শুভব⛦্রত মুখার্জি: বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা যখন শেষবার তাদের ক্রমতালিকা প্রকাশ করেছিল, তাতে শীর্ষে ছিল লিয়োনেল মেসির দেশ আর্জেন্তিনা। সদ্য শেষ হওয়া কোপা আমেরিকার শিরোপা জিতেছে আর্জেন্তিনা দল। ফাইনালে কলম্বিয়াকে হারিয়ে দিয়েছে তারা। আর তাদের এই পারফরম্যান্সের সুফল তারা পেয়েছে সদ্য প্রকাশিত ফিফার নয়া ক্রমতালিকায়।লাউতারো মার্টিনেজের গোলে কোপা জয়ের ফলে এই তালিকায় নিজেদের শীর্ষ স্থান আর্জেন্তিনা ধরে রাখতে সক্ষম হয়েছে। পাশাপাশি তাদের এই শীর্ষস্থানকে তারা আরও মজবুত করেছে বলা যায়। তবে ভারতের আর্জেন্তিনা সমর্থকদের জন্য সুখবর এলেও, ভারতীয় ফুটবল দলের জন্য কিন্তু একেবারেই খবর ভালো নয়। সদ্য প্রকাশিত ফিফা ক্রমতালিকায় ভারতীয় সিনিয়র পুরুষ ফুটবল দল রয়েছে ১২৪তম স্থানে।
আরও পড়ুন: রেকর্ড ৩.২ কোটি ট্রান্সফার ফি কেরালাকে দিয়ে জি🌄কসনকে নিল ইস্টবেঙ্গল- রিপোর🐠্ট
সাম্প্রতিক সময়ে ভারতীয় দলের খারাপ পারফরম্যান্সের প্রভাব পড়েছে তাদের ক্রমতালিকায় অবস্থানে। ২০২৬ ফিফা বিশ্বকাপ কোয়ালিফায়ারের গ্রুপ-এ থেকে ভারতীয় দল তৃতীয় রাউন্ডে যেতে পারেনি। এমন কী নিজেদের ঘরের মাঠে তারা আফগানিস্তানের মতন দলের কাছেও হেরেছে। কুয়েতের মতো দলের বিরুদ্ধে গোলশূন্য ভাবে ড্র করেছে। আর তাদের এই গড়পড়তা পারফরম্যান্সের প্রভাব পড়েছে তাদের ক্রমতালিকায় অবস্থানের উপরে। ঘটনাচক্রে, ভারতীয় ফুটবল দল জ♑ুন মাসেই ক্রমতালিকায় তিন ধাপ নীচে নেমে গিয়েছিল। বিশ্বকাপের কোয়ালিফায়ারে খারাপ পারফরম্যান্স করেই ত🍌ারা নেমে গিয়েছিল নীচে। গত বছর ডিসেম্বর থেকেই খারাপ সময় যাচ্ছে ভারতীয় সিনিয়র পুরুষ ফুটবল দলের। ফিফা ক্রমতালিকায় তারা গত ডিসেম্বর থেকেই নামতে শুরু করেছে। একটা সময়ে ভারত প্রথম ১০০-র মধ্যে ছিল। তাদের সেরা অবস্থান ছিল ৯৯।
আরও পড়ুন: এবারের কলকাতা লিಌগে প্রথম জয় পেল মোহনবাগান, ১-০ হারাল পিয়ারলেসকে
অন্য দিকে ক্রমতালিকায় এশিয়ার দেশগুলোর মধ্যে ভারত রয়েছে ২২ নম্বরে। আগেও এই স্থানেই ছিল ভারতীয় দল। লেবানন, প্যালেস্তাইন, ভিয়েতনামের মতন দেশগুলোর থেকেও পিছিয়ে পড়েছে তারা। অন্য দিকে কোপা জয়ের পরে শীর্ষস্থান আরও মজবুত করেছে আর্জেন্তিনা। ইউরোর সেমিফাইনালে হেরে গেলেও দুই নম্বরে 🌸রয়েছে ফ্রান্স। তিনে রয়েছে ইউরো চ্যাম্পিয়ন দল স্পেন। পাঁচ ধাপ উঠেছে তারা। রানার্স আপ ইংল্যান্ড রয়েছে চার নম্বরে। তারাও একধাপ উঠেছে। পাঁচে রয়েছে ব্রাজিল। কোপার কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গিয়ে তারা এক ধাপ নীচে নেমে গিয়েছে। ছয়ে রয়েছে বেলজিয়াম (৩ ধাপ নেমে), সাতে নেদারল্যান্ডস, আটে পর্তুগাল, নয়ে রয়েছে সদ্য কোপাতে রানার্স আপ হওয়া দল কলম্বিয়া।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।