রাজ্যে ৬টি বিধানসভা উপ নির্বাচনের ৬টিতেই তৃণমলের বিপুল জয়ের পরদিনই প্রকাশ্যে যুদ্ধ বাঁধল তৃণমূলের ২ গোষ্ঠীর মধ্যে। শিশুমেলার আয়োজনকে কেন্দ্র করে ঘাটাল শ্রী অরবিন্দ স্টেডিয়ামে তৃণমূলের বৈঠকে সাংসদ দেবের অনুগামীদের সঙ্গে প্রাক্তন বিধায়ক শংকর দলুইয়ের অনুগামীদের সংঘর্ষে ঝরল রক্ত। সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। ঘটনাস্থল থেকে কোনওক্রমে দেবকে বার করে নিয়ে যান নি🐠রাপত্তারক্ষীরা।
আরও পড়ুন - ছ'টাতেই হারব, আগেই জানতাম, উপ নির্বাচনে𓃲র ভরাডুবির পরে মুখ খুলেই বললেন দিলীপ ঘোষ
পড়তে থাকুন - 'কলকাতায় বসে সিদ্ধান্ত নিলে এরকমই হবে, BJPরꦉ এই নেতৃত্ব মানুষকে মানুষ ভাবে না'
শিশুমেলাসহ শীতের একাধিক কর্মসূচির আয়োজন নিয়ে রবিবার ঘাটাল স্টেডিয়ামে বৈঠক ডেকেছিল তৃণমূল। বৈঠকে হাজির ছিলেন স্থানীয় সাংসদ দেবও। সভা চলাকালীন নেতাদের সামনেই দেবেꩲর অনুগামীদের সঙ্গে প্রাক্তন বিধায়ক শংকর দলুইয়ের অনুগামীদের সংঘর্ষ বেঁধে যায়। লাঠি নিয়ে একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ে ২ পক্ষ। গোটা মাঠ কিছুক্ষণের মধ্যেই যুদ্ধক্ষেত্রের চেহারা নেয়। শাসকদলের নেতা - কর্মীদের কাকে থামাবেন তা প্রথমে বুঝে উঠতে পারেননি সেখানে উপস্থিত পুলিশকর্মীরা। কিছুক্ষণ সংঘর্ষ চলার পর দেবকে নিরাপদে সেখান থেকে বার করতে তৎপর হন তাঁরা। বেশ কিছুক্ষণ পরে থামে সংঘর্ষ। ততক্ষণে ২ পক্ষের বেশ কয়েকজনের মাথা ফেটেছে।
এই ঘটনা নিয়ে শংকর দলুই বলেন, ‘তৃণমূলের মধ্যে বিভেদ তৈরির পিছনে কারও চক্রান্ত থাকতে পারে। ম𓂃েলার শ⭕ুভাকাঙ্খী কেউ এই কাজ করেনি। আমরা খতিয়ে দেখছি কী ভাবে গোলমাল শুরু হল। তবে সবাইকে নিয়েই মেলা হবে।’
আরও পড়ুন - ‘ডোন্ট গ🔴েট ওয়ারিড’, উপ নির্বাচনে ভরাডুবিকে ♓গুরুত্ব দিতে নারাজ শুভেন্দু
বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, ‘কোনও সাম্রাজ্যের পতনকালে এরকম হয়। এভাবেই নিজেদের মধ্যে মারামারি কর💫তে ক𒊎রতে তৃণমূল শেষ হয়ে যাবে। শিশুমেলার নামে ভাগ বাটোয়ারার বিবাদের জেরেই সংঘর্ষ।’