মুম্বই ইন্ডিয়ান্সের কাছে হারের ဣখততে প্রলেপ দিতে মরিয়া কলকাতা নাইট রাইডার্স (KKR) বৃহস্পতিবার ঘরের মাঠ ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের (SRH) মুখোমুখি হবে। তার আগে দলের মেন্টর ডোয়ােন ব্র্যাভো সাংবা🗹দিক সম্মেলনে এসে দাবি করেছেন, তাঁর দল ঘরের মাঠে প্রত্যাবর্তন করবে। এবং এই বিষয়ে তিনি আত্মবিশ্বাসীও।
তিন ম্যাচের মধ্যে দু'টিতেই হেরেছে কেকেআর। বেশ চাপে রয়েছে কলকাতার টিম। তবে ব্র্যাভো বলেছেন, ‘আমি আর আমাদের কোচিং গ্রুপ সব সময়ে নজর রাখছি যাতে, দলের মনোবল এবং শক্তি ইতিবাচক জায়গায় থাকে। সেটা নিশ্চিত করাটাই আমাꦺদের কাজ। টুর্নামেন্টের সবে শুরু। এখনও অনেক পথ চলা বাকি। আমরা আগের ফলাফলের দিকে না তাকিয়ে, সামনের দিকে এগিয়ে যেতে চাই। আমাদের মূল ফোকাস হল, প্রত্যাবর্তন করা এবং যেটা আমাদের দ্বারা নিয়ন্ত্রণ করা সম্ভব, সেটা নিয়ন্ত্রিত করা।’
সানরাইজার্স হায়দরাবাদের কিছু কার্যকরী বোলার রয়েছেন। যেটা নিঃসন্দেহে চাপ হবে কেকেআর-এর জন্য। তবে ব্র্যাভো জোর দিয়ে বলেছেন, ব্যক্তিগত কোনও প্লেয়ারকে নিয়ে তাঁরা ভাবছেন না। তাঁর ব্যাখ্যা, ‘আমাদের ব্যাটসম্যানরা প্রতি ম্যাচেই প্রতিপক্ষেไর বোলারদের মুখোমুখি হচ্ছে। কিন্তু আমরা আমাদের দক্ষতা, সহজাত প্রবৃত্তি এবং খেলার গতি বোঝার বিষয়ে নিজেদের উপর বিশ্বাস রাখি। যদিও আমরা আমাদের প্রতিপক্ষকে সম্🌸মান করি, তবে তাদের প্রতিহত করার ক্ষমতা আমাদের রয়েছে, সেই বিশ্বাসও আছে।’
দক্ষিণ আফ্রিকার পেসার এনরিখ নরকিয়ার ফিটনেস কেকেআরের জন্য একটি প্রধান উদ্বেগের বিষয়। যদিও নরকিয়া কবে ফিরতে পারেন দলে, সেটা নিয়ে ব্র্যাভো নির্দিষ্ট ꦦকোনও সময়সীমা দেনি। বলেছেন, ‘ও ফিট হয়ে ওঠার পথে। তবে প্রতিপক্ষের বিরুদ্ধে সঠিক কম্বিনেশন খোঁজাটাও দরকারী। ফিটনেসের দৃষ্টিকোণ থেকে, ও প্রায় প্রস্তুত।’
বিস্ফোরক ব্যাটিং লাইন আপ হওয়ার পরেও, কেকেআর-কে ডোবাচ্ছেন ব্যাটাররাই। ব্র্যাভো স্বীকার করেছেন যে, দলের মধ্🦄যে ফায়ারপাওয়াཧর আছে, তবে তার আরও ভালো ভাবে প্রয়োগ করা প্রয়োজন। তাঁর মতে, ‘হ্যাঁ, আমাদের একটি আক্রমাত্মক ব্যাটিং লাইন আপ আছে, কিন্তু ক্রিকেটের এখনও মৌলিক বিষয়গুলির প্রয়োজন। আমরা যে ম্যাচগুলি হারছি, তার থেকে শিক্ষা নিতে হবে। আমাদের লক্ষ্য হল, সহজ পদ্ধতিতে স্মার্ট টি-টোয়েন্টি ম্যাচ খেলে জয়ে ফেরা।’
আন্দ্রে রাসেল, রিঙ্কু সিং-এর মতো মূল ফিনিশারদের পারফরম্যান্স সম্পর্কে প্রশ্ন করা হলে, ব্র্যাভো যাবতীয় উদ্বেগ উড়িয়ে বলেন, ‘আপনি দু'টি ম্যাচের উপর ভিত্তি করে খেলোয়াড়দের বিচার করবেন না। ত🌼ারা বছরের পর 🌸বছর ধরে নিজেদের প্রমাণ করেছে। আমরা তাদের পাশে রয়েছি। ওদের অতীতের সাফল্যের কথা ভুলবেন না।’