‘ইন্ডিয়াস গট ল্যাটেন্ট’-এ ‘মা-বাবার সঙ্গম’ নিয়ে বিতর্কিত মন্তব্য করে বিপাকে পড়েছেন রণবীর এলাহাবাদিয়া। একসময় তাঁর পডকাস্টে আসতে মুখিয়ে থাকত যে তারকারা, এখন তাঁরাই মুখ ফিরিয়েছেন। ক্রমাগত ꧂সমালোচনায় রীতিমতো জর্জরিত। এমনকী, এফআইআর-ও হয়েছে তাঁকে নিয়ে। প্রকাশ্যে ক্ষমা চেয়েও বিশেষ লাভ হয়নি। এ🧸রই মাঝে এখটি ভিডিয়ো ভাইরাল। যেখানে দেখা যাচ্ছে কেঁদে ভাসাচ্ছেন তিনি। সেই ভিডিয়ো কি আসলেই সত্যি?
ভিডিয়োতে রণবীর এলাহাবাদিয়ার কান্না
ভিডিয়োতে দেখা যাচ্ছে, সাদা টি-শার্ট পরা রণবীর ক্যামেরার দিকে তাকিয়ে রয়েছেন। চোখ দিয়ে ঝরঝর করে পড়ছে জল। আর বলছেন, ‘আমার এই কারণে খারাপ লাগছে যে সব কাজ বন্ধ হয়ে গিয়েছে। (এরপর একটি গালাগালি আসে)। আমার কারণে পুরো টিম এক্সপোজড। আমার কারণে সবার কাজ বন্ধ হয়ে গিয়েছে।’ ক্ল💖িপটি শেয়ার করে দাবি করা হয়েছে যে এটি রণবীরের প্রতিক্রিয়া, সেই বিতর্কিত ইন্ডিয়াস গট ল্যাটেন্টের শো-এর পর।
যদিও বাস্তব একেবারেই ভিন্ন। ক্লিপটি রণবীর এলাবাদিয়া ৩ বছর আগে কোভিড-১৯ এর দ্বিতীয় ঢেউ এবং তার পরবর্তী লক🍸ডাউনের সময় পোস্ট করেন। এলাহাবাদিয়া তখন করোনাভাইরাসে আক্রান্ত। আর রিপোর্ট পজিটিভ আসার পর শেয়ার করেছিলেন। আর এখানে ‘এক্সপোজড’ বলতে বোඣঝানো হয়েছে, তাঁর থেকে ছড়িয়েছে। আসল ভিডিওটি শুরু হয় যখন তিনি কোভিড -১৯ পরীক্ষা করিয়েছেন এবং বলছেন, ‘হাই বন্ধুরা, আমি সবেমাত্র কোভিড পজিটিভ হয়েছি।’
ইন্ডিয়াস গট ল্যাটেন্ট' নামের শো-তে রণবীর এক প্রতিযোগীর উদ্দেশে বলে বসেন, ‘আপনি কি সারাজীবন মা-বাবাকে সঙ্গম করতে দেখতে চান, নাকি চান তাতে যোগ দিয়ে সেটিপুরোপুরি𝓀 বন্ধ করে দিতে?’ এর ফলে আপাতত ক্ষোভে গোটা দেশ। মহারাষ্ট্র সাইবার সেল এই শোয়ের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। গুয়াহাটি ক্রাইম ব্রাঞ্চ এই শোয়ের সঙ্গে যুক্ত বিভিন্ন প্রভাবশালী ও নির্মাতাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে। এফআইআর-এ অশ্লীলতা এবং মহিলাদের সম্মান ক্ষুন্ন করার অভিযোগ রয়েছে।
তদন্তের অংশ হি💫সাবে, ইন্ডিয়াস গট ল্যাটেন্টের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, যার মধ্যে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার আশিস চঞ্চলানি, জসপ্রীত সিং, অপূর্ব মাখিজা, রণবীর এলাহাবাদিয়া এবং হোস্ট সময় রায়না রয়েছেন।
এক বিবৃতিতে অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন (এআইসিডব্লিউএ) রণবীরের মন্তব্যকে 'ঘৃণ্য' এবং সামাজিক মূল্যবোধের প্রতি 'অসম্মানজনক' বলে নিন্দা জানিয়েছে। এআইসিডব্লিউএ ইন্ౠডিয়াস গট ল্যাটেনকে নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছে এবং অভিনেতা এবং চলচ্চিত্র নির্মাতাদের এই ধরনের শো থেকে দূরে থাকার আবেদন জানিয়েছে।
রণবীর এলাহাবাদিয়া ও সময় রায়নার প্রতিক্রিয়া
এই শোরগোলের পর রণবীর আলাহাবাদিয়া তার মন্তব্যের জন্য প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন। তিনি স্বীকার করেছেন যে তার মন্তব্য অনুপযুক্ত। ‘আমার মন্তব্য শুধু অনুপযুক্তই ছিল না, মজারও ছিল না। কমেডি আমার বিশেষত্ব নয়, আমি এখানে শুধু দুঃখ পಞ্রকাশ করতে এসেছি’, বলেন ভিডিয়ো-বার্তাতে।
সঞ্চালক সময় রায়নাও তাঁর সোশ্যাল মিডিয়ায় পো♛স্ট করে জানিয়েছেন যে তিনি ইউটিউব থেকে এই শোয়ের সমস্ত ভিডিয়ো মুছে ফেলেছেন এবং সমস্ত ধরনে﷽র তদন্তের সঙ্গে সহযোগিতা করবেন।