ভোটকুশলী প্রশান্ত কিশোর (পিকে)-এর তৈরি নতুন দল জন সুরাজ প্রথম বার বিহারের চারটি আসনে উপনির্বাচনে লড়েছে। তবে চারটিতেই মুখ থুবড়ে পড়েছে পিকের দল। আর তারপরেই বিহার নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়ালেন পিকে। তিনি বিহারকে একটি ব্যর্থ রাজ্য বলে মন্তব্য করেছেন। একইসঙ্গে জন সুরাজ নেতা দলের মার্কিন অধ্যায় শুরুর পর প্রবাসী বিহারীদের সঙ্গে একটি ভার্চুয়াল কথোপকথনে ২০২৫ সালে ব༺িহার বিধানসভা নির্বাচনে তাঁর দলের জয়ের বিষয়ে আস্থা প্রকাশ করেছেন।
আরও পড়ুন: বিহার উপনির্বা🦩চনে NDA-র জয় ‘অত্যন্ত উদ্বেগের বিষয়’! কেন বললেন পিকে?
জন সুরাজ দলের প্রধান বিহারের উন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। তিনি এদিন রাজ্যকে উন্নয়নের দিকে নিয়ে য♍াওয়ার প্রয়োজনীয়তার উপর জোর দেন। তিনি বলেন, বিহার খুবই কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছে। বিহার একটি দেশ হলে জনসংখ্যার দিক থেকে এটি হতো বিশ্বের ১১তম বৃহত্তম দেশ। এদিন প্রশান্ত কিশোর বলেছেন, ‘বিহার হল আক্ষরিক অর্থে একটি ব্যর্থ রাজ্য এবং এর সর্বাত্মক উন্নয়নের জন্য প্রচুর প্রচেষ্টা প্রয়োজন।’ তিনি বলেন, ‘আমাদের বুঝতে হবে যে বিহার এমন একটি রাজ্য যা গভীর পরিস্থিতির মধ্যে রয়েছে। জনসংখ্যার দিক থেকে বিহার জাপানকে ছাড়িয়ে গিয়েছে।’
তিনি উ🎉দ্বেগ প্রকাশ করে বলেছেন, বিহারের সমাজ নিরাশ হয়ে পড়েছে। কেউ যদি হতাশ হয়ে পড়ে তখন বেঁচে থাকার প্রয়োজন অন্য যে কোনও কিছুর থেকে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।এরপরেই তিনি নিজের দলের কাজ নিয়ে আশা প্রকাশ করেন। তিনি জানান, তাঁর দলের পরিকল্পনা নির্বাচনী ফলাফলের মাধ্যমে বাস্তবায়িত হলে তবেই বিহারে সুশাসন ফিরবে।
জন সুরাজের পরিকল্পনা নিয়ে পিকে জানান, যদি ২০২৫ সালে জন সুরাজ সরকার গঠন করে তার প্রথম অগ্রাধিকার হবে স্কুল শিক্ষার উন্নতি করা। বিহারের উন্নয়ন নিয়ে মত প্রকাশ করেন মদ্যপানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার প্রতিশ্রুতি দেন পিকে। তিনি বলেন, আগের নিয়মে রাজ্যের রাজস্ব কমেছে। বিহারি প্রবাসীদের শুধু কথা না বলে রাজ্যের উন্নয়ন🎶ে সক্রিয়ভাবে সহায়তা করতে হবে। এদিকে, উপনির্বাচনে তাঁর দল খারাপ ফল করলেও দলের ভবিষ্যৎ নিয়꧂ে তিনি আশাবাদী।
ব্যর্থ রাষ্ট্রের উদাহরণ টেনে পিকে বলেন এই সব বৈশিষ্ট্য এখানকার জনসংখ্যার মধ্যে দৃশ্যমান। উদাহরণ দিতে গিয়ে তিনি বলেন, ‘মাঝে মাঝে আমরা ভাবি কেন সুদানের লোকেরা ২০ বছর ধরে গৃহযুদ্ধে লড়াই করছে। কারণ সেটি ব্যর্থꦑ রাষ্ট্র । তাই সেখানে সন্তানদের পড়াশোনার চেয়ে মানুষ কাকে গুলি করবে, কোথায় কাকে ধরবে তা নিয়ে চিন্তিত। তাই বিহারেও সেই অবস্থা এবং আমাদের অবশ্যই এটি সম্পর্কে সচেতন হতে হবে🍃।’