নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অনুষ🔯্ঠিত সিরিজের তৃতীয় ওয়ানডেতে ইংল্যান্ড🐟কে ১৪২ রানে হারিয়ে ৩-০ ব্যবধানে সিরিজ জয় নিশ্চিত করেছে ভারত। ম্যাচের শুরুতেই ক্যাপ্টেন রোহিত শর্মা উইকেট হারালেও, শুভমন গিল দুর্দান্ত এক সেঞ্চুরি হাঁকান। পাশাপাশি, বিরাট কোহলি ও শ্রেয়স আইয়ার অর্ধশতক করেন। তাদের অসাধারণ ব্যাটিং পারফরম্যান্সের সুবাদে ভারত ৩৫৬ রান সংগ্রহ করে এবং দ্বিতীয় ইনিংসে বল হাতে ইংল্যান্ডকে একেবারে কঠিন চাপে ফেলে দেয়।
এই সিরিজে আমরা কোনও ভুল করিনি- রোহিত শর্মা
তৃতীয় ওয়ানডে শেষে, অধিনায়ক রোহিত শর্মা দলের ইতিবাচক দিক ও শিখনীয় বিষয়গুলো তুলে ধরেন। তিনি বলেন, গোটা সিরিজেই দল অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছে এবং এখন তার লক্ষ্য খেলোয়াড়দের ধারাবাহিকতা বজায় রাখা ও স্পষ্ট যোগাযোগ রাখা। রোহিত পোস্ট-ম্যাচ প্রেজেন্টেশনে বলেন, ‘আমি মনে করি না যে, এই সিরিজে আমরা কোনও ভুল করেছি। 𝔉তবে, অবশ্যই কিছু জায়গা উন্নতির প্রয়োজন, যা আমি এখানে ব্যাখ্যা করতে চাই না। আমাদের দায়িত্ব হল স্কোয়াডে ধারাবাহিকতা বজায় রাখা এবং সবার সঙ্গে স্পষ্ট যোগাযোগ রাখা।’
আরও পড়ুন… ভিডিয়ো: IND vs ENG 3rd ODI-র মাঝপথে ডাগআউটে ঘুমিয়ে পড়লেন ইংল্যা💝ন্ডের জোফ্রা আর্চার
সব সময় পরিকল্পনা কার্যকর নাও হতে পারে - রোহিত শর্মা
তিনি আরও বলেন, ‘একটি চ্যাম্পিয়ন দল সবসময় নিজেদের আরও ভালো করার চেষ্টা𒁃 করে এবং সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করে। প্রথম ইনিংসে স্কোর দেখে আমি বেশ খুশি। স্কোয়াডে খেলোয়াড়দের স্বাধীনতা দেওয়া হয়েছে যাতে তারা নিজেদের মতো করে খেলতে পারে। ওয়ানডে বিশ্বকাপেও আমরা একই পদ্ধতি অনুসরণ করেছি, এবং তা চালিয়ে যেতে চাই। সব সময় পরিকল্পনা কার্যকর নাও হতে পারে, তবে সেটা মেনে নিতেই হবে।’
নিজের আউট প্রসঙ্গে কী বললেন রোহিত শর্মা-
সিরিজ জিতে দার🌠ুণ খুশি ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা, ‘সিরিজের যেভাবে এগিয়েছে, তা নিয়ে আমি খুবই, খুবই খুশি। আমরা জানতাম যে এখানে বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হতে পারি।’ নিজের আউট হওয়ার প্রসঙ্গে রোহিত শর্মা বলেন, ‘আজ যে ডেলিভারিতে আমি আউট হয়েছি, সেটার জন্য আমি কিছুই করতে পারতাম না। বলের কৃতিত্ব দিতে হবে বোলারকে, কারণ তার কাজ ব্যাটসম্যানকে আউট করা এবং ব্যাটসম্যানের কাজ সেই চ্যালেঞ্জের মোকাবিলা করা। আমি দ্বিতীয় বলেই ব্যাটের কানা ছু🌼ঁইয়ে আউট হয়েছি, এটা নিয়ে আমি কিছুই করতে পারতাম না।’
নিজের দায়িত্ব নিয়ে কথা বললেন রোহিত শর্মা-
সিরিজে কোনও ভুল করেছে কি টিম ইন্ডিয়া? এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে রোহিত শর্মা বলেন, ‘আমার মনে হꦿয় না এই সিরিজে আমরা কোনও ভুল করেছি। অবশ্যই এমন কিছু বিষয় আছে যেগুলো আমরা উন্নত করতে চাই, কিন্তু সেটা আমি এখানে দাঁড়িয়ে ব্যাখ্যা করব না। স্কোয়াডের মধ্যে একটা ধারাবাহিকতা বজায় রাখা আমাদের দায়িত্ব এবং যোগাযোগও পরিষ্কার থাকা দরকার।’
আরও পড়ুন … ভিডিয়ো: আ🍬র্শদীপের বলে ডাকেট আউট হতেই আঙুল দিয়ে মাথার দিকে কী দেখালেন রোহিত?
সবসময় সবকিছু পরিকল্পনামাফিক হবে না - রোহিত শর্মা
বিশ্বকাপের পরিকল্পনা নিয়ে খেলতে নেমেছিল টিম ইন্ডিয়া। রোহিত শর্মা জানান, ‘যে কোনও চ্যাম্পিয়ন দল চায় প্রতিটি ম্যাচে উন্নতি করতে এবং এগিয়ে যেতে। বিরতিতে আমরা যে স্কোর প🅰েয়েছি, তা নিয়ে আমি খুবই খুশি। দলটিতে একটা স্বাধীনতা আছে যেখানে সকলেই নিজের মতো করে খেলতে পারে। বিশ্বকাপে আমরা সেটার দৃষ্টান্ত দেখিয়েছি এবং আমরা সেই ধারাবাহিকতা বজায় রাখতে চাই। সবসময় সবকিছু পরিকল্পনামাফিক হবে না, কিন্তু সেটা একদমই ঠিক🅷 আছে।’
ভারত তাদের চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযান ২০ ফেব্রুয়ারি দুবাইতে বাংলাদেশের বিপক্ষে শুরু করবে। এরপর ২৩ ফেব্রুয়ারি পাকিস্তান ও ২ মার্চ নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে। ভারতীয় দল ১৫ ফেব্রুয়ারি দুবꦜাইয়ের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে।