প্রায় ১ কোটি রোহিঙ্গা মুসলমান পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ করে রাজ্যের জনবিন্যাস বদলে দিয়েছে। এমনই দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রবিবার নিজের বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামে প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানে যোগদানের পর একথা বলেন তিনি। সঙ্গে তিনি൲ দাবি করেন, উপ নির্বাচনের ফলের সঙ্গে সাধারণ নির্বাচনের কোনও যোগ নেই।
আরও পড়ুন - ছ'টাতেই হারব, আগেই জানতাম, উপ নির্বাচনের ভরাডুবির পরে মুখ খুলে🤡ই ব෴ললেন দিলীপ ঘোষ
পড়তে থাকুন - ‘কলকাতায় বস♓ে সিদ্ধান্ত নিলে এরকমই হবে, BJPর এই নেতৃত্ব মানুষকে মানুষ ভাবে না’
শনিবার রাজ্যে ৬ কেন্দ্রে উপনির্বাচনের ফল প্রকাশ হয়েছে। ৬টি কেন্দ্রেই বিপুল জয় পেয়েছে তৃণমূল। কোথাও তেমন দাঁত ফোটাতে পারেনি বিজেপি। তার পর এদিনও একাধিক উদাহরণ তুলে ধরে শুভেনღ্দুব💧াবু দাবি করেন, উপ নির্বাচনের প্রভাব সাধারণ নির্বাচনে পড়ে না। তিনি বলেন, ‘উপ নির্বাচনের ফলের প্রভাব সাধারণ নির্বাচনে পড়ে না। যে ছ’টি কেন্দ্রে উপনির্বাচন হয়েছে তার মধ্যে নৈহাটি, মাদারিহাট, তালডাংরা, মেদিনীপুরে আমরা ২০২৬ সালের নির্বাচনে জিতব। সিতাই আর হাড়োয়ায় পারব না। কারণ সিতাইয়ে মুসলিম ভোট ৪০ শতাংশ আর হাড়োয়ায় ৮০ শতাংশ।’
এর পরই বিরোধী দলনেতা দাবি করেন, ‘ভারতীয় মুসলমান বলছি না, প্রায় ১ কোটি রোহিঙ্গা মুসলমান পশ্চিমবঙ্গে ঢুকে জনবিন্যাস 𒈔বদলে দিয়েছে।’
আরও পড়ুন - ‘ডোন্ট গেট ওয়ারিড’, উপ নির্বাচনে ভরা🎀ডুবিকে গুরুত্ব দিতে ন⛎ারাজ শুভেন্দু
একই সঙ্গে শুভেন্দুবাবু বলেন, ‘সাগরদিঘি উপ নির্বাচনে তৃণমূলের হারের পর কী হয়েছিল সবাই দেখেছে। সেখানে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেওয়া হয়েছিল। এবারও ভোটের আগে বিভিন্ন জায়গায় পুলিশ আধিকারিকদের পাঠিয়ে বলা হয়েছে, যে বুথে তৃণমূল পিছিয়ে থাকবে সেখানে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে। আ🧸বাসের তালিকা থেকে সেই বুথের নাম 🦩বাদ যাবে।’