ডিফেন্সকে মজবুত করে প্রতিপক্ষের আক্রমণের মুখ আটকে দেওয়াটা খালিদ জামিলের স্ট্র্যাটেজির একটি বড় অ🐭ঙ্😼গ। অনেক সময়ই এই স্ট্র্যাটেজি মেনে চলে বিপক্ষকে আটকে দিতে সফল হয়েছেন খালিদ। কিন্তু এই স্ট্র্যাটেজিতে যেহেতু বিপক্ষকের ক্ষেত্রে প্রতি আক্রমণের চাপ কম থাকে, তাই গোল হওয়ার সম্ভাবনা বাড়ে। কারণ বিপক্ষ আক্রমণের ঝাঁজ তীব্র করে দেয়। শুক্রবার যেমনটা হয়েছে কেরালা ব্লাস্টার্স-নর্থইস্ট ইউনাইটেড ম্যাচের ক্ষেত্রেও। প্রথমার্ধে ম্যাচটি গোলশূন্য ম্যাড়ম্যাড়ে ছিল। দ্বিতীয়ার্ধে একেবারে ঘটনার ঘনঘটনা।
বর্তমানে আইএসএল টেবলের লাস্টবয়দের হারিয়ে লিগ টেব🎶লের দ্বিতীয় স্থানে উঠে এসেছে কেরালা ব্লাস্টার্স। শুক্রবার গোয়ার জওহরলাল নেহরু স্টেডিয়ামে দশ জনের কেরালা ব্লাস্টার্স ২-১ গোলে হারাল খালিদ জামিলের নর্থ ইস্টকে। ম্যাচের তিনটি গোলই হয়েছে বিরতির পর। এমন কী একটি লালকার্ডও হয়েছে। সেটাও দ্বিতীয়ার্ধেই।
খালিদের টিম বুটের জঙ্গলে ডিফেন্স জ্যাম করে রাখার কারণে কেরালাকে প্রথম গোলটি পেতে ৬২ মিনিট অপেক্ষা করতে হয়। হারমনজোৎ সিং খাবরার পাস থেকে জর্জে পেরেরা ডিয়াজ ১-০ করেন।𝐆 প্রথম গোল পেয়ে আক্রমণের ঝাঁজ আরও বাড়ায় কেরালা। কিন্তু ৭০ মিনিটে কিছুটা তাল কাটে। ম্যাচের দ্বিতীয় হলুদ কার্ড দেখে মার্চিং অর্ডার পেয়ে মাঠ ছাড়েন আয়ুুষ অধিকারী। তবে নিজেদের সামলে নিয়ে ৮২ মিনিটে ম্যাচের দ্বিতীয় গোলটি করে কেরালা। আলভারো ভ্যাজকুয়েজের বিশ্বমানের গোলে ২-০ এগিয়ে যায় তারা। দশ জনের কেরালাকে পেয়ে ইনজুরি টাইমে মহম্মদ ইಞরশাদ ১-২ করেন। কিন্তু নর্থইস্ট হার বাঁচাতে পারেনি। ৩ পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে কেরালা।
এ দিনের জয়ের ফলে ১৩ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় ☂স্থানে উঠে এল কে💟রালা। অপর দিকে, ১৬ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে নর্থইস্ট ইউনাইটেড রইল আইএসএল টেবলের লাস্টবয় হয়েই।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।