কয়েক বছর আগে যখন এজবাস্টনে এগিয়ে থাকা ইংল্যান্ড সিরিজের শেষ ম্যাচে জসপ্রীত বুমরাহর হাতে অধিনায়কত্ব তুলে দেওয়া হয়েছিল, সেই ম্যাচে টিম ইন্ডিয়া হেরেছিল। তখন অনেকেই প্রশ্ন তুলেছিল, অন্য কাউকে কেন অধিনায়কত্ব দেওয়া হল না। অনভিজ্ঞ একজনকে এই দায়িত্ব দিতে গিয়ে ইংল্যান্ডে সি𓆉রিজ জয়ের সুযোগ নষ্ট হয়েছিল।
পার্থে বুমরাহ ম্যাজিক-
প্রায় ২.৫ বছর পর পার্থের মাটিতে এসে জসপ্রীত বুমরাহ প্রমাণ করে দিলেন কেন তাঁকে বিসিসিআই এবং টিম ম্যানেজমেন্ট দলের সহ অধিনায়ক হিসেবে বেছে নিয়েছে। প্রথম ইনিংসে যখন দল গাড্ডায়। অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে নেই রোহিত, গিল। তবুও বুমরাহ হতভম্ব না হয়ে দলকে ফি🎶রিয়েছিলেন খেলায়। পাঁচ উইকেট নিয়ে অজি ব্যাটিং অর্ডারে ত্রাসের সঞ্চার ঘটিয়ে মাত্র ১০৪ রানেই অলআউট করে দিয়েছিলেন তাঁদের।
আরও পড়ুন-কখনও ফিল্ডিং সাজালেন! কখনও বাচ্চাদের মতো আনন্দ করলেন! পার্থে বিন্দাস মেজা🧔জে বিরাট
বুমরাহর কৃতিত্ব প্রাপ্য
ম্যাচ জয়ের পর তাই কৃতিত্বটাও তাঁরই প্রাপ্য। দুই ইনিংস মিলিয়ে নিয়েছেন মোট ৮টি উইকেট। ম্যাচের সেরাও নির্বাচিত হয়েছেন তিনি। সত্যিই তো, তিনি যদি প্রথম ইনিংসে পাঁচ উইকেট তুলে নিয়ে ভারতকে খেলায় না ফেরাতেন তাহলে ভার꧋তের আর এই টেস্ট কোনওভাবেই জেতা হত না। প্রথম ইনিংসে ১৫০ করার পর অজিদের ভারত হারাল ২৯৫ রানে।
আরও পড়ুন-ICC চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে জট ⛄কাটাতে মঙ্গলবার জরুরি বৈঠক! সেদিন ঘ𒁃োষণা হতে পারে ভেনু
এভাবে শুরু করে ভালো লাগছে-
ম্যাচের শেষে জসপ্রীত বুমরাহ বলছে🐈ন. ‘সিরিজের শুরুটা যেভাবে হল তাতে যথেষ্ট খুশি। আমরা চাপের মধ্যে পড়ে গেছিলাম শুরুর দিকে। কিন্তু যেভাবে তারপর আর ঘুরে দাঁড়িয়েছি এবং পাল্টা উত্তর দিয়েছি, তাতে আমরা গর্বিত। আমি ২০১৮ সালেও খেলেছিলাম, 🐠শুরুটা সহজভাবে হলেও পরে দ্রুত হতে থাকে। যে কোনও দিনই অভিজ্ঞতার একটা দাম রয়েছে যদি নিজের ওপর ভরসা থাকে যে কিছু করতে পারবে ’।
Video- বিরাট কোহলির ছয়! সপাটে আ🅰ঘাত নিরাপত্তারক্ষীর মাথায়! দৌড়ে গেলেন লিয়নꦺ! দেখে যা করলেন কোহলি…
এটা যশস্বীর সেরা ইনিংস-
বুমরাহ শেষ করছেন, ‘এর থেকে ভালো আর কিছুই চাওয়া যেত না। যশস্বী ওর সেরা টেস্ট ইনিংসটা খেলেছে। আর আমি কখ🔜নই বিরাট কোহলিকে ফর্মের বাইরে থাকতে দেখি না। যে কোনও চ্যালেঞ্জিং উইকেটে বলের গতিবিধি বোঝা কঠিন হয়। ও নেটে ভালোই খেলছিল। আর দর্শকদের সমর্থন সব সময়ই পেয়েছি, যা আমাদের মনোবল বা🐈ড়িয়েছে ’।