𓂃 অভিনেতা ভিকি কৌশল এবং রশ্মিকা মন্দনা তাঁদের সিনেমার জোরদার প্রচার করে চলেছেন। কদিন আগেই কলকাতা থেকে ঘুরে যান ভিকি। আর এবার দেখা গেল পঞ্জাবের স্বর্ণ মন্দিরে হাজির এই জুটি।
স্বর্ণমন্দিরে ভিকি ও রশ্মিকা সোমবার স্বর্ণমন্দিরে
꧒'ছাবা' টিমের সঙ্গে পাঞ্জাবের স্বর্ণ মন্দিরে পুজো দিলেন ভিকি কৌশল ও রশ্মিকা মন্দনা। ইনস্টাগ্রামে ভিকি স্বর্ণমন্দিরের বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন এবং হরমন্দির সাহিবে প্রার্থনা করার স্মরণীয় অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন।
🤪‘#SriHarmandirSahib-এর অসাধারণত্ব নিয়ে নতুন করে কিছু বলার নই! শান্তি, প্রার্থনা, আধ্যাত্বিকতা, শক্তির উৎস। আমরা যখন #Chhaava গোটা বিশ্বের কাছে নিয়ে আসছি, তখন আশা করি এই পবিত্র স্থানের শক্তি ও ভক্তির সামান্য অংশ অন্তত আমাদের সিনেমায় প্রতিফলিত হবে। রব মেহের! সতনাম ওয়াহেগুরু।’
🅺গত সপ্তাহে শ্রী কৃষ্ণেশ্বর মন্দিরে শিব পুজো করতে দেখা গিয়েছিল ভিকিকে। ছবি মুক্তির আগেই পায়ে গুরুতর চোট পেয়েছেন রশ্মিকা। তাই সব জায়গায় ভিকিকে প্রচারে সঙ্গ দিতে পারছেন না অভিনেত্রী। যেমন আসতে পারেননি কলকাতায়। তবে একাই জমিয়ে দেন ক্যাটরিনার বর। এমনকী, খআঁটি বাংলায় সকলের কাছে নিজের ছবি দেখতে যাওয়ার আবেদনও করেন।
ꦐ‘একটি বায়োপিকের পিছনে কেবল একজন অভিনেতা নয়, পুরো দলের অনেকখানিখাটনি থাকে। বিশাল বাজেট, সেই সময়কার সেট তৈরি করতে লাগে অনেক ভাবনা-চিন্তা। ঐতিহাসিক বিষয় নিয়ে কাজ করা সত্যিই চ্যালেঞ্জিং। আমরা এটাকে যতটা সম্ভব বাস্তবসম্মত করার চেষ্টা করেছি।’, বলতে শোনা গিয়েছে ভিকিকে তাঁর ‘ছাবা’ নিয়ে।
🦋ছাবাতে ভিকি কৌশল ছত্রপতি সম্ভাজি মহারাজের চরিত্রে অভিনয় করেছেন। যিনি শম্ভুরাজে নামেও পরিচিত ছিলেন। মারাঠা রাজ্যের প্রতিষ্ঠাতা শিবাজির জ্যেষ্ঠ পুত্র ছিলেন সম্ভাজি।
🃏ছাবা একটি পিরিয়ড ড্রামা যা ভিকি কৌশল অভিনীত ছত্রপতি সম্ভাজি মহারাজের কিংবদন্তি চরিত্রকেই ফুটিয়ে তুলবে বড় পর্দায়। এটি সাহসী মারাঠা শাসকের রাজত্বকে তুলে ধরবে, যা ১৬৮১ সালে তাঁর রাজ্যাভিষেকের মাধ্যমে শুরু হয়েছিল।
💛১৪ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে 'ছাবা'। এতে আরও অভিনয় করেছেন অক্ষয় খান্না। পরিচালনা করেছেন লক্ষ্মণ উতেকর।