অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাবালিকা মেয়েকে উদ্দেশ করে কুমন্তব্য করার অভিযোগে গ্রেফতার ২ মহিলাকে পুল﷽িশ হেফাজতে নির্যাতনের অভিযোগের তদন্তে কলকাতা হাইকোর্টের দেওয়া সিবিআই তদন্তের নির্দেশ খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালতের তরফে এই ঘটনার তদন্ত SIT গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। সিটের নেতৃত্বে থাকবেন ভির রাজ্যের বাসিন্দা IPS আধিকারিক।
আরও পড়ুন - গণনা শেষ হতেই BJP প্𓆉রার্থীর ট্রাক্টর ভাঙচুর,বাগানে তাণ্ডবের অভিযোগ TMCর বিরুদ্ধে
পড়তে থাকুন - ‘প্রায় ১ কোটি 🍌রোহিঙ্গা মুসলমান পশ্চিমবঙ্গে ঢুকে জনবিন্যাস বদলে দি🅰য়েছে’
আরজি কর কাণ্ডের প্রতিবাদ মিছিল থেকে তৃণমূলের সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাবালিকা মেয়েকে কুকথা বলার অভিযোগ ওঠে ২ মহিলার বিরুদ্ধে। সেই ঘটনার ভিডিয়ো ভাইরাল হলে উত্তর দমদম এলাকা থেকে ২ মহিলাকে গ্রেফতার করে ডায়মন্ড হারবার থানার পুলিশ। অভিযোগ, পুলিশ হেফাজতে তাদের ব্যাপক মারধর করা হয়েছে। এই অভিযোগ জানিয়ে কলকাতা হাইকোর্ট﷽ে তদন্তের 🌳দাবি জানান ২ অভিযুক্ত মহিলা। সেই আবেদনের ভিত্তিতে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার।
আরও পড়ুন - ঘাটলে TMCর গোষ্𓆏ঠী সংঘর্ষে রক্তারক্তি, দাঁড়িয়ে দাঁড়িয়ে যুদ্ধ দেখলেন দেব
সোমবার সেই মামলার শুনানিতে বি𝓀চ💮ারপতি সূর্যকান্ত ও বিচারপতি উজ্জ্বল ভুয়ানের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে। এই ঘটনায় সিবিআই তদন্তের প্রয়োজন নেই। পশ্চিমবঙ্গ ক্যাডারের ভিনরাজ্যের বাসিন্দা ৩ IPS আধিকারিক এই ঘটনার তদন্ত করবে। ৩ সদস্যের SITর নেতৃত্বে থাকবে ডিআইজি প্রেসিডেন্সি রেঞ্জ আকাশ মাঘারিয়া। সঙ্গে থাকবেন সাথি ভাঙ্গালিয়া ও সুজাতা কুমারী বীণাপাণি। হাইকোর্টের নজরদারিতে তদন্ত চলবে। প্রতি সপ্তাহে হাইকোর্টে তদন্তের অগ্রগতির রিপোর্ট জমা দিতে হবে। অভিযোগকারী ২ মহিলা নিরাপত্তার অভাব বোধ করলে SITর কাছে নিরাপত্তা চাইতে পারবেন।