রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে হারিয়ে পয়েন্ট টেবলে শক্ত জায়গা তৈরি করল গুজরাট টাইটান্স🍃। বরং বড় ধাক্কা খেল আরসিবি। ﷽শীর্ষস্থান খোয়াল তারা। নেমে গেল সোজা তিন নম্বরে। গুজরাট চারে থাকলেও, তাদের পায়ের তলার জমি শক্ত হল। এদিন আরসিবি তিনে নামায় লাভবান হল পঞ্জাব কিংস এবং দিল্লি ক্যাপিটালস। শ্রেয়স আইয়ারের পঞ্জাব শীর্ষস্থান দখল করল। দিল্লি উঠে এল দুই নম্বরে।
আইপিএল ২০২৫-এর আপডেটেড পয়েন্ট টেবল:
১) পঞ্জাব কিংস- ২ ম্যাচে ২টিতে জ⛄য়, ৪ পয়েন্ট (নেট রানরেট +১.৪৮৫)
২) দিল্লি ক্যাপিটালস- ২ ম্যা🌸চে ২টি জয়, ৪ পয়েন্ট, (নেট রানরেট +১.৩২০)
৩) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু- ৩ ম্যাচে ২টিতে জয়, ১টি হার, ৪ পয়েন্ট (নেট রানরেট +ඣ১.১৪৯)
৪) গুজরাট টাইটান্স- ৩ ম্যাচে ২টি জয়, ১টি হার, ২ পয়েন্♎ট (নেট রানরেট +০.৮০৭)
৫) মুম্বই ইন্ডিয়ান্স- ৩ ম্যাচে ১টি জয়, ২টি হা🌊র, ২ পয়েন্ট (নেট রানরেট +০.৩০৯)
৬🧸) লখনউ সু✨পার জায়ান্টস- ৩ ম্যাচে ১টি জয়, ২টি হার, ২ পয়েন্ট (নেট রানরেট -০.১৫০)
৭) চেন্নাই সুপার কিংস- ৩ ম্যাচে ১টি জয🐻়, ২টি হার, ২ পয়েন্ট (নেট রানরেট -🎃০.৭৭১)
৮) 👍সানরাইজার্স হায়দরাবাদ- ৩ ম্যাচে ১টি জয়, ২টি হার, ২ পয়েন্ট (নেট রানরেট-০.৮৭১)
৯) রাজস্থান রয়্যালস- ৩ 🌄ম্যাচে ১টি জয়, ২টি হার, ২ পয়েন্ট (নেট রানরেট -১🐈.১১২)
১০) কলকাতা নাইট রাইডার্স- 💙৩ ম্যাচে ১টি জয়, ২টি হার, ২ পয়েন্ট (নেট রানরেট -১.৪২৮)