দেবচন্দ্রিমা সিংহ রায় থেকে অদ্রিজা রায়ের মতো টলিপাড়ার ছোটপর্দার অতিপরিচিত সব মুখেরা এখন জমিয়ে বি-টাউনে কাজ করছেন। আর এবার তাঁদের পথ অনুসরণ করলেন রোহন ভট্টাচার্যও, ছোট পর্দা থেকে তাঁরও উত্থান। আর এবার তিনি বলিউডে, কিন্তু মেগা বা সিরিজ নয়, শুরুতেই তাঁকে দেখা যাবে ছবিতে। তবে এ খবর বেশ কিছুদিন আগেই প্রকꦡাশ্যে এসেছিল। কিন্তু কীভাবে এল সু𒅌যোগ? এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে রোহন হিন্দুস্থান টাইমস বাংলাকে জানিয়েছেন, ইরফান-পুত্র বাবিল খানের নাকি তাঁর করা চরিত্রটি করার কথা ছিল!
অনেকেই বলেন বলিউডে কাজ পাওয়া বেশ কঠিন বিষয়, বহুদিন ধরে চেষ্টা করতে হয়। কিন্তু রোহন জানান তাঁর কাছে সুযোগ আসে ‘খুব কাকতালীয় ভাবে’। অভিনেতার কথায়, ‘হঠাৎ করেই ജসুযোগ আসে, খুব কাকতালীয় ভাবে। আসলে এই ছবিটা আমার করার কথাও ছিল না। আমি যে চরিত্রটা করেছি সেই চরিত্রটা বাবিল খানের (ইরফান খানের পুত্র) করার কথা ছিল। নির্মাতারা নভেম্বরের মধ্যে আমাদের ছবিটার শ্যুটিং শেষ করতে চেয়েছিলেন। কিন্তু তখন বাবিলের অন্য একটি ছবির শ্যুটিং চলছিল। সেই সময় তিনি জানান যে, তিনি ওই মুহূর্তেই ছবিটা করতে পারবেন না। বাবিল মার্চ মাসের আগে এই ছবিটির কাজ শুরু করতে পারবেন না বলে জানান। বাবিলকে যেহেতু পাওয়া গেল না, তখন পরিচালক মনে করেন যে, এটা যেহেতু একজন বাঙালি বীরের আত্মজীবনীমূলক ছবি, তাই বাংলা থেকেই একজন অভিনেতাকে নেওয়া যায়। কারণ বাকি সকলকে তো বলিউড থেকেই নেওয়া হয়েছে। তারপর ওঁরা খোঁজ শুরু করেন, আর যাঁর জীবনী নিয়ে এই ছবি তাঁর সঙ্গে আমার মুখের খানিকটা মিল থাকায় ওঁরা আমাকে কাস্ট করেন।'
আরও পড়ুন: প্রেমদিবসে🐬 বরের থেকে আলাদা! সৌরভ নয়,'প্রথম ভ্যালেন্টাইন'-এর সঙ্গে কাটবে দর্শনার ১৪ই ফেব্রুয়ারি
ইন্দিরা ধর মুখোপাধ্যায় পরিচালিত এই ছবিতেই নায়কের চ♊রিত্রে অভিনয় করতে দেখা যাবে রোহন ভট্টাচার্য। সিনেমায় ফুটে উঠবে ২০২২ সালে কাশ্মীরে সন্ত্রাসবাদীদের হাতে নিহত এক বাঙালি জওয়ান অনির্বাণ বন্দ্যোপাধ্যায়ের জীবনী। তবে কেবল অনির্বাণ বন্দ্যোপাধ্যায় নন, ছবিতে ফুটে উঠবে তাঁর মা বাবার কথাও। অ🦋ভিনেতা জানান এই ছবিতে তাঁর বাবার ভূমিকায় দেখা যাবে নীরজ কবিকে অন্যদিকে মায়ের ভূমিকায় থাকবেন দিব্যা দত্ত। তাঁদের সঙ্গে একসঙ্গে কাজ করার সুযোগ পেয়ে ভীষণ ভাবে আপ্লুত অভিনেতা। তিনি জানান অনেক কিছু শিখেছেন তাঁদের সঙ্গে কাজ করতে গিয়ে। অভিনেতা বলেন, ‘ওঁরা এক এক একজন দিকপাল অভিনেতা। ওঁদের থেকে সকলে অভিনয় শেখেন, তাঁদের সঙ্গে সারাদিন এক সেটে অভিনয় করার অভিজ্ঞতা যে দারুণ হবে তা তো বলাই বাহুল্য।’
আরও পড়ুন: 'পথ চলা শুরু...', ১২𝄹 বছরের সম্পর্ক ভেঙেছে! ফের কাছাকাছি সৌপ্তিক-রণিতা, জুড়ছে ভাঙা প্রেম?
তারপর রোহন সেটে নীরজ কবির সঙ্গে প্রথম আলাপের সময় কী ঘটেছিল তাও ভাগ করে নেন। তিনি বলেন, ‘প্রথম যে দিন আমার নীরজ কবি স্যারের সঙ্গে শ্যুটিং ছিল সেদিন আমাদের পরিচালক ওঁর সঙ্গে প্রথমে আলাপ করিয়ে দেন আমাকে। স্যার আমার থেকে জানতে চান যে, ‘তুমি কীভাবে তৈরি হয়েছ চরিত্রটার জন্য?’ আমি তো প্রথম দিকে একটু ঘাবড়ে যাই কারণ ওঁর সামনে কীভাবে বলব! তিনি তো সকলকে শেখান, ভিকি কৌশল, হৃতিক রোশনের মতো অভিনেতারা ওঁর কাছে ওয়ার্কশপ করেছেন। আর সেখানে তিনি আমার থেকে জানতে চাইছেন! যাইহোক তারপর সবটা বলি নিজের মতো করে। পাশাপাশি তিনি কোনও চরিত্রের জন্য নিজেকে কীভাবে প্রস্তুত করেন তাও জানতে চাই। তিনি আমাকে নানা টিপস দেন। এই ছবির সেটটা আমার জন্য পুরোটা একটা ইনস্টিটিউশনের মতো ছিলꦡ। দিব্যা দত্তের থেকেও অনেক কিছু শিখেছি।'