শুভব্রত মুখার্জি: ওডিআ⛦ই ক্রিকেট বিশ্বকাপের আবহেই শনিবার ভারতীয় সময় রাতের দিকে চলতি মরশুমের লা লিগার 'এল ক্লাসিকোতে' মুখোমুখি হয় বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদ। ম্যাচে নাটকীয়ভাবে একেবারে শেষ মুহূর্তে জয় তুলে নিয়েছে রিয়াল মাদ্রিদ দল। গোটা মরশুমেই দুরন্ত ফর্মে রয়েছেন ইংল্যান্ডের নয়া তারকা জুড বেলিংহাম। এদিন ম্যাচে ও রিয🐼়ালের মানরক্ষা করলেন তিনি। জোড়া গোল করে চিরপ্রতিদ্বন্দী বার্সেলোনার বিরুদ্ধে দলকে এনে দিলেন জয়।
ম্যাচের বয়স ৬ মিনিট পার হতে না হতেই অলিম্পিক স্টেডিয়ামে উপস্থিত হওয়া আয়োজক দলের দর্শকদের উল্লাসে মাতিয়ে দেন ইলকাই গুন্দোয়ান। রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে গোল করে বার্সার হয়ে দুর্দান্তভাবে শুরু করেন তিনি। বার্সেলোনাকে লিড এনে দেন এই মিডফিল্ডার। তবে সেই লিড ধরতে রাখতে পারেনি কাতালানরা। দ্বিতীয়ার্ধে জুড বেলিংহামের দুর্দান্ত গোলে ম্যাচে সমতা ফেরায় রিয়াল মাদ্রিদ। শেষ🐭 মুহুর্তে সেই বেলিংহামই ♔ম্যাচে তাঁর দ্বিতীয় গোল করে দারুণ জয় এনে দেন রিয়াল মাদ্রিদকে।
প্রসঙ্গত, চোট কাটিয়ে এই ম🔯্যাচে বার্সেলোনা স্কোয়াডে ফিরেছিলেন তারকা পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানডস্কি। ফিরেছিলেন রাফিনিয়া। কিন্তু দুজনকে নিয়ে ঝুঁকি নেননি জাভি হার্নান্দেজ। তাদেরকে বেঞ্চে রেখে জোয়াও ফেলিক্স, ফেরান টোরেস, ফিরমিনহোদের উপর আস্থা রেখেছিলেন বার্সা কোচ। জাভির সিদ্ধান্ত যে ভুল ছিল না তাঁর প্রমান পাওয়া যায় ম্যাচের ছয় মিনিটেই। দল এগিয়ে যায় গুন্দোয়ানের গোলে। ম্যাচের প্রথম আক্রমণেই গোল পায় আয়োজকরা। কাতালান ফরোয়ার্ডদের চাপে চুয়ামেনি গোলরক্ষকের উদ্দেশ্যে ব্যাক পাস দেন। কিন্তু রিয়াল ডিফেন্ডার ডেভিড আলাবা বলের কাছে পৌঁছে ক্লিয়ারের চেষ্টা করলেও সেই বলের নিয়ন্ত্রণ নেন গুন্দোয়ান। এরপর কেপাকে বোকা বানিয়ে কাজের কাজ সারেন তিনি। বার্সেলোনার জার্সিতে এটাই ছিল তাঁর প্রথম গোল।
এগিয়ে গিয়ে আরও আক্রমণাত্মক খেলে বার্সেলোনা। ১৬ মিনিটে ফিরমিন লোপে🌺জের প্রচেষ্টা পোস্টে লেগে ফিরে আসে। ফলে ব্যবধান বাড়েনি বার্সার। বক্সের কোনা থেকে ফিরমিনের গতির শট রিয়াল গোলরক্ষক কেপাকে পরাস্ত করলেও পোস্টে আটকে যায়। আশ্চর্যজনকভাবে প্রথমার্ধে গোলের উদ্দেশ্যে কোনো শট নিতে পারেনি রিয়াল।
তবে দ্বিতীয়ার্ধে ভিন্ন রিয়ালকে পাওয়া যায়। ৬৮ মিনিটে রিয়ালের ত্রাতা হয়ে ওঠেন জুড বেলিংহাম। বক্সের বাইরে থেকে তাঁর নেওয়া বুলেট গতির শট সমতা ফেরায় রিয়াল। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে দুই মিনিটের মাথায় ফের বেলিংহাম গোল করে ম্যাচের নায়ক হয়ে যান তিনি। তাঁর গোলেই নাটকীয়ভাবে 'এল ক্লাসিকোতে' জয় নিশ্চিত হয় রিয়াল মাদ্রিদের। এই ম্যাচে জয়ের ফলে ১০ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এল রিয়াল মাদ্রিদ। অপর🃏দিকে ২৪ পয়েন্ট নিয়ে আপাতত তিনে রইল বার্সেলোনা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।