শুভব্রত মুখার্জি: সাম্প্রতিক কালে ম্যাঞ্চেস্টার সিটির ফুটবলার বেঞ্জামিন মেন্ডি যৌন নিগ্রহে দোষী সাব্যস্ত হয়েছেন। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফুটবল জগতে এসে পড়ল ফের শার෴ীরিক নিগ্রহের ছায়া। জার্মানি তথা বায়ার্ন মিউনিখের প্রাক্তন ফুটবলার জেরোম বোয়াতেং-কে এ বার তাঁর প্রাক্তন বান্ধবীকে শারীরিক নিগ্রহ করার কারণে দোষী সাব্যস্ত করল মিউনিখের এক কোর্ট।
উল্লেখ্য ঘটনাটি ঘটে আজ থেকে বছর তিনেক আগে ২০১৮ সালে। সেই বার রাশিয়া বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকে ছিটকে যায় জার্মানি। এর পরেই নিজের তৎকালীন বান্ধবী শেরিন সেনলারকে সঙ্গে নিয়ে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে বিলাস বহুল ছুটি কাটাতে যান। দু'জনের মধ্যে টেনশন আগে থেকেই ছিল। কারণ সেই সময় বোয়াতেং বিপুল অঙ্কের টাকায় পিএসজিতে যাওয়ার চেষ্টা করছিলেন, কিন্তু তাতে সফল হননি। সেই ইস্যুতেই থাকার জায়গা নিয়ে দু'জনের মধ্যে চাপা টেনশন ছিল। সেখানেই তাস খেলার সময় বিবাদে জড়িয়ে পড়েন দু'জনে। বোয়াতেং সেই সময় তাঁর বান্ধবীর চ꧂োখ আঙুল দিয়ে চেপে ধরেন, মাথায় কামড় বসিয়ে 🐷দেন,চুলের মুঠি ধরে তাঁকে টেনে ছিঁচড়ে নিয়ে যান ,পিঠে একাধিক ঘুষি মারার ফলে কিছুক্ষণের জন্য তাঁর বান্ধবীর দম আটকে গিয়েছিল।
এই ঘটনার রায় ঘোষণা করতে গিয়ে বিচারক কাই ডিঙ্গারডিসেন বোয়াতেং-কে দোষী সাব্যস্ত করেন। প্রসিকিউটর স্টেফানি একার্ট ১.৫ বছরের কারাবাস এবং ১.৫ মিলিয়ন ইউরো জরিমানার দাবি জানিয়েছেন বোয়াতেং-এর বিরুদ্ধে। মিউনিখের কোর্ট বোয়াতেং-কে ১.৮ মিলিয়ন ইউরো জরিমানা করে। রায় শোনার পরেই দ্রুত কোর্টরুম ছে⛄ড়ে নিজের এসইউভি চেপে বেরিয়ে যান তারকা ফুটবলার।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।