ও নাগপুর ও কটকের প্রথম ২টি ওয়ান ডে ম্যাচে ভারতের কাছে পরাজিত হয়েছে ইংল্যান্ড। সুতরাং, ইতিমধ্যেই ৩ ম্যাচের ওয়ান ডে সিরিজ জয় নিশ্চিত করেছে টিম ইন্ডিয়া। এই অবস্থায় আমদাবাদের তৃতীয় তথা শেষ ওয়ান ডে ম্যাচটি নিছক নিয়মরক্ষার লড়াইয়ে পরিণত হয়েছে বলে মনে হওয়াই স্বাভাবিক। তবে এই ম্যাচেই মানবিক এক উদ্যোগে সামিল হচ্ছে ভারতীয় ক্রিকেট দল।
ܫসোমবার আইসিসি চেয়ারম্যান জয় শাহ সোশ্যাল মিডিয়ায় এই উদ্যোগের কথা জানান। তিনি টুইট করেন যে, আমদাবাদে ভারত-ইংল্যান্ড সিরিজের তৃতীয় ওয়ান ডে ম্যাচের সময় সাধারণ মানুষকে অঙ্গদানে উৎসাহিত করতে প্রচারাভিযান শুরু করতে চলেছেন তাঁরা।
ꦡপরে ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে একটি ভিডিয়ো পোস্ট করা হয়, যেখানে বিরাট কোহলি, হার্দিক পন্ডিয়ারা ভিডিয়ো বার্তায় অঙ্গদানে উৎসাহিত করেন ক্রিকেটপ্রেমীদের। বোর্ডের পোস্ট করা ভিডিয়ো বার্তায় বিরাট কোহলি বলেন, ‘সব থেকে বড় শতরানটা করে ফেলুন। আপনার জীবনের পরেও আপনার অঙ্গ অন্যকে বাঁচতে সাহায্য করবে।’
♎টিম ইন্ডিয়ার ভাইস ক্যাপ্টেন শুভমন গিল বলেন, ‘জীবনের ক্যাপ্টেন হয়ে উঠুন। ক্যাপ্টেন যেভাবে দলকে জয়ের পথে নেতৃত্ব দেন, অঙ্গ দান করে অন্যের জীবনদানে নেতৃত্ব দিন।’
🥀শ্রেয়স আইয়ার বলেন, ‘একজন অঙ্গদাতা ৮ জন পর্যন্ত মানুষের জীবন বাঁচাতে পারেন। মানবিকতার জন্য ছক্কা হাঁকান।’ লোকেশ রাহুল বলেন, ‘চূড়ান্ত উইনিং শটটি আপনিই নিন। আপনার অঙ্গ অন্য কারও জীবনের ম্যাচ উইনিং মোমেন্ট হয়ে দেখা দিতে পারে।’ অক্ষর প্যাটেল বলেন, ‘উদারতায় ক্যাপ্টেন হয়ে দেখা দিন।’ হার্দিক পান্ডিয়ার আবেদন, ‘অঙ্গদানে দৃষ্টান্ত স্থাপন করুন।'
ꦏউল্লেখ্য, নাগপুরের প্রথম ওয়ান ডে ম্যাচে ইংল্যান্ডকে ৪ উইকেটে পরাজিত করে ভারত। শুরুতে ব্যাট করে ইংল্যান্ড ২৪৮ রানে অল-আউট হয়। পালটা ব্যাট করতে নেমে ভারত ৬ উইকেটে ২৫১ রান তুলে ম্যাচ জিতে যায়। শুভমন গিল ১৪টি বাউন্ডারির সাহায্যে ৯৬ বলে ৮৭ রান করে ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন।
ꦿপরে কটকের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচেও ব্রিটিশদের ৪ উইকেটে হারিয়ে দেয় টিম ইন্ডিয়া। এবার শুরুতে ব্যাট করে ইংল্যান্ড ৩০৪ রানে অল-আউট হয়। জবাবে ব্যাট করতে নেমে ভারত ৬ উইকেটে ৩০৮ রান তুলে ম্যাচ জিতে যায়। ১২টি চার ও ৭টি ছক্কার সাহায্যে ৯০ বলে ১১৯ রান করে ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন রোহিত শর্মা।
🙈আগামী ১২ ফেব্রুয়ারি আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে সিরিজের তৃতীয় তথা শেষ ওয়ান ডে ম্যাচে মাঠে নামবে দু'দল। ইংল্যান্ডকে ৩ ম্যাচের ওয়ান ডে সিরিজে হোয়াইটওয়াশ করার হাতছানি রয়েছে ভারতের সামনে।