বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম টেস্টে ২৯৫𓃲 রানে জয় পেল টিম ইন্ডিয়া। নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ হওয়ার পর এরকমভাবে ম্যাচ জিতবে কেউ ভাবতেও পারেনি। টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেওয়ার পর মাত্র ১৫০ রানে অল-আউট হয়ে গিয়েছিল ভারত। এত কম রান করেও যে ম্যাচ জেতা সম্ভব তা প্রমাণ করে দিল বুমরাহ অ্যান্ড কোম্পানি। এত বড় রানের ব্যবধানে এর আগে কখনও অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জেতেনি ভারত। ১৯৭৮ সালে মেলবোর্নে ২২২ রানে ম্যাচ জিতেছিল টিম ইন্ডিয়া। সেটাই এতদিন পর্যন্ত অজিদের বিরুদ্ধে সবচেয়ে বড় রানের ব্যবধানে টেস্ট জয় ছিল। শুধু তাই নয়, এশিয়ার বাইরেও এটা ভারতের সবথেকে বড় জয়।
বর্ডার-গাভাসকর ট্রফির গুরুত্ব এই মুহূর্তে ভারতের কাছে অনেক। বিশেষ করে ঘরের মাঠে কিউয়িদের বিরুদ্ধে ৩-০ ব্যবধানে হারের পর। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে হলে এই সিরিজে বড় ব্যবধানে জয় পেতেই হবে মেন ইন ব্লুদের। আর শুরুতেই এরকম একটা জয় যে বিরাটদের আত্মবিশ্বাস অনেকটা বাড়াবে সেটা বলার অপেক্ষা রাখে না। রোহিত শর্মা, মহম্মদ শামির মতো তারকা ক্রিকেটাররা না থাকা সত্ত্বেও যেই ভাবে পার্থে ভারতীয় দল দাপট দেখিয়েছে তা প্রশংস��ার দাবি রাখে, বিশ🐻েষ করে অধিনায়ক জসপ্রীত বুমরাহের পরিকল্পনা।
প্রথম দিন টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল টিম ইন্ডিয়া। ব্যাট করতে নেমে মাত্র ১৫০ রানে অলআউট হয়ে যায় ভারত। অস্ট্রেলিয়ার হয়ে ৪ উইকেট নেন জোশ হেজেলউড। এছাড়াও ২টি করে উইকেট নেন মিচেল স্টার্ক, প্যাট কামিন্স এবং মিচ✅েল মার্শ। এরপর বল করতে নেমে আগুন ঝড়াতে থাকেন ভারতের পেসাররা। মাত্র ১০৪ রানে অল-আউট হয়ে যায় অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ভারতের হয়ে ৫ উইকেট নেন অধিনায়ক জসপ্রীত বুমরাহ। এছাড়াও ৩টি উইকেট নেন হর্ষিত রানা এবং ২টি উইকেট নেন মহম্মদ সিরাজ।
দ্বিতীয় ইনিংসে ভারতের হয়ে শুরুটা ভালো করেন দুই ওপেনার যশস্বী জসওয়াল এবং কেএল রাহুল। দ্বিতীয় দিনের শেষে ইন্ডিয়ার স্কোর ছিল বিনা উইকেট হারিয়ে ১৭২। এরপর তৃতীয় দিনে নিজের শতরান পূর্ণ করেন যশস্বী। ৭৭ রানে আউট হয়ে যান কেএল রাহুল। শতরান করে ভারতকে বড় স্কোরের দিকে এগিয়ে নিয়ে যান বিরাট। দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট হারিয়ে ৪৮৭ রান তোলে ভারত। অস্ট্রেলিয়ার জয়ের জন্য 🅠৫৩৪ রানের প্রয়োজন ছিল। দ্বিতীয় ইনিংসেও বল হাতে দাপট দেখান ভারতীয় পেসাররা। দেখে মনে হচ্ছিল ভারতীয় ব্যাটসম্যানরা হয়তো অন্য পিচে ব্যাট করছিল। দ্বিতীয় ইনিংসে ৩টি করে উইকেট নেন জসপ্রীত বুমরাহ এবং মহম্মদ সিরাজ। ২টি উইকেট নেন ওয়াশিংটন সুন্দর এবং ১টি করে উইকেট নেন হর্ষিত রানা ও নীতীশ কুমার রেড্ডি।