রবিবার ২০২২ ফিফা বিশ্বকাপ -এর ফাইনালে পেনাল্টি শুটআউটে ফ্রান্সকে ৪-২ গোলে হারিয়ে ৩৬ বছর পরে বিশ্বকাপ ঘরে তুলেছে আর্জেন্তিনা। এই ফাইনাল ম্যাচে দুই দলের মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হয়। মেসি ও আর্জেন্তিনার জয়ের পর ভারতে শুরু হয়েছে সেলিব্রে꧅শন। এই বিশাল জয়ের পরে ভারতের ক্রিকেট বিশ্বও মুখরিত হয়ে ওঠেছে মেসিসহ আর্জেন্তিনাকে অভিনন্দন জানাতে। অনেক ভারতীয় ক্রিকেট তারকা মেসি ও আর্জেন্তিনাকে শুভেচ্ছা জানিয়েছেন। সুনীল গাভাসকর ও রবি শাস্ত্রী তো কাতারে পৌঁছে গিয়েছিলেন।
আরও পড়ুন… আপনি তাঁকে বেশিক্ষণ আটকে রাখতে পারবেন না- গিলের জন্য রাহুল-শ্রেয়সকে🥀ও বাদ দিতে চান কাইফ
এদিকে মেসির আর্জেন্তিনা বিশ্বকাপ জিততে টিম ইন্ডিয়ার তারকা যুবরাজ সিংও আর্জেন্তিনার জয়ে ইনস্টাগ্রামে পোস্ট করেছেন এবং ১০ নম্বর জার্সির মহত্ব সম্পর্কে কথা বলেছেন যেটা সচিন তেন্ডুল🌌কর এবং মেসি উভয়েই পরে থাকেন। যুবরাজ লিখেছেন যে এটি ফুটবলের একটি অবিশ্বাস্য খেলা। এটা মেসির জন্য কতটা বিশেষ হবে তা বর্ণনা করা আমার পক্ষে কঠিন। তিনি আরও বলেছিলেন যে এটি দেখে আমাকে পুরানো সময়ের কথা মনে পড়ে যায় যখন আমরা ১০ নম্বর জার্সির (সচিন তেন্ডুলকর) জন্য এই লড়াই করেছিলাম।
যুবরাজ সিং নিজের ইনস্টাগ্রামে লেখেন, ‘ফুটবলের অবিশ্বাস্য খেলা! মেসি এবং আর্জেন্তিনার মানে কী তা শব্দে প্রকাশ করা কঠিন এই আর্জেন্তিনা আমাকে স্মৃতির গলিতে ফিরিয়ে নিয়ে গিয়েছিল। যখন একটা বিশেষ দল নং ১🎃০ এর জন্য এটি করেছিল। ২০১১ সালে আমরাও আমাদের ১০ নম্বরের জন্য এমন লড়াই করেছিলাম। আর্জেন্তিনার সমস্ত ভক্তদের অভিনন্দন।’
আরও পড়ুন… 'আমি জানতাম ঈশ্বর আমায় এই উপཧহারটা দেবেন', ট্রফি হাতে উন্মাদনায় ভাসলেন মেসি
আর্জেন্ত♔িনার এই জয়ে সচিন তেন্ডুলকর টুইটারে পোস্ট করে লিখেছেন, ‘মেসির জন্য এটা করার জন্য আর্জেন্তিনাকে অনেক অভিনন্দন! যেভাবে তিনি প্রচারণা শুরু করেছিলেন এবং তারপর উজ্জ্বলভাবে ফিরে এসেছেন। অতিরিক্ত সময়ের শেষে দুর্দান্ত সেভের জন্য মার্টিনেজের প্রতি বিশেষ উল্লেখ। আর্জেন্তিনা যে এই কাপ পাবে এ🙈টা আমার জন্য স্পষ্ট লক্ষণ ছিল।’
সচিন, যুবরাজ ছাড়াও, দীনেশ কার্তিকও এই জয়ের পরে টুইট করেছেন এবং লিখেছেন যে কিছু জিনিস ইতিমধ্যেই ꦓলেখা আছে এবং আমি তাতে বিশ্বাস করি। এর সঙ্গে তিনি এটাও বলেছেন যে এই ম্যাচটি কতটা উত্তেজনাপূর্ণ ছিল এবং ক্রিকেট ছাড়াও বছরের পর বছর আমি অন্🔥য কোনও খেলাকে এতটা পছন্দ করেছি। অন্যদিকে ভারতের তারকা ফুটবলার সুনীল ছেত্রী লিখেছেন যে এটি সর্বকালের সেরা ফুটবল ম্যাচ ছিল।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।