স্কিল তো আছেই। ট্র্যাভিস হেডকে যেভাবে আউট করলেন জসপ্রীত বুমরাহ, সেটার মধ্যে পুরোপুরি 'মাইন্ড গেম' লুুকিয়ে আছে। সেই দুইয়ের মেলবন্ধনে ☂ভারতের অস্থায়ী অধিনায়ক যে 'ম্যাজিক' দেখালেন, তাতে মাত খেয়ে গেলেন অস্ট্রেলিয়ান তারকা হেড। আর তারপর যেভাবে আগ্রাসী সেলিব্রেশনে মেতে উঠলেন বুমরাহ এবং বিরাট কোহলি, সেটা পার্থ টেস্টে ভারতের সাফল্যের একটা প্রতীক হয়ে থাকবে। দু'জনেই আগ্রাসী সেলিব্রেশনে মেতে ওঠেন। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। আর সকলেই মাথানত করে ‘জিনিয়াস’ বুমরাহকে স্যালুট করেছেন।
নিখুঁত পরিকল্পনা, নিখুঁত উইকেট
আর স্যালুট করারই কথা। ৩৯ তম ওভারের যেভাবে হেডকে আউট করেন, সেটা ক্রিকেটে যদি নিখুঁত পরিকল্পনার কোনও বই তৈরি করা হয়, তাতে নিশ্চিতভাবꦅে থাকবে। পঞ্চম বলে উইকেট পেলেও ফাঁদটা ওভারের প্রথম থেকেই পাততে শুরু করেছিলেন। বুমরাহরা লক্ষ্য করেছিলেন যে ফুল লেংথের বলে বেশি জায়গা না পেলেই নড়বড় করছেন হেড।
সেই পরিস্থিতিতে ‘রাউন্ড দ্য উইকেট’ থেকে এসে হেডের অফসাইডকে পুরোপুরি বিচ্ছিন্ন করে দেন বুমরাহ। অফসাইডে কোনও জায়গা দেননি হেডকে। সোজা বল করতে থাকেন। ঠিকমতো ফ্লিক ও ড্রাইভ করতে পারেননি। তারপর একটা দুর্দান্ত শর্ট বল করেন। তবে বলটা ওয়াইড এবং চার হয়ে যায়। ‘ফ্রি’-তে অস্ট্রেলিয়া পাঁচ রান পেলেও ༺বুমরাহ আসল কাজটা করে দেন।
ওই শর্ট বলের কারণে হেড ধন্দে পড়ে যান। বুমরাহ কী করবেন, সেটা নিয়ে একেবারেই নিশ্চিত ছিলেন না। ক্রিজের ভিতরে ঢুকে যান হেড। সেই পরিস্থিতিতে লেংথ বল করেন বুমরাহ। ইচ্ছাকৃতভাবে কিছুটা হাত খোলার জায়গা দেন। লাগাতার চাপের পরে কিছুটা হাত খোলার সুযোগ পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলার চেষ্টা করেন হেড। কিন্তু একেবারে নিখুঁত সময় বলটা হালকা বাইরের দিকে বেরি⛎য়ে যায়। কিছুটা বাউন্সও হয়। আর তার ফলে হেডের ব্যাট𒁏ের কাণায় লেগে বলটা উইকেটের পিছনে যায়। ক্যাচটা নিতে কোনও ভুল করেননি ঋষভ পন্ত।
আরও পড়ুন: ‘অজিদের পিটিয়েই যাচ্ছে ভারত, এমন দিন কমই 🌱আসে’! কমেন্ট্রি বক্সে খ▨েলা উপভোগ শাস্ত্রীর
আগ্রাসী সেলিব্রেশন বুমরাহ ও বিরাটের
আর সেটা দেখেই বিশেষজ্ঞরা বলতে শুরু করেছেন যে এভাবে ব্যাটারকে আউট করতে দেবে। ব্যাটারের দুর্বলতা বুঝতে হবে। সেইমতো করতে হবে পরিকল্পনা। তাতেই মিলবে সাফল্🗹য। আর সেই সাফল্যের স্বাদটা যে কতটা মধুর হয়, তা বুমরাহ এবং বিরাটের আগ্রাসী সেলিব্রেশন দেখেই বোঝা যাচ্ছিল। তুমুল উচ্ছ্বাস প্রকাশ করতে থাকেন। 'ইয়েস' বলতে থাকেন। হেডের দিকে তাকিয়ে পুরোপুরি আগ্রাসী সেলিব্রেশন করেন। অন্যদিকে ট্রেডমার্ক ভঙ্গিমায় উচ্ছ্বাস প্রকাশ করতে থাকেন।
আরও পড়ুন: Video: টা꧑নেলের মধ্যেই কোহলিকে জড়িয়ে ধরলেন গম্ভীর! সামনে এল বিরাটের শতরান করার পরের RAW আবেগ
রোহিত গর্বিত হবেন যে তাঁর দলে বুমরাহ আছেন!
সেইসময় ড্রেসিংরুমে বসে থাকা ভারতের স্থায়ী অধিনায়ক রোহিত শর্মার প্রতিক্রিয়া কী ছিল, তা দেখা যায়নি। কিন্তু নিশ্চিতভাবে তাঁর মুখেও হাসি ফুটবে। কারণ তাঁর দলে এমন একজন বোলার আছেন, তাঁর এমন একজন ডেপুটি আছেন, যিনি স্কিল তো বটেই, বিপক্ষের মাথার সঙ্গে খেলেন। আর তুলে নেন হেডের মতো উইকেট। যে হেডকে আউট করার পরে পার্থে ঐতিহাসিক জয়ের মুখে দাঁড়িয়েꦉ আছে ভারত।