আজ থেকে সংসদে শুরু হতে চলেছে শীতকালীন অধিবেশন। ইতিমধ্যেই আদানি ইস্যুতে আলোচনার জন্যে বিরোধী সাংসদরা মুলতুবি প্রস্তাব দিয়েছে। এদিকে আজ খাড়গের ঘরে বিরোধী দলের সাংসদদের বৈঠক হয়। অধিবেশনে ইন্ডিয়া ব্লক কোন পরিকল্পনায় এগোবে, তা নিয়ে আলোচনা হয় বৈঠকে। সেই বৈঠকের ছবি পোস্ট করেই সোশ্যাল মিডিয়ায় রাজ্যসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সভাপতি খাড়গে লেখেন, 'আজ থেকে সংসদের অধিবেশন শুরু হবে। এই আবহে রারের প্রথম পক্ষেপ হওয়া উচিত আদানি ইস্যুতে বিস্তারিত আলোচনা করা। কারণ এই ঘটনা বিশ্বমঞ্চে ভারতের ভাবমূর্তি নষ্ট করতে পারে।' (আরও পড়ুন: ভারত-মার্কিন চুক্তির জের,এভাবে হুট করে আদানিকে তলবের নোটিশ পাঠﷺাতে পারে না US SEC)
আরও পড়ুন: মার্কিন আদালতের পর এবার ভার🌜তের সুপ্রিম কোর্টে নতুন করে মামলা আদানির বিরুদ্ধে
মল্লিকার্জুন খাড়গে নিজের পোস্টে আরও লেখেন, 'আজ ইন্ডিয়া ব্লকের সাংসদরা আদানি ইস্যুতে আলোচনার জন্যে দাবি জানাবে। হাজার হাজার বিনিয়োগকারীর কষ্টার্জিত উপার্জন প্রশ্নের মুখে। আমরা চাই না দেশে কোনও মোনোপলি চলে বা কোনও মাফিয়া আমাদের দেশ পরিচালনা করুক। আমরা চাই প্রাইভেট সেক্টরে যেন সুস্থ প্রতিযোগিতা থাকে। এর ফলে সবাই সমান সুযোগ পাবেন। কর্মসংস্থান বাড়বে। সম্পদের বণ্টনে আরও সাম্যতা আসবে। ভারতের উদ্যোগী স্পিরিট এতেই উজ্জীবিত হবে।' (আরও পড়ুন: 'মানুষ প্রত্যাখ্যান করেছে'♕, বিরোধীদের তোপ দেগে 'হিসেব' রাখার বার্তা মোদীর)
আরও পড়ুন: ৩০০ বিলিয়ন ডলারের চুক্তিতে শেষ COP29, 'বিশ্বা🎉সের অভাব', গর্জে উঠল বিদ্রোহী ভারত
উল্লেখ্য, ভারতের সরকারি আধিকারিকদের ২৬.৫ কোটি ডলারের ঘুষের প্রস্তাব দেওয়া অভিযোগ উঠেছে আদানির বিরুদ্ধে। এই আবহে মার্কিন মুলুকে একটি মামলায় ভাইপো সহ অভিযুক্ত হয়েছেন ধনকুবের গৌতম আদানি এবং তাঁর ভাইপো সহ বেশ কয়েকজন ভারতীয় ব্যবসায়ীর। রিপোর্ট অনুযায়ী, মার্কিন বিনিয়োগকারীদের প্রতারণা এবং কর্মকর্তাদের ঘুষের প্রস্তাব দেওয়ার অভিযোগ এনে আদানি গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ধনকুবের গৌতম আদানির বিরুদ্ধে অভিযোগ এনেছে মার্কিন বিচার বিভাগ এবং মার্কিন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। এই আবহে আদানিকে পাঠানো এসইসি-র তলবের নোটিশে লেখা হয়েছে, এতে সাড়া না দিলে এমনিতেই অভিযুক্তদের বিরুদ্ধে বিচারে তা গণ্য করা হবে। (আরও পড়ুন: ওয়াকফ নিয়ে মোদীকে তোপ, NDA শরিক🐟দের 🍃সঙ্গ চাইলেন জমিয়ত উলামা-ই-হিন্দের সভাপতি)
আরও পড়ুন: উত্তরপ্রদেশের সম্ভল সংঘর্ষে মৃতের൲ সংখ্যা বাড়ল, বিস্ফোরক অভিযোগ অখিলেশের
আদানির বিরুদ্ধে অভিযোগ, ভারতীয় আধিকারিকদের ঘুষের প্রস্তাব দিয়ে কয়েক বিলিয়ন ডলারের চুক্তি করেছিল তারা। এরই মাধ্যমে আমেরিকা এবং আন্তর্জাতিক বিনিয়োগকারীদের বিভ্রান্ত করে তারা টাকা তুলেছিল বাজার থেকে। দাবি করা হয়েছে, ২০২১ সালের জুলাই এবং ২০২২ সালের ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে ভারতীয় সরকারি আধিকারিকদের ঘুষ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল আদানি গোষ্ঠী। ভারতীয় কর্মকর্তাদের ২৫ কোটির ডলারেরও বেশি ঘুষের প্রস্তাব দিয়ে সৌরশক্তি সরবরাহের লাভজনক চুক্তি পেয়েছিল আদানি। এই চুক্তিগুলো থেকে ২০ বছরে ২০০ কোটি ডলারের বেশি মুনাফা অর্জনের আশা করা হয়। (আরও পড়ুন: ভারতের তেল রফতানি বেড়েছে ৬৩.৭ মি🤪লিয়ন টন, তবে পকেটে ৫.৩ বিলিয়ন ডলার কম ঢুকেছে!)
আরও পড়ুন: ডিএ নিয়ে বাংলার সরকারি কর্মীদের বড🔴় বার্ত দিতে উদ൩্যোগী হতে পারেন মমতা! রইল আপডেট
জানা গিয়েছে এই মামলায় গৌতম আদানির পাশাপাশি সাগর আদানি, 🐓আদানি গ্রিন এনার্জি লিমিটেডের নির্বাহী এবং আজিউর পাওয়ার গ্লোবাল লিমিটেডের নির্বাহী সিরিল কাবানেসকেও অভিযুক্ত করা হয়েছে। যদিও এই সবღ অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছে আদানি গোষ্ঠী। এই মামলা প্রসঙ্গে আদানির মুখপাত্র ইতিমধ্যেই বলেছেন, 'মার্কিন বিচার বিভাগ এবং মার্কিন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আদানি গ্রিনের বিরুদ্ধে যে অভিযোগ করেছে তা ভিত্তিহীন এবং আমরা তা অস্বীকার করছি। এমনিতেও সেই বিবৃতিতেই মার্কিন বিচার বিভাগ বলেছে - এই চার্জগুলি শুধু অভিযোগ মাত্র এবং অভিযুক্তকে ততক্ষণ নির্দোষ বলে গণ্য করা হবে যতক্ষণ না এই সব অভিযোগ প্রমাণিত হয়ে যাচ্ছে।'