মহম্মদ সিরাজ আজকের ম্যাচের পর বলতেই পারেন, তিনি নাম কা বাস্তে ডিএসপি নন। মাঠের বাইরে যেমন কঠোর শৃঙ্খলার একটা কা🐲জই তাঁকে পালন করতে হয়, তেমনই মাঠের ভিতরেও যাতে প্রতিপক্ষকে বাড়াবা💯ড়ি করতে না পারে, তাই তাঁদের হাত বেঁধে দিতে হয়। এই যেমন তিনি করলেন আরসিবির বিপক্ষে।
আইপিএলে এই ম্যাচের আগে পর্যন্ত চিন্নাস্বামী সিরাজের এত ভালো পারফরমেন্স ছিল না। তাঁর বোলিং শেষে যেই পরিসংখ্যান সামনে এল তাতে দেখা যাচ্ছে চিন্নাস্বামী স্টেডিয়ামে এটিই ছিল তাঁর সেরা স্পেল। এর আগে আইপিএ💦লে এক ইনিংসে চার উইকেটও নিয়েছেন, তিনি। কিন্তু চিন্নাস্বামী এরকম পারফরমেন্স এই প্রথম। যেখানে ৪ ওভারে মাত্র ১৯ রান দিয়ে তিনি নেন ৩টি উইকেট।
এই প্রথম চিন্নাস্বামী স্টেডিয়ামের মাঠে ৪ ওভার হাত ঘুরিয়ে ২০ রানের কম দিলেন মহম্মদ সিরাজ। ভারতীয় দলের এই🦂 পেসারকে আরসিবি নিলামের আগে ছেড়ে দিয়েছিল। আরও সহজ কথায় বললে রিটেন করা তো দূরের কথা, তাঁকে নিলামের টেবিল থেকে ফিরিয়ে নেওয়ার চেষ্টাও দেখায়নি বেঙ্গালুরু টিম ম্যানেজমেন্ট, তাই তাঁর কাছেও আজকের ম্যাচ ছিল সম্মানরক্ষার এবং জবাব দেওয়ার। আর সেখানে তিনি একেবারে ১০০তে ১০০ পেলেন।
আবেগপ্রবণ হয়ে পরেছিলাম
ম্যাচ শেষে সিরাজ বলছিলেন, ‘আজকের ম্যাচের আগে আমি একটু আবেগপ্রবণ হয়ে পরেছিলাম। আমি এখানে ৭ বছরের জন্য খেলেছি। লাল জার্সি ছেড়ে নীল জার্সি পরতে একটু কষ্ট হচ্ছিল, কিন্তু হাতে বল পাওয়ার পর সব ঠিক হয়ে গেছিল। আমি রোনাল্ডো🧸র খুব বড় ভক্ত, তাই এখানে সিউ সেলিব্রেশন করেছি। আমি ধারাবাহিকভাবেই খেলে আসছি, কিন্তু বিরতির সময় আমি নিজের ভুলগুলো শুধরানোর দিকে আরও নজর দিয়েছি আর নিজের ফিটনেসেও নজর দিই ’।
আশিস নেহরা এবং ইশান্ত পরামর্শ দেয়
সিরাজ আরও বলছেন, ‘ আমায় যখন গুজরাট টাইটান্স দলে নিল তারপর আমি আশিস নেহেরার সঙ্গে কথা বলেছিলাম। ও আমাকে বলেছিল, বোলিংটাকে উপভোগ করতে। আর ইশান্ত শর্মা আমায় সব সময় আমার লাই𒆙ন লেন্থ সম্পর্কে টಞিপস দেয়। আমার লক্ষ্য হল নিজের ওপর ভরসা রাখা, তাহলে আর পিচের ওপর ভরসা করতে হয় না।’
সিরাজকে নিয়ে ভিডিয়ো ভাইরাল
এদিকে সির⭕াজের আজকের ম্যাচের পারফরমেন্সের পর সোশাল মিডিয়ায় বিভিন্ন পোস্ট ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে পুলিশের ভ্যান থেকে অভিযুক্তদের বের করা হচ্ছে, তাঁদের হাতে পায়ে ব্যান্ডেজ করা। অর্থাৎ বোঝানো হয়েছে যে সিরাজের আঘাতেই তাঁরা ঘায়েল হয়ে গেছে।