জনগণের করের টাকায় রাজ্য সরকার আয়োজিত বিশ্ববাংলা বাণিজ্য সম্মেলনের পোস্টারে তৃণমূলের লোগো লাগিয়ে পোস্ট করেছিলেন꧂ তৃণমূল বিধায়ক। আর তাতেই বিরূপ অভিজ্ঞতার মুখে পড়তে হল তাঁকে। BGBS 2025এর সেই বিজ্ঞাপনকে ‘ha h🎀a’ রিঅ্যাকশনে ভরালেন নেটিজেনরা। সঙ্গে পোস্টারকে বিদ্রুপ করে ভরালেন কমেন্ট বক্স।
গত ৫ ও ৬ ফেব্রুয়ারি নিউ টাউনের বিশ্ববাংলা সম্মেলন কক্ষে অষ্টম বিশ্ববাংলা বাণিজ্য সম্মেলনের আসর বসেছিল। সম্মেলনে হাজির ছিলেন মুকেশ ꧃আম্বানি, সজ্জন জিন্দলের মতো বাণিজ্যিক সাম্রাজ্যের অধিপতিরা। সম্মেলনের শেষ দিনে শেষ লগ্নে গত ৬ ফেব্রুয়ারি বিকেল ৩টে ৫২ মিনিটে একটি ব্যানার ফেসবুকে পোস্ট করেন পানিহাটির বিধায়ক তথা বিধানসভায় তৃণমূলের মুখ্য সচেতক নির্মল ঘোষ। তাতে দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে হাতে পশ্চিমবঙ্গের শিল্প পরিকাঠামোর জিগ শ পাজ়েল সাজাচ্ছেন। পাশে লেখা ‘বেঙ্গল মিনস বিজনেস’। যার বাংলা অর্থ ‘বাংলা মানে বাণিজ্য’।
চার দিন পর সোমবার বিকেল ৩টে ৩২ মিনিটে সেই পোস্ট খুলে দেখা যায় তাতে পড়েছে ৯৯৯টি রিএকশন। তার মধ্যে ৬১৭টি ‘haha’। ততক্ষণে ১৯০টি কমেন্ট করা হয়েছে পোস্টটিতে। তার মধ্যে সব থেকে বেশি ৪৬টি রিএকশন পড়েছে যে পোস্টে সেটি হল ‘Bengal means corruption’। যার বাংলা মানে, ‘বাংলা মানে দুর্নীতি’। এছাড়াও পোস্টটির তলায় নানা ব্যঙ্গ, বিদ্রূপ, কটাক্ষ কমেন্ট করেছেন ন🌊েটিজেনরা।