শুভব্রত মুখার্জি: আই লিগের আসন্ন মরশুম শুরু হতে চলেছে গত ২৬ ডিসেম্বর থেকে। প্রথম ম্যাচে মুখোমুখি হবে ট্রাউ ইউনাইটেড এবং ইন্ডিয়ান অ্যারোজ। আর ঠিক তার পরের দিন অর্থাৎ ২৭ ডিসেম্বর আই লিগের আসন্ন মরশুমে নিজেদের অভিযান শুরু করবে কলকাতা ময়দানের অন্যতম প্রধান মহমেডান স্পোর্টিং ক্𒈔লাব। প্রথম ম্যাচে নৈহাটি স্টেডিয়ামে সাদা-কালো ব্রিগেড মুখোমুখি হবে সুদেভা দিল্লি এফসি-র। ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হবে ম্যাচ।
প্রসঙ্গত আসন্ন মরশুমে আই লিগে কলকাতার একমাত্র প্রতিনিধি দল মহমেডান স্পোর্টিং ক্লাব। মরশুমটা বেশ ভালো ভাবেই শুরু করেছে মহমেডান। ১৯৮১ সালের পরে ফের কলকাতা লিগ জিততে সমর্থ হয়েছে তারা। কলকাতা লিগের ফাইনাল ম্যাচে তারা রেলওয়ে এফসির বিরুদ্ধে ১-০ গোলে জিতে শিরোপা জয় করে। আসলে নতুন বিনিয়োগকারীরা আস🥃ার পর ক্লাবের পরিকাঠামো উন্নয়ন থেকে পারফরম্যান্সের উন্নয়ন সব দিকেই ♋আলাদা ভাবে নজর দেওয়া হচ্ছে। যার ফল পাচ্ছে মহমেডান।
আসুন এক নজরে দেখে ন▨িন আই লিগে মহমেডান ম্যাচের♚ সূচি :
১) ২৭ ডিসেম্বর, বন💃াম সুদে✤ভা এফসি, নৈহাটি স্টেডিয়াম
২) ৩০ ডিসেম্বর, বনাম আইজল এফসি, কল্যাণী স্টেডিয﷽়াম
৩) ৪ জান🅠ুয়ারি, বনাম শ্রীনি🌳ধি ডেকান এফসি, মোহনবাগান মাঠ
৪) ১০ জানুয়ারি, বনাম ইন্ডিয়ান অ্য𒆙ারোজ, নৈহাটি স্টেডিয়াম
৫) ১৫ ই জানুয়ারি,ব𒁃নাম চার্চিল ব্রাদাꦬর্স, কল্যাণী স্টেডিয়াম
৬) ২০ জানꦐুয়ারি, বনা🔜ম কেঙ্করে এফসি, নৈহাটি স্টেডিয়াম
৭) ২৫💮 ♈জানুয়ারি, বনাম গোকুলাম কেরালা এফসি, নৈহাটি স্টেডিয়াম
৮) ৩০ শে জা﷽নুয়ারি, বনাম ট্রাউ এফসি, নৈহাটি স্টেডিয়াম
৯) ৯ ফেব্রুয়া💧রি, বনাম রাজস্থান এফসি, কল্যাণী স্টেডিয়াম
১০) ১৩ ফেব্🐻রুয়ারি, বনাম রাউন্ডগ্লাস পঞ্জাব এফসি, কল্যাণী স্টেডিয়াম
১১) ১৮ ফেব্র🦹ুয়ারি, বনাম রিয়েল কাশ্মীর꧑, কল্যাণী স্টেডিয়াম
১২) ২৩ ফেব্রুয়ারি, বনাম নেরোকা এফসি, কল্যাণী স্টেড🍷িয়াম।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।