ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সঙ্গে আগেও অনেক ফুটবলার বিতর্ক বেড়ছে। এই তাঁর সঙ্গে সরাসরি না হলেও পরোক্ষভাবে ঝামেলায় জড়িয়ে পড়লেন আর্জেন্তিনার প্রাক্তন তারকা ফুটবলার সার্জিও আগুয়ে♉রো। সম্প্রতি লিওনেল মেসির এই প্রাক্তন সতীর্থ রোনাল্ডোকে নিয়ে 🍒মন্তব্য করেন যে সিআর সেভেন আরও পাঁচটা সাধারণ ফুটবলারদের মতো। সেই মন্তব্য ছড়িয়ে পড়ার পর ক্রিশ্চিয়ানোর ভক্ত থেকে আরও অনেকে কটাক্ষ করতে থাকেন সার্জিওকে। এই নিয়ে তিনি জানিয়েছেন, 'ক্রিশ্চিয়ানোকে একজন সাধারণ ফুটবলার বলার বিষয়ে আমি যা সমালোচনা পেয়েছি। তবে লোকে যা বলে আমি তা বলতে পারি না।'
ম্যাঞ্চেস্টার সিটির কিংবদন্তি প্রাক্তন এই ফুটবলার মেসির সঙ্গে তাঁর ঘনিষ্ঠ বন্ধুত্বের জন্য পরিচিত। আর্জেন্তিনা জুনিয়র দলের হয়ে খেলার সময় থেকেই এই জুটি সেরা বন্ধু হয়ে আছেন। আগুয়েরো নিয়মিত টুইচ-অ্যাপে লাইভ স্ট্রিম করেন। এপ্রিল মাসে, তিনি কিংস লিগের দলের মালিক ইবাই ল্লানোসের সঙ্গে ক্রিশ্চিয়ানো এবং লিওনেল মেসির সেরা গোলগুলির বিষয়ে পর্যালোচনা করেন। সেখানে জানান লিও মেসি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর চেয়ে অনেক ভালো ফুটবলার। তিনি ব♓লেন, 'দেখো রোনান্ডো কোথা থℱেকে গোল করে। ওর ফ্রি কিক গুলি গোলে পরিণত হওয়ার ক্ষেত্রে গোলকিপারের অনেক ভুল আছে। আমি মনে করি রাউলের থেকে ভালো গোল আছে। বেনজিমাও এর থেকে অনেক ভালো গোল করেছে বলে আমার মনে হয়। রোনাল্ডোর সেরা সেরা ২০টি গোলের মধ্যে ১৫টি এসেছে ফ্রি কিক থেকে। অন্যদিকে মেসির সেরা ২০টি গোলের মধ্যে ১৫টি গোল হয়েছে পাঁচজনের বেশি ফুটবলারকে কাটিয়ে।' তিনি আরও জানান পর্তুগিজ তারকা মেসির সঙ্গে সমানে সমানে আসতে পারবে না।
রোনাল্ডোর এই সমালোচনা করার পরই বিভিন্ন দিক থেকে সমালোচনার ঢেউ উঠতে থা🌳কে সার্জিও আগুয়েরোর বিরুদ্ধে। সম্প্রতি লাইভ স্ট্রিমিং করার সময় তিনি যে সমালোচনার মুখোমুখি হয়েছিলেন তার জবাব দিয়েছেন। তিনি বলেন, 'ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে একজন ‘সাধারণ ফুটবলার’ বলার জন্য আমাকে সমালোচনার মুখে পড়তে হয়েছে। তবে লোকে যা বলে তা আমি বলতে পারি না। আমি ইবাইয়ের সঙ্গে ছিলাম, এবং আমি রসিকতা করে ওই কথা গুলি বলছিলাম। কারণ ইবাই একজন মাদ্রিদ ভক্ত। আমি এটা রসিকতা করে বলেছি কিন্তু লোকেরা তা সিরিয়াস নিয়েছে।'
সার্জিও আগুয়েরো ২০২১﷽ সালে হৃদরোগের কারণে ফুটবল থেকে অবসর নেন। আর্জেন্তাইন আইকন লিও মেসি আমেরিকার দল ইন্টার মিয়ামিতে যোগ দিতে প্রস্তুত। অন্যদিকে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো সৌদি প্রো লিগ ক্লাব আল-নাসেরের হযඣ়ে খেলেছেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।