Sundarban Tour:ম্যানগ্রোভে লুকোচুরি খেলছে বাঘ পরিবার, হালকা শীতে সুন্দরবনে পর্যটকদের ঢল Updated: 25 Nov 2024, 03:08 PM IST Satyen Pal Share শীতকাল মানেই তো সুন্দরবন। নদীর চড়ে রোদ পোহায় কুমীর। আর ম্যানগ্রোভের ফাঁক থেকে উঁকি দেয় বাঘ মামা। 1/5শীত পড়তেই সুন্দরবনে পর্যটকদের মধ্যে ভিড় ক্রমশ বাড়তে শুরু করেছে। অনেকেই এখন সুন্দরবনমুখী। আর এবার সুন্দরবনে ক্যামেরাবন্দি হল এক বাঘ পরিবারের ছবি। সুন্দরবনের বনি ক্যাম্পে এই বাঘ পরিবারের ছবি ক্যামেরাবন্দি করা হয়েছে বলে খবর। পিক্সেল 2/5সেই ছবিতে দেখা গিয়েছে, নদীর জলে মুখ ডুবিয়ে রয়েছে দুই ব্যাঘ্র শাবক। বাঘিনী তাদের পাহারায় রয়েছে। এই ছবি দেখে মুগ্ধ নেটপাড়া। সেই বাঘ পরিবারকে কখনও দেখা যায় নদীর ধারে লুটোপুটি খেতে। কখনও আবার দেখা যায় বাঘের দল ঘুরে বেড়াচ্ছে নদীর ধারে। কখনও আবার ঝোপের আড়ালে লুকিয়ে পড়ে বাঘের দল। পিক্সেল 3/5বনি ক্যাম্পে গেলে মাঝেমধ্য়েই বাঘের দেখা মেলে। তবে সুন্দরবনে বাঘের দেখা মিলবে কি না সেটা পুরোটাই নির্ভর করে ভাগ্যের উপর। শীত পড়তেই সুন্দরবনে দক্ষিণরায় দর্শনের নানা ছবি, নানা ভিডিয়ো সামনে আসতে শুরু করেছে। পিক্সেল 4/5ইতিমধ্য়েই বিভিন্ন ট্যুর এজেন্সি এই সুন্দরবন ভ্রমণের প্যাকেজ নিয়ে হাজির। নানা ধরনের বিষয় থাকছে সেই প্যাকেজে। একেবারে পর্যটক বোঝাই লঞ্চ ঘুরছে সুন্দরবনের নদীতে। পিক্সেল 5/5 একবার যদি দেখা মেলে বাঘের তবে তো আর কথাই নেই। সেই মতো বাঘ দর্শনের জন্য অধীর আগ্রহে ম্যানগ্রোভের দিকে তাকিয়ে রয়েছেন পর্যটকরা। পিক্সেল পুরো গ্যালারিটির জন্য এই বিজ্ঞাপনটি দেখতে হবে পরবর্তী ফটো গ্যালারি