ꦗ ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে জাতীয় গেমসে পদক সোনার পদক জিতেছেন ১৫ বছর বয়সী জোনাথন গাভিন অ্যান্থনি। আর ফাইনালে নামার আগে তিনি নাকি চোখ রেখেছিলেন ওজি অ্যান্ড দ্য ককরোচেস কার্টুনে। সোমবার সকালেই কর্ণাটকের এই প্রতিবা জাতীয় গেমসের অন্যতম বড় অঘটন ঘটিয়ে দেন তারকা শ্যুটারদের পিছনে ফেলে পদক জিতে।
সরবজ্যোফ সিংকে পিছনে ফেললেন অ্যান্থনি
🐟প্যারিস অলিম্পিক্সের ব্রোঞ্জ পদকজয়ী সরবজ্যোৎ সিংকে পিছনে ফেলে জাতীয় গেমসের কনিষ্ঠতম শ্যুটার হিসেবে ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে সোনার পদক জিতলেন অ্যান্থনি। জোনাথন ফাইনালে অর্জন করেন ২৪০.৭ পয়েন্ট। সার্ভিসেসের রবিন্দর সিং দ্বিতীয় স্থানে শেষ করেন ২৪০.৩ পয়েন্টে। আর গুরপ্রিত সিং ব্রোঞ্জ পান ২২০.১ পয়েন্টে। সরবজ্যোৎ সিং এই ইভেন্টে চতুর্থ স্থানে শেষ করেন।
💦আরও পড়ুন-ISLএ মোহনবাগানকে সুবিধা করে দিল জামশেদপুর! ৩-১ হারাল গোয়াকে
জাতীয় গেমসে সোনা জয় জোনাথনের
🍌টোকিয়ো অলিম্পিক্সে ভারতের প্রতিনিধিত্ব করা সৌরভ চৌধুরীকে কোয়ালিফাইং রাউন্ডে ছিটকে দেন জোনাথন। দুজনেরই ৫৭৮ শট পয়েন্ট থাকলেও ফাইনাল সিরিজে ভালো পারফরমেন্সের সুবাদে সৌরভকে টপকে এই ইভেন্টের ফাইনাল রাউন্ডে আসেন জোনাথন। পদক জয়ের পর জোনাথন বলেন, ‘আমি শুরুর আগে নার্ভাস ছিলাম কারণ এত বড় বড় সব শ্যুটাররা ছিল। আমার প্রথম শট ছিল ৯.১। তবে এরপরই আমি ফোকাস করতে থাকি আর ভালো শট নিতে থাকে। ’।
ছেলে শ্যুটিংয়ে আসুক, চাইতেন অ্যানসি
꧂জোনাথনের সঙ্গেই তাঁর মা অ্যানসি এসেছেন দেহরাদুনে। তিনি জানাচ্ছিলেন ২০২২ সালে প্রথম শ্যুটিংয়ে হাতে খড়ি হয় অ্যান্থির, এর আগে বেশ কয়েকটা খেলাতেও তিনি চেষ্টা করেছিলেন নিজের সেরা দেওয়ার। নিজের কলেজ লাইফে অ্যানসিও ছিলেন শ্যুটার, তাই তিনি চাইছিলেন ছেলেও ব্যক্তিগত কোনও স্পোর্টস ইভেন্টই বেছে নিক। অ্যান্থনির অবশ্য ফুটবল এবং স্কেটিংও খুব পছন্দের।
আগের রাতে কার্টুন দেখছিল গাভিন
🅺তাঁর মা বলছিলেন, ‘আমি ফাইনালের আগে খুবই চিন্তায় পড়ে গেছিলাম। কিন্তু ওকে দেখলাম একদম নিশ্চিন্তে থাকতে। কয়েকটা কার্টুন ডাউনলোড করে দেখছিল। এখন সত্যিই খুব আনন্দ লাগছে। যখন ও আরও বড় হবে, আরও সিরিয়াস হবে তখন ও বুঝতে শিখবে আজেকর এই মূহূর্তটা আমাদের কাছে ঠিক কতটা দামি ’।
অলিম্পিক্সকেই টার্গেট করছেন জোনাথন
💞এর আগে খেলো ইন্ডিয়া, জুনিয়র ন্যাশনালেও খেলেছেন জোনাথন গাভিন অ্যান্থনি। এবার তিনি পাখির চোখ করছেন জুনিয়র বিশ্বকাপকে। আর মরশুমের শুরুতেই সোনা জেতায় আত্মবিশ্বাসের দিক থেকে ভালো জায়গায় রইলেন তিনি। জোনাথন বলছিলেন, ‘আমার ক্লাস টেনের বোর্ডের পরীক্ষাও শুরু হতে চলেছে, তাই আমায় তৈরি হতে হবে। আমি বেঙ্গালুরু যাব এবং দিল্লিতে ট্রায়ালের জন্য ফিরব। আমি ২০২৮ অলিম্পিক্সে দেশের প্রতিনিধিত্ব করতে চাই ’। বেঙ্গালুরুর হকআউ অ্যাকাদেমিতে কেওয়াই শরন্দ্রার কাছে কোচিং নেয় অ্যান্থি গাভিন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।