শিক্ষা নিয়♚োগ দুর🐻্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়সহ ৯ জনের জামিনের মামলার শুনানির জন্য ১ বিচারপতির বেঞ্চ গঠন করলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে মামলাটির শুনানি হবে। এর আগে পার্থসহ ৫ জনের জামিনের আবেদনে দ্বিমত পোষণ করেন ডিভিশন বেঞ্চের ২ বিচারপতি।
আরও পড়ুন - গণনা শেষ হতেই BJP প্রার্থীর ট্রাক্টর ভাঙচুর,বাগানে তাণ্ডবের 𓆏অভিযোগ TMCর বিরুদ্ধে
পড়তে থাকুন - ‘প্রা♓য় ১ কোটি রোহিঙ্গা মুসলমান পশ্চিমবঙ্গে ঢুকে জনবিন্যাস𒐪 বদলে দিয়েছে’
গত ২০ নভেম্বর পার্থ চট্টোপাধ্যায়সহ শিক্ষা নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার ৯ জনের জামিনের আবেদনের রায়দান করে কলক🍰াতা হাইকোর্টের বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অপূর্ব সিংহ রায়ের ডিভিশন বেঞ্চ। তাতে ৪ জনকে জামিন দিতে ২ বিচারপতি সহমত হলেও পার্থসহ ৫ জনের জামিনের আবেদন খারিজ করে দেন বিচারপতি অপূর্ব সিংহ রায়। এর জেরে ফের প্রধান বিচারপতির কাছে ফেরত চলে আসে মামলাটি। সোমবার প্রধান বিচারপতি মামলাটি বিচারপতি তপোব্রত ♏চক্রবর্তীর এদলাসে পাঠিয়েছেন। তাঁর নির্দেশের ওপরেই নির্ভর করবে পার্থ, শান্তিপ্রসাদ, অশোক, কল্যাণময় ও সুবীরেশের জামিনের ভবিষ্যৎ।
আরও পড়ুন - ঘাটলে TMCর গোষ্ঠী সংঘর্ষে রক্তারক্তি, দাঁ𒉰ড়িয়ে দাঁড়িয়ে যুদ্ধ দেখলেন দেব
শিক্ষা নিয়োগ দুর্নীতিতে ২০২২ সালের ২২ জুলাই ইডির হাতে গ্রেফতার হন তৎকালীন শিল্প মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তার পর থেকে জেলবন্দি রয়েছেন তিনি। স্বাস্থ্যে♛র বিষয়টি উল্লেখ করে পার্থর জামিনের আবেদন করেছে༒ন পার্থ। এবার দেখার এই আবেদনে কী সিদ্ধান্ত নেন বিচারপতি তপোব্রত চক্রবর্তী।