🐬 আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে ওয়ার্ম আপ ম্যাচের সূচি প্রকাশিত হয়ে গেল। ১৪ থেকে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত ওয়ার্ম আপ ম্যাচ খেলবে বেশ কয়েকটি দল। যেমন আফগানিস্তান, দঃ আফ্রিকা, বাংলাদেশের মতো দলগুলো নিজেদের দেখে নেবে আইসিসির মেগা ইভেন্টের আগে। ১৬ ফেব্রুয়ারি আফগানিস্তানের সঙ্গে ম্যাচ রয়েছে নিউজিল্যান্ডের। এছাড়া ১৪ তারিখ পাকিস্তান শাহিনের ম্যাচ দিয়ে ওয়ার্ম আপের ম্যাচগুলো শুরু হতে চলেছে।
𒆙আরও পড়ুন-শততম টেস্টে ক্রিকেটকে বিদায়! শেষ ইনিংসে করুণারত্নে করলেন ১৪, দুই ইনিংস মিলিয়ে ৫০
❀এবারে দুবাই ছাড়াও পাকিস্তানের মাটিতে বসছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। ঘরের মাঠে পাকিস্তান ফেভারিট হিসেবে শুরু করতে চাইবে, যদিও তাঁদের সাম্প্রতিক আইসিসির ইভেন্টে পারফরমেন্স কিন্তু মোটেই খুব একটা ভালো নয়। প্রসঙ্গত ১৯ ফেব্রুয়ারি থেকে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ শুরু, চলবে ৯মার্চ পর্যন্ত।
ꦗচ্যাম্পিয়ন্স ট্রফির আগে সব দলই নিজেদের স্টেজ রিহারশাল সেড়ে ফেলতে চাইবে ওয়ার্ম আপ ম্যাচগুলোয়। কারণ চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ লিগে রয়েছে তিনটি করে ম্যাচ। ফলে ১টা ম্যাচ হারা মানেও অনেকটাই চাপে পড়ে যাওয়া। তাই সব দলই চাইবে শুরু থেকেই আইসিসির এই ইভেন্টে জয়ের মধ্যে থাকতে। আর এখন অধিকাংশ দলের ক্রিকেটাররাই বেশি ব্যস্ত থাকেন টি২০ ফ্র্যাঞ্চাইজি লিগ খেলায়। তাই ক্রিকেটারদের ছন্দের মধ্যে আসতেও বেশি সম্ভব প্রস্তুতি ম্যাচ খেলতে চাইছে বিভিন্ন দেশের বোর্ড।
🦄আরও পড়ুন-আয়ুবের চোট, ICC চ্যাম্পিয়ন্স ট্রফিতে ওপেনার কে? রিজওয়ান বলছেন, ‘কিং কর লেগা’,
𓄧পাকিস্তান ক্রিকেট বোর্ড ওয়ার্ম আপ ম্যাচের জন্য পাকিস্তান শাহিনসের তিনটি আলাদা স্কোয়াড ঘোষণা করেছে। এর মধ্যে একটি দল লাহোরে আফগানিস্তানের বিরুদ্ধে খেলবে, সেই দলকে নেতৃত্ব দেবেন শাদাব খান। ১৭ ফেব্রুয়ারি শাহিনসের দুটি দল ওয়ার্ম আপ ম্যাচ খেলবে করাচি এবং দুবাইতে। মহম্মদ হুরাইরা দঃ আফ্রিকার বিরুদ্ধে শাহিন্সের ম্যাচে দলকে অধিনায়কত্ব করবেন আর মহম্মদ হ্যারিস বাংলাদেশের বিরুদ্ধে দুবাইতে দলকে নেতৃত্ব দেবেন। নিউজিল্যান্ড বনাম আফগানিস্তানের ওয়ার্ম আপ ম্যাচ আয়োজিত হবে ১৬ ফেব্রুয়ারি। খেলা ববে করাচিতে।