✱ সময় যত গড়াচ্ছে ততই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আসছে চণ্ডীতলা থানার অপসারিত ওসি জয়ন্ত পাল সম্পর্কে। জানা গিয়েছে, বুধবার রাতে গুলিবিদ্ধ হওয়ার পর তাঁর গাড়ি থেকে পাওয়া গিয়েছে কন্ডোম ও সেক্স টয়। এমনকী ব্যভিচারী স্বভাবের সঙ্গে স্ত্রীর সঙ্গে জয়ন্তবাবুর সম্পর্ক নেই বললেই চলে।
⭕বুধবার রাতে জয়ন্তবাবুর গুলিবিদ্ধ হওয়ার ঘটনার পর রাজ্যের পুলিশমহলে শোরগোল পড়ে গিয়েছে। একজন ওসি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে না জানিয়ে। থানা ছেড়ে নিজের গাড়ির সঙ্গে একটা পুলিশের গাড়ি নিয়ে পাশের জেলায় চলে গেলেন কী করে সেই প্রশ্ন উঠছে বাহিনীর ভিতরেই। একই সঙ্গে প্রশ্ন উঠছে বাহিনীর শৃঙ্খলা নিয়েও।
🌳জয়ন্তবাবুর কাণ্ডে যখন অস্বস্তি এড়াতে ব্যস্ত পুলিশ তখন প্রকাশ্যে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। আর তাতে অস্বস্তি আরও বাড়ছে পুলিশের। জানা গিয়েছে, বুধবার যে গাড়িতে জয়ন্তবাবু গুলিবিদ্ধ হয়েছিলেন সেখান থেকে উদ্ধার হয়েছে কন্ডোম ও সেক্স টয়। শুধু তাই নয়, জয়ন্তবাবুর বিরুদ্ধে ব্যভিচারের অভিযোগ নতুন নয়। তাঁর বিরুদ্ধে পুলিশকর্তাদের কাছে ব্যভিচারের অভিযোগ জানান তাঁর স্ত্রী। জানা গিয়েছে, বর্ধমানে পোস্টিং থাকার সময় এক মহিলার সঙ্গে সম্পর্কে জড়ান জয়ন্তবাবু। তাই নিয়ে দাম্পত্যকলহ শুরু হলে পুলিশকর্তাদের দ্বারস্থ হয়েছিলেন জয়ন্তবাবুর স্ত্রী। কিন্তু তার পরও জয়ন্তবাবুর বেলাগাম জীবনে রাশ পড়েনি। ওদিকে বেপরোয়া স্বভাবের জন্য স্ত্রীর সঙ্গে দূরত্ব বাড়ে জয়ন্তবাবুর।
🀅আরও জানা গিয়েছে, হুগলি জেলার বড় অংশে প্রবল দাপট ছিল অভিযুক্ত ওসির। এমনকী হুগলিতে একটি পানশালা চালান তিনি। সেই পানশালায় দেখা যায় জেলা পুলিশের তাবড় কর্তাদের।