জি বাংলা সারেগামাপা-র চলতি সিজনে বড়দের পাশে নজর কাড়ছে খুদেরাও। খুদে প্রতিযোগিদের মধ্যে সবচেয়ে বেশি নজর কেড়েছেন ‘ওয়ান্ডার বয়’ অনীক জানা। একরত্তি বালক কিশোর কুমার থেকে মহম্মদ রফি, মুকেশ থেকে আরডি বর্মণের গান গেয়ে সারেগামাপা-র মঞ্চে হইহই ফেলে দিয়েছে। সদ্য সমাপ্ত সপ্তাহে টিম সারেগামাপা শ্রদ্ধার্ঘ্য জানালো বাপ্পি লাহাড়িকে। আরও পড়ুন-সারেগামাপায় খুদে অনীকের বিরাট কারনামা! মা🅰থায় হাত সৃজিতের,হাঁ রুক্মিণী-স্বস্তিকা
সেই এপিসোডেই কোলাঘাটের ভূমিপুত্র শোনালো ‘পগ ঘুঙরু’। নমক হালাল ছবিতে বাপ্পি লাহিড়ির সুরে এই গানটি গেয়েছিলেন কিশোর কুমার। মাথায় গোলাপি পাগড়ি বেঁধে অনীক অবলীলায় গাইল এই গান। কিশোর কুমারের এই গান গাইতে গিয়ে যেখানে হোঁচট খান বড়রা,সেখানে এই বয়সেই অনীকের অনবদ্য পারফরম্যান্স দেখে হাঁ সকলে। অনীকের এই ‘চুম্বেশ্বরী’ পারফরম্যান্স শ🔥েষ হওয়ার আগেই উঠে নাচতে শুরু করে দেন জাভেদ আলি, ইমনরা। চলে আসে গোল্ডোন গিটারও।
মঞ্চে ছুটে গিয়ে অনীককে চুমু খান শান্তনু মৈত্র। সেলাম জানান জাভেদ আলি। তাঁর কথায়, ‘এই বাচ্চাটা যেভাবে সুরে গাইল, সরগম একদম পারফেক্ট… সত্যি অসাধারণ’। পারফরম্যান্স শেষে কৌশিকি ম্যামের তরফে আসে বিশেষ অনুরোধ। আরও একবার অনীককে সরগম গাওয়ার অনুরোধ জানান কৌশিকি। জোজো-জাভেদের টিমের এই ‘ওয়ান্ডার বয়’কে বাবা-মা'র থেকে ‘নিয়ে নেওয়ার’ কথা বললেন ইন্দ্রদীপ দাশগুপ্ত।
অনীকের গান শুনে মুগ্ধ নেটপাড়াও। এক 𒀰অনীক ভক্ত লেখেন, ‘এর ব্যাপারে আর কিছু বলবো না যতো বলবো তত কম বলা হবে । কারন ভগবানের নামে বেশি আলোচনা করা উচিত নয়’। আরেকজনের কথায়, ‘গুরু (কিশোর কুমার) বꦑলেছিলেন এই গানটা এত বড় আর টাফ যে উনি হাঁফিয়ে যান । সেই গান এই বয়সে এত নিখুত ভাবে গাওয়া…’। বেশিরভাগের মতেই, ‘ঈশ্বরের অপূর্ব সৃষ্টি অনীক’। তবে কেউ কেউ অতনুর সঙ্গে অনীকের তুলনা টেনেছেন। ফাটাফাটি পারফরম্যান্সের পরেও অবশ্য পারফরম্যান্স অফ দ্য ডে-র সম্মান হাতছাড়া হয়েছে অনীকের, সেট জিতে নেয় দেয়াশিনী।
অতনু ভক্তদের মতে, গায়েকীর বিচারে এগিয়ে আছে সে। যদিও বয়সে অনীক অতনুর চেয়েও ছোট, মনে করাতে ভোলেনি নেটপাড়া। মেদিনীপুরের কোলাঘাটের ছেলে হল অনীক। বয়স মাত্র ৭। অনীক তাঁর বাবা-মা'র কাছেই গানের তালিম নিয়েছে। একবার অনীকের মা জানিয়েছিলেন, ৩ 🦩বছর থেকেই গানবাজনার প্রতি ঝোঁক ছেলের। তাঁর কথায়, 'আমি যখন রেওয়াজ করতাম, বা গান করতাম, ও শুনে শুনে সেই গানটা তুলে নিত। আমিই ওকে রেওয়াজ কীভাবে করতে হবে ওক𝔉ে দেখিয়ে দি। ও কোনও টিচারের কাছে শেখে না, ওকে আমরাই বাড়িতেই শেখাই।’