🙈শুভব্রত মুখার্জি: নতুন কোচের হাত ধরে চলতি মরশুমে কি ঘুরে দাঁড়াতে পারবে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড? এই নিয়ে জল্পনা ছিল। তবে রেড ডেভিলসদের কোচ হিসেবে প্রথম ম্যাচে স্বস্তি দিলেন রাল্ফ রাংনিক। প্রিমিয়ার লিগে ম্যান ইউনাইটেডের হয়ে তাঁর অভিষেক ম্যাচে স্বস্তির জয় পেল রাংনিকের টিম। ম্যাচ জুড়ে আক্রমণে আধিপত্য ছিল রেড ডেভিলসদের। ফিনিশিংয়ের দুর্বলতা এবং প্রতিপক্ষের রক্ষণের দৃঢ়তায় এ দিন বড় স্কোরলাইনে জেতা সম্ভব হল না ম্যান ইউনাইটেডের। এ দিনের ম্যাচে ব্যক্তিগত নৈপুণ্যে ব্যবধান গড়ে দেন ফ্রেড। ফলে ১-০ ফলে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে জয় পেলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোরা।
রবিবার অন্তর্বর্তীকালীন কোচ রালফ রাংনিকের অধীনে ওল্ড ট্র্যাফোর্ডে প্রিমিয়ার লিগের ম্যাচে ১-০ গোলে জেতে ম্যান ইউনাইটেড। যা আত্মবিশ্বাস জোগাবে গোটা দলকে। প্রথমার্ধে বেশ কিছু ভাল সুযোগ পান রোনাল্ডো। পাঁচ বারের বর্ষসেরা ফুটবলার অবশ্য ইউনাইটেডকে লিড এনে দিতে ব্যর্থ হন। প্রথমার্ধে ☂দুটি ভালো সুযোগ পায় সফরকারীরা। তাদের দু'টি প্রচেষ্টা অবশ্য সফল হতে দেননি ইউনাইটেড গোলরক্ষক ডেভিড ডি' গেয়া।
বিরতিতে🉐 গোলশূন্য ছিল ম্যাচের ফল। ৬৭ মিনিটে বক্সের বাইরে ডান দিকে র্যাশফোর্ডকে ফাউল করা হলে ফ্রি-কিক পায় ইউনাইটেড। ব্রাজিলিয়ান ডিফেন্ডার আলেক্স তেলেসের বাঁকানো শটে বল ক্রসবারের ওপরে লেগে বাইরে বেড়িয়ে যায়।
আক্রমণ, প্রতি আক্রমণে ম্যাচ গড়াচ্ছিল। তবে ৭৭ মিনিটে পার্থক্য গড়ে দিলেন ফ্রেড। ম্যান ইউনাইটেডকে ১-০ এগিয়ে দেন তিনি। ম্যাসন গ্রিনউডের পাস থেকে ডি-বক্সের বাইরে থেকে ডান পায়ের দারুণ শটে গোল করেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার। এই জয়ের ফলে ১৫ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে উ🌠ঠে এল ইউনাইটেড। ১৬ পয়েন্ট নিয়ে ১২তম স্থানে রয়েছে ক্রিস্টাল প্যালেস। সমসংখ্যক ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে গতবারের চ্যাম্পিয়ন ম্যাঞ্চেস্টার সিটি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।