ইউর෴োতে ক্রিশ্চিয়ান এরিকসেনের হার্ট অ্যাটাকে মাঠে মধ্যেই লুটিয়ে পড়ার ঘটনা এখনও সকলের মনেই তাজা। পুরোপুরি তেমন না হলেও শনিবার (🅺৩০ অক্টোবর) লা লিগায় আলাভেসের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন সার্জিও আগুয়েরোও সকলের উদ্বেগ বাড়িয়ে বুকে ব্যাথা অনুভব করেন।
প্রথমার্ধে আগুয়েরোকে ডাগ আউটের দিকে তাঁকে বদলি করার জন্য সিগ𒅌ন্যাল পাঠাতে দেখা যায়। এরপরই বুক ধরে আর্জেন্তাইন তারকাকে মাঠের মাঝে শুয়ে পড়তেও দেখা যায়। কাতালান ক্লাবের মেডিক্যাল দল দ্রুত মাঠে আর্জেন্তাইন তারকার দিকে ছুটে গিয়ে পরিস্থিতি বোঝা ও তাঁর তৎকালীন চিকিৎসা করার চেষ্টা করেন। অবশেষে ঘটনার গুরুত্ব বুঝে ৩৩🍃 বছর বয়সী ফরোয়ার্ডকে পরিবর্তন করা হয়। আগুয়েরো ধীরে ধীরে নিজের পায়েই মাঠ ছাড়েন।
গোটা ঘটন🌳াকে কেন্দ্র করে বার্সেলোনা এক বিবৃতিতে জানায়, ‘গোটা প্রথমার্ধ জুড়েই সার্জিও আগুয়েরো বুকের ব্যাথা অনুভব করছিলেন এবং ফিলিপ কুটিনহো হাফ টাইপে ওর পরিবর্তে মাঠে নামে। এরপর ওকে হাসপাতালে কার্ডিয়াক পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়।’ বার্সার কেয়ারটেকার ম্যানেজার বারহুয়ান ম্যাচের পর বলেন, ‘আমাকে প্রথমে বলা হয় ওর মাথা ঘুরছে। এখন শুনলাম ওকে হাসপাতালে নি𓃲য়ে যাওয়া হয়েছে। এ বিষয়ে এই মুহূর্তে এর থেকে বেশি আমি আর কিছু বলতে পারবনা।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।