সদ্য সমাপ্ত বিধানসভা উপ নির্বাচনে জয়ী ৬ তৃণমূল প্রার্থীর শপথগ্রহণ অনুষ্ঠান বয়কট করবে বিজেপি। সোমবার বিজেপির পরিষদীয় দল সূত্রে 💫এমনটাই জানা গিয়েছে। বিজেপির দাবি, নি🎉র্বাচনের নামে যে প্রহসন হয়েছে তার প্রতিবাদেই ৬ জয়ী প্রার্থীর শপথগ্রহণ অনুষ্ঠান বয়কটের সিদ্ধান্ত।
আরও পড়ুন - গণনা শেষ হতেই BJP প্রার্থীর ট্রাক্টর ভাঙচুর,বাগানে তাণ্ডবের অ🅺ভিযোগ TMCর বিরুদ্ধে
পড়তে থাকুন - ‘প্রায় ১ কোটি রোহিঙ্গা মুসলমান পশ্চিমবঙ্গে ▨ঢুকে জনবিন্যাস ব🎃দলে দিয়েছে’
শনিবার রাজ্যের ৬ কেন্দ্রের বিধানসভা নির্বাচনের ফল প🌠্রকাশ হলে দেখা যায় ৬টি কেন্দ্রেই বিপুল জয় পেয়েছে তৃণমূল। সোমবার থেকে শুরু হয়েছে বিধানসভার অধিবেশন। চলতি সপ্তাহেই নবনির্বাচিত প্রার্থীদের শপথগ্রহণ হতে পারে। সেজন্য রাজ্যপালের অনুমতি চেয়ে চিঠি দেবেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। রাজ্যপাল অনুমতি না দিলে বিশেষ ক্ষমতা ব্যবহার করে বিধানসভাতেই ৬ জয়ী প্রার্থীকে বিধায়ক পদে শপথ পাঠ করাতে পারেন স্পিকার। বিজেপি সূত্রের খবর, তেমনটা হলে শপথগ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণ করবে না তারা।
বিজেপির অভিযোগ, উপ নির্বাচনের নামে প্রহসন হয়েছে। ভূলুণ্ঠিত হয়েছে গণতন্ত্র। ফল প্রকাশের পর বিভিন্ন জায়গায় আক্রান্ত হচ্ছেন বিজেপি কর্মীরা। এমনকী শনিবার রাতেই হ♔াড়োয়ার পরাজিত বিজেপি প্রার্থীর চাষের জমি, আমবাগানে তাণ্ডব চালিয়েছে তৃণমূলি দুষ্কৃতীরা। এর প্রতিবাদে শপথগ্রহণ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে তারা।
আরও পড়ুন - ঘাটলে TMCর গোষ্ঠী সংঘর্ষে রক্তারক্তি, দাঁড়িয়ে দাঁড়িয়ে যুদ্ধ দেဣখলেন দেব
বিজেপির অভিযোগে, পুলিশ, প্রশাসন ও গুন্ডাদের ব্যবহার করে ভোটারদের প্রভাবিত করেছে তৃণমূল। সব কিছু দেখেও নি⛄শ্চুপ ছিল কমিশন। তার জেরেই ৬টি কেন্দ্রের সবকটিতে হার হয়েছে তাদের।