চ্যাম্পিয়ন্স ট্রফির ঠিক আগে ঘরের মাঠে চমকপ্রদ ক্রিকেট উপহার দেয় পাকিস্তান। তারা বুধব📖ার ত্রিদে💜শীয় সিরিজের ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরাট রানের ইনিংস তাড়া করতে নেমে জয় তুলে নেয়।
করাচির ন্যাশনাল স্টেডিয়ামে শুরুতে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা নির্ౠধারিত ৫০ ওভারে তোলে ৫ উইকেটে ৩৫২ রান। তেম্বা বাভুমা ৮২, ম্যাথিউ ব্রিৎজকে ৮৩ ও এনরিখ ক্লাসেন ৮৭ রান করেন।
পালটা ব্যাট করতে নেমে পাকিস্তান ৪৯ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ৩৫৫ রান তুলে ম্যাচ জিতে যায়। ১২২ রান করে অপরাজিত থাকেন মহম্মদ রিজওয়ান। ১৩৪ রান করে আউট হ🅠ন সলমন আঘা। উল্লেখযোগ্য বিষয় হল, ব𒐪িরাট এই জয়ের পথে পাকিস্তান অন্তত ১০টি দুর্দান্ত রেকর্ড গড়ে ফেলে।
আরও পড়ুন:- 💝IND vs ENG: আবির্ভাবেই চমক রানার, ৩ ম্যাচের ODI সিরিজে সব থেকে বꩲেশি উইকেট কাদের?
পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচের ১০টি বিরাট রেকর্ড
১. নিজেদের একদিনের আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে সব থেকে ✤বেশি রান তাড়া করে ম্যাচ জয়ের রেকর্ড গড়ে পাকিস্তান। এর আগে লাহোরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩৪৯ রানের টার্গেটে পৌঁছে ম্যাচ জয় ছিল পাকিস্তানের সর্বকালীন রඣেকর্ড।
২. দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আর কোনও দল একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে এত রান (৩৫ꦓ২) তাড়া করে ম্যাচ জি🌟ততে পারেনি। সেদিক থেকেও সর্বকালীন রেকর্ড গড়ে পাকিস্তান।
৩. করাচির ৪ উই𒈔কেটে ৩৫৫ রান দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে পাকিস্তানের সর্বোচ্চ দলগত ইনিংস।
আরও পড়ুন:- ঋষভ পন্তের প্রাণ বাঁচানো রজত এখন নিজেই🍬 লড়ছেন মৃত্যুর সঙ্গে, দায়ের হয়েছে গুরুতর অভি🔯যোগ
৪. বুধবার করাচিতে মহম্মদ রিজওয়ান ও ౠসলমন আঘা ২৬০ রানের পার্টনারশিপ গড়েন। একদিনের আন্তর্জাতির ক্রিকেটে চতুর্থ উইকেটের জুটিতে পা﷽কিস্তানের এটিই সর্বোচ্চ পার্টনারশিপ।
৫. করাচির ন্যাশনাল স্টেডিয়ামে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে যে কোনও উইকেটের জুটিতে সব থেকে♑ বেশি রানের পার্টনারশিপের রেকর্ড গড়েন রিজওয়ান ও সলমন।
৬. মহম্মদ রিজওয়ানের অপরাজিত ১২২ রান পরে ব্যাট করে জেতা ম্যাচে কোনও পাক অধিনায়𝓡কের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস।
৭. এই প্রথম একটি ওয়ান ডে ম্যাচে ব্যাটিং🔜 অর্ডারের চার ও তারও নীচের দুই পাক ব্যাটার একসঙ্গে শতরান করেন।
৮. এই প্রথম পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার কোনও ওয়ান ডে ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৭০০-র 🍰বেশি (৭০৭) রান ওঠে।
৯. পাকিস্তানের হয়ে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ৫ বা তারও নীচে ব্যাট করতে নেমে সব থেকে বেশি রানের ব্যক্ত༒িগত ইনিংস খেলার রেকর্ড গড়েন সলমন আঘা (১৩৪)।
১০. একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে রান তাড়া করতে নেম༺ে কোনও উইকেটকিপার ক্যাপ্টেন রিজওয়ানের থেকে (অপরাজিত ১২২) বেশি রান করতে পারেন🅰নি।