দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংগঠন নির্বাচনের ভোটগণনা এখনও চলছে। শেষ পাওয়া🐻 খবর অনুসারে, মোট তিনটি আসনে এগিয়ে রয়েছেন কংগ্রেস প্রাভাবিত ছাত্র সংগঠন - ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়ন অফ ইন্ডিয়া বা এনএসইউআই-এর প্রার্থীরা। যার মধ্যে ছাত্র সংসদের সভাপতি পদটিও রয়েছে।
অন্♍যদিকে, আরএসএস-এর ছাত্র সংগঠন এবিভিপি এগিয়ে রয়েছে সহ-সভাপতি পদে।
পা꧑ঁ🥃চ রাউন্ড গণনা শেষ হওয়ার পর এনএসইউআই-এর সভাপতি পদপ্রার্থী রৌণক ক্ষত্রী এগিয়ে রয়েছেন মোট ৫,৫৩১টি ভোটের ব্যবধানে। যুগ্ম সচিব পদের প্রার্থী লোকেশ চৌধুরী এগিয়ে রয়েছেন ৬,০৬৫টি ভোটে। এবং সচিব পদপ্রার্থী নম্রতা জেফ মীনা এগিয়ে রয়েছেন মোট ৪,৪২৫টি ভোটের ব্যবধানে।
অন্যদিকে, সহ✤-সভাপতি পদে এগিয়ে রয়েছেন এবিভিপি প্রার্থী ভানু প্রতাপ সিং। তিনি এগিয়ে রয়েছেন ৬,১০১টি ভোটের ব্যবধানে।
প্রসঙ্গত, অনেক আগেই - গত ২৮ সেপ্টেম্বর দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র🐼 সংগঠনের নির্বাচনের ফলাফল ঘোষিত হয়ে যাওয়া꧒র কথা ছিল। নির্বাচন হয়েছিল তার ঠিক একদিন আগেই। কিন্তু, দিল্লি হাইকোর্টের নির্দেশের জেরে সেই প্রক্রিয়া স্থগিত হয়ে যায়।
আ🦩দালতের বক্তব্য ছিল, সংশ্লিষ্ট নির্বাচনের প্রচার চলাকালীন মানহানির যꦰে অভিযোগ উঠেছিল, সেই সংক্রান্ত জটিলতা যতক্ষণ না কাটছে, ততক্ষণ পর্যন্ত ভোটের ফলাফল ঘোষণা করা যাবে না।
এই নির্বাচনী প্রক্রিয়ায় চারটি কেন্দ্রীয় প্যানেল পদের জন্য মোট ২১ জন প্রার্থী হয়েছিলেন। শুধুমাত্র ছাত্র সংসদের সভাপতি পদের জন্যই ৮ জন প্রা✨র্থী নির্বাচনী লড়াইয়ে সামিল হন। সহ-সভাপতি পদে প্রার্থী হন ৪ জন। একইসঙ্গে, সচিব ও যুগ্ম সচিব পদের জন্যও ৪ জন করে মোট ৮ জন নির্বাচন লড়েন।
এবারের এই নির্বাচনে লড়াꦿই মূলত ছিল চতুর্মুখী। আরএসএস-এর ছাত্র সংগঠন এবিভিপি, কংগ্রেস প্রাভাবিত ছাত্র সংগঠন এনএসইউআই, বামেদের সংযুক্ত ছাত্র সংগঠন বা এআইএসএ এবং সিপিএম-এর ছাত্র সংগঠন এসএফআই-এর মধ্যেই মূলত এই লড়াই সীমাবদ্ধ ছিল।
ওয়াকিবহাল মহলের পর্যবেক্ষণ ছিল, সভাপতি পদে এনএসইউআই-এর রৌণক ক্ষত্রী, এবিভিপি-র রিষভ চৌধুরী এবং এআইএসএ-র স্যাভি গুপ্তার মধ্যে জ🌱োরদার লড়াই হবে🦩।
সহ-সভপতি পদের দাবিদের মধ্যে অন্যতমরা হলেন- এবিভিপি-র ভানু প্রতাপ সিং, এনএসইউআই-এর ইয়াশ নন্দল এবং এ𒆙আইএসএ-র আয়ুষ মণ্ডল।
এছা▨ܫড়াও, সচিব পদে যাঁদের মধ্যে লড়াই সবথেকে বেশি হওয়ার কথা ছিল, তাঁরা হলেন - এনএসইউআই-এর নম্রতা জেফ মীনা, এসএফআই-এর অনামিকা কে এবং এবিভিপি-র মিত্রবিন্দ কারাওয়াল।
যুগ্ম সচিব পদে দাবিদারদের অন্যতমরা হলেন - এসএফআই-এর স্নেহা আগরওয়াল, এনএসইউআই-এর লোকেশ চৌধুরী এবং এবিভিপি-💜র আমন কাপাসিয়া।
প্রসঙ্গত, এনএসইউআই বিদায়ী ইউনিয়ꦛনের সহ-সভাপতি পদে ছিল এবং এবিভিপি বাকি তিনটি পদে ছিল।