…’ মেসিকে খোঁচা রোনাল্ডোর?
দুই ইনিংস মিলিয়ে করলেন ৫০
প্রথম ইনিংসে করেছিলেন ৩৬ রান। নাথ𝕴ান লিয়নের স্পিন সামলাতে না পেরে বোল্ড আউট হয়ে গেছিলেন, মেরেছিলেন চারটি বাউন্ডারি। আর দ্বিতীয় ইনিংসে তাঁকে আউট করলেন কুহনেম্যান। এবার ১৪ রান করে তিনি ধরা দিলেন অজি উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারির গ্লাভসে। মারেন ১টি বাউন্ডারি।
আরও পড়ুন-‘আজকে আমরা ꦅরেফারি কিনতে পারিনি’, বাগান সচিবের খোঁচা লালহলুদকে! ISLর সূচি🦄তেও অখুশি
টেস্টে করুণারত্বের আগে রানের নিরিখে রয়েছেন কুমার সাঙ্গাকারা, মহেলা জবর্ধনে, অ্যাঞ্জলো ম্যাথিউজরা। ১০০ টেস্টে করুনারত্নের রান সংখ্যা ৭২২২। আউট হওয়ার পর অ্যালেক্স ক্যারি থেকে স্টিভ স্মিথ, নাথান লিয়ন প্রত্যেকেই হাততালি দিয়ে তাঁকে বিদায় জানান। নিজের শেষ ইনিংসের পর এই ব্যাটারও একটু আবেগঘণ হয়ে পড়েছিলেন,ꩲ তবে মূহূর্তের মধ্যেই নিজেকে সামলে নেন।
আগামী প্রতিভাদের সুযোগ করে দিতেই অবসর
নিজের অবসরের সিদ্ধান্ত জানিয়ে করুণারত্নে বলেছিলেন, ‘আমার মনღে হয় এটাই সেরা সময় ছাড়ার। কারণ তিন-চারজন যুব ক্রিকেটাররা রয়েছে যারা আগামী WTC সাইকেলে দলের হয়ে খেলতে পারে। আর গলের মাঠেই আমি আমার অভিষেক করেছিলাম, তাই সেই মাটিতেই আমি আমার শেষ টেস্ট খেলে কেরিয়ার শেষ করতে চাই ’। ২০২৩ সালের পর থেকে ওডিআইতে খেলেননি তিনি, এছাড়াও নিজের কেরিয়ারে কোনওদিনই টি২০তে খেলেননি। ফলে সাম্প্রতিক সময়ের অন্যতম সেরা টেস্ট ব্যাটার হিসেবেই নিজের পরিচয় গড়ে তুলেছিলেন তিনি।