জয় দিয়েই প্যারিস সেন্ট জার্মেইনে নিজের অভিযান শেষ ক💙রলেন কিলিয়ান এমবাপে। দীর্ঘ কয়েক মাস ধরেই তাঁর দল ছাড়ার জল্পনা চলছিল। ফিফা বিশ্বকাপে সাম্প্রতিককালের অন্যতম সেরা স্ট্রাইকার তিনিই। দেশকে বিশ্বকাপ জেতানোর পাশাপাশি গত বিশ্বকাপে ফাইনালেও তুলেছিলেন, যদিও লিওনেল মেসির ম্যাজিকে সেই বিশ্বকাপ জেতা হয়নি তাঁর, তবে ২০১৮ সালের বিশ্বকাপে তো প্রতিপক্ষের ওপর বুলডোজার চালিয়ে দিয়েছিলেন মেসিরই প্রাক্তন সতীর্থ। তবে গতবছর শেষ থেকেই শোনা যাচ্ছিল, ফরাসি গোলমেশিনকে পেতে আগ্রহী স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ। পিএসজির তারকা নিজেও বুঝতে পারছিলেন চ্যাম্পিয়ন্স লিগ জিততে গেলে সফলতম দলে যোগ দেওয়াই বুদ্ধিমানের কাজ, যেখানে তাঁরই দেশের কিংবদন্তী জিনেদিন জিদানও খেলেছেন এক সময়। যদিও বিদায়লগ্নে এমবাপে স্পষ্টভাবে বললেন না তিনি রিয়ালে কবে যোগ দেবেন।
আরও পড়ুন-‘একটা কথাও বলবে না’, বন্ধুকে নিয়💟ে লাগাতার অপমানের পাল্টা গাভাসকরকে তেড়ে উত্তর এবির
ফরাস💟ি কাপের ফ🐽াইনালে শনিবার রাতে মুখোমুখি হয়েছিল প্যারিস সেন্ট জার্মেইন এবং লিয়ন। সেই ম্যাচই ২-১ গোলে জিতে ট্রফি পকেটে পুড়ল এমবাপের ক্লাব। তিনি নিজে গোল না পেলেও দল চ্যাম্পিয়ন হয়ে তাঁর বিদায়টা বেশ মধুর করে দিল। অবশ্য এমবাপের খেলায় সেই চেনা ঝাঁঝও দেখা যায়নি। ২২ মিনিটে গোল করে পিএসজিকে এগিয়ে দেন উসমান দেম্বেলে। ৩৪ মিনিটে ব্যবধান ২-০ করেন ফ্যাবিয়ান রুইজ। এরপর অবশ্য খেলায় ফেরে লিয়ন। ৫৪ মিনিটে জ্যাক ও ব্রায়েন গোল করে তাঁদের ব্যবধান কমান, যদিও ম্যাচ ২-১ গোলে জিতেই মাঠ ছাড়ে পিএসজি।
বিদায়বেলায় কিলিয়ান এমবাপে বলেন, ‘ একটা ট্রফি দিয়ে অভিযান শেষ করার থেকে ভালো আর কিছুই হতে পারে না। খুবই ভালো লাগছে বিষয়টা। আমি চেয়েছিলাম ক্লাবে আমার শেষ ম্যাচে ট্রফি জিততে, সেটা হয়েছে। সবকিছুরই একটা সময় রয়েছে, আমি আমার ভবিষ্যৎ-এর ক্লাবের নাম পরে জানাব। কয়েকদিন সময় লাগবে, তাতে কোনও𝓀 সমস্যা নেই। আমি এখনই বলতে পারব না কবের মধ্যে সব চূড়ান্ত হবে, কয়েকটা দিক নিয়ে এখনও কথা চলছে, তবে আমার প্রধান কাজ ছিল এখানে চ্যাম্পিয়ন হয়ে শেষ করা। এখন ꦛআমি ক্লাব থেকে মাথা উঁচু করেই বিদায় নিতে পারব, এটাই খুব ইতিবাচক দিক’ ।
পিএসজির হয়ে শেষ ট্রফি জেতার পর এমবাপে জানি🎀য়েছেন, অনেক ভেবে চিন্তেই ফ্রান্স ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ফাইনাল🦄 ম্যাচের আগে শেষবার মাঠে নামার আগে ক্লাবের সঙ্গে কাটানো বিভিন্ন মূহূর্ত তাঁর স্মৃতিতে বারবার ঘুরে ফিরে এসেছে, বলছেন ২৫ বছর বয়সী এই ফুটবলার। রিয়াল মাদ্রিদই এগিয়ে রয়েছে ফরাসি তারকাকে সই করানোর ব্যাপারে। সেক্ষেত্রে ভিনিসিয়াস জুনিয়র, বেলিহ্যামের সঙ্গেই জুটি বাঁধতে চলেছে ফ্রান্সের এই তারকা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।