শুভব্রত মুখার্জি: ওডিআই বিশ্বকাপে একেবারেই ভালো পারফরম্যান্স করতে পারেনি পাকিস্তান দল। গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছিল তাদের। বিশ্বকাপের পরবর্তীতে তাদের পরবর্তী সিরিজ রয়েছে ওডিআই বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। সেই সিরিজ খেলতে ইতিমধ্যেই তারা পৌঁছে গিয়েছেন অজিভূমে। ইতিমধ্যেই আমূল পরিবর্তন হয়ে গিয়েছে পাক ক্রিকেটে। অধিনায়ক থেকে কর্মকর্তা, নির্বাচক সব ক্ষেত্রেই হয়েছে পরিবর্তন। লাল বলের ক্রিকেটে জাতীয় দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব নিয়েছেন শান মাসুদ। এমন আবহে প্রথম টেস্ট শুরুর আগেই অনুশীলনে উত্তপ্ত বাক্য বিনিময়ে জড়ালেন সরফরাজ আহমেদ এবং 🅘সাউদ শাকিল।
সরফরাজ আহমেদের তরফে যদিও কোনও রকম কোন সম্পর্কের চিড় অথবা দলে ভাঙনের কথা অস্বীকার করা হয়েছে। তবে সোশ্যাল মিডিয়াতে যে ভিডিয়ো ছড়িয়ে পড়েছে, তা কিন্তু অন্য কিছুই কথা বলছে। ভিডিয়ো থেকে বোঝা যাচ্ছে পাক স্কোয়াডের মধ্যেই সমস্যা রয়েছে। ভিডিয়োতে শাকিলকে প্রশ্ন করতে শোনা যায়💛, ‘আমি কত দিন আর তোমার (সরফরাজ আহমেদ) দ্বারা ব্যবহৃত হয়ে থাকব।’
আরও পড়ুন:♋ পঞ্জাবের বিরুদ্ধে সেঞ্চুরি অনুষ্টুপের, ভাঙলেন সৌ🍎রভের নজির, জিতে নকআউটে বাংলা
যার জবাবে সরফরাজকে বলতে শোনা যায়, ‘আমার কোনও কাজে তুমি (শাকিল) আসবে না। প্রথমেই এটা বলে নিতে চাই যে আমি তোমাকে কোনও কিছু করার নির্দেশ দিইনি। আমি তোমဣাকে কিছু পরিবর্তন করারও কোনও অনুরোধ করিনি। আমি সেই মানুষটির সঙ্গেই পরিবর্তন করেছি, যার সঙ্গে আমি পরিবর্তন করতে চেয়েছি।’
এর উত্তরে শাকিল পাল্টা বলেন, ‘তার পরেও তো তুমি পরিবর্তনটা করেছ। তাই না। ফলে আমার থেকে তুমি উপকৃত হয়েছ।’ উল্লেখ্য, পাকিস্তান দল ১৪ ডিসেম্বর অজিভূমে তাদের প্রথম টেস্ট খেলবে। পার্থে মুখোমুখি হবে দুই দল🎃। তার আগে তার🅷া একটি প্রস্তুতি ম্যাচ খেলবে। এই মুহূর্তে পাক দল রয়েছে ক্যানবেরাতে। এখানে প্রধানমন্ত্রী একাদশের সঙ্গে ৯ ডিসেম্বর থেকে চার দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে পাকিস্তান। তার আগে সরফরাজ আহমেদ জানিয়েছেন, শান মাসুদ গোটা দলকে এক সূত্রে বেঁধে রেখেছেন। মহম্মদ হাফিজের সঙ্গেও তাঁর ভালো বন্ধন রয়েছে। জাতীয় ক্যাম্পে বাবরের ভূমিকার ও প্রশংসা করেছেন তিনি।