১ অগস্ট ইস্টবেঙ্গল প্রিমিয়ার লিগ নেক্সট জেন কাপের যাত্রা শুরু করবে। প্রথম ম্যাচ ক্রিস্টাল প্যালেসের বিরুদ্ধে। ২🐻 ও ৩ অগস্ট ম্যাচ রয়েছে যথাক্রমে এভারটন ও অ্যাস্টন ভিলার বিরুদ্ধে। দল ইতিমধ্যেই লন্ডনের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে। অন্যদিকে সিনিয়র দল ডুরান্ড কাপে তাদের প্রথম ম্যাচ খেলবে ইন্ডিয়ান এয়ারফোর্সের বিরুদ্ধে। ꦏকার্লেস কুয়াদ্রাত পুরো শক্তির দল নিয়েই ডুরান্ড কাপে খেলতে নামবেন।
আরও পড়ুন… Paris Olympics 2024: ২৭ মিনিটেই শেষ ম্যাচ, দুর্দান্ত জয় দিয়ে অඣভিযান শুরু করলেন পিভি সিন্ধু
এদিকে গতবারের চ্যাম্পিয়ন মোহনবাগান ম্যাচ দিয়ে শুরু হয়ে গিয়েছে ডুরান্ড কাপের লড়াই। প্রথম ম্যাচে কষ্টার্জিত জয় পেয়েছে মোহনবাগান ব্রিগেড। এবার মাঠে নামার পালা মহমেডান ও ইস্টবেঙ্গলের। রবিবার মহমেডান কিশোর ভারতী স্টেডিয়ামে ইন্টার কাশীর বিরুদ্ধে ম্যাচ দিয়ে নিজেদের যাত্রার শুরু করবে। আর রবিবার নামবে♑ ইস্টবেঙ্গল। একদিকে যেখানে লাল হলুদের সিনিয়র দল ডুরান্ড খেলবে, সেই সময় জু🧜নিয়র দল খেলবে নেক্সট জেন কাপ। চলুন দেখে নেওয়া যাক এখনও পর্যন্ত কেমন হয়েছে ইস্টবেঙ্গলের দল।
আরও পড়ুন… SL vs IND: কোহল💖ি বা রোহিত থাকলে তুমি নেটে খেলতে! যশস্বীর সামনে আশিস নেহরারܫ বাউন্সার
দেখে নিন ডুরান্ড কাপের জন্য ঘোষিত ইস্টবেঙ্গল দল
তিনকাঠির দায়িত্বে অর্থাৎ গোলকিপারের 💞ভূমিকায় দেখা যাবে প্রভসুখন সিং গিল, দেবজিৎ মজুমদার, আদিত্য পাত্রকে। দলের রক্ষণের দায়িত্বে অর্থাৎ ডিফেন্সে রয়েছেন হিজাজি মাহের, লালচুনুনঙ্গা, গুরসিমরত সিং গিল, মনোতোষ চাকলাদার, মার্ক জ়োথানপুইয়া, মহম্মদ রাকিপ, প্রভাত লাকরা। মিডফিল্ডারের জায়গায় রয়েছেন শৌভিক চক্রবর্তী, সাউল ক্রেস্পো, জিকশন সিং, মাদিহ তালাল, তন্ময় দাস, পিভি বিষ্ণু, সায়ন বন্দ্যোপাধ্যায়, আমন সিকে, নওরেম মহেশ সিং, নন্দকুমার শেখর, শ্যামল বেসরা। এ ছাড়াও দলের ফরওয়ার্ডের দায়িত্বে রয়েছেন ডেভিড লালহালসাঙ্গা, দিমিত🌟্রিয়াস দিয়ামান্তাকোস, ক্লেইটন সিলভা, জেসিন টিকে।
দেখে নিন নেক্সট জেন কাপের জন্য ঘোষিত ইস্টবেঙ্গল দল
জেনে নিন নেক্স💫ট জেন কাপের জন্য ইস্টবেঙ্গল দল কেমন হয়েছে। দলের গোলরক্ষকের দায়িত্বে থাকবেন কমলউদ্দিন, গৌরব সাউ। এরপꦰরে দলের রক্ষণে থাকবেন ডিফেন্ডার আদিল অমল, মহম্মদ জেসিল কে, বাথালা সুনীল, কে বুনন্দ সিং, জোসেফ জাস্টিন। মাঝমাঠ কেমন হবে জানেন। মিডফিল্ডারের দায়িত্বে থাকবেন ভানলালপেকা গুইতে, গুরনাজ সিং গ্রেওয়াল, অনন্থু এনএস, তন্ময় দাস, নসীব রহমান, শ্যামল বেসরা, মহম্মদ রোশাল পিপি, মহম্মদ মুশারফ। দলের আক্রমণের দায়িত্বে থাকবেন ফরওয়ার্ড দেবজিৎ রায়, মহম্মদ আশিক, সুমন দে, সায়ন বন্দ্যোপাধ্যায়।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।